ETV Bharat / city

"ছেলে মরেছে বেশ হয়েছে", মৃত শিশুর পরিবারকে বলল নার্স !

শিশু মৃত্যুতে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল। হাসপাতাল সুপার জানিয়েছেন, মৃত শিশুর চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি। তবে যে নার্স দুর্ব্যবহার  করেছেন তাকে শোকজ় করা হয়েছে।

শিশুর পরিবার
author img

By

Published : Feb 6, 2019, 11:26 PM IST

বর্ধমান, ৬ ফেব্রুয়ারি : চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। শিশুটির পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়ার ফলেই মৃত্যু হয়েছে শিশুর। নার্সরা শিশুর পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করে বলেও অভিযোগ। হাসপাতাল সুপার জানিয়েছেন, মৃত শিশুর চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি। তবে যে নার্স দুর্ব্যবহার করেছেন তাকে শোকজ় করা হয়েছে।

২৮ জানুয়ারি জ্বর ও সর্দির উপসর্গ নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হয় ওই শিশু। গতরাতে সে প্রচণ্ড কাশতে থাকে। সেই সময় এক নার্স তাকে একটা ইনজেকশন দেয়। মৃত শিশুর এক পরিজন জানিয়েছেন, "ইনজেকশন দেওয়ার পরই সেই শিশু নেতিয়ে পড়ে এবং মারা যায়। আমাদের নার্সরা বলে ঠিক হয়েছে ছেলে মরেছে।"

ঘটনায় শিশুর পরিবার হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। হাসপাতাল সুপার উৎপল দাঁ বলেন, "চিকিৎসায় কোনও গাফিলতি ছিল না। ওই শিশুর অবস্থা খুবই খারাপ ছিল। ঝামেলা বাধে নার্সদের দুর্ব্যবহার নিয়ে। নার্সের ওই ধরনের মন্তব্য লজ্জাজনক। ওই নার্সকে শোকজ় করতে বলা হয়েছে।"

বর্ধমান, ৬ ফেব্রুয়ারি : চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। শিশুটির পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়ার ফলেই মৃত্যু হয়েছে শিশুর। নার্সরা শিশুর পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করে বলেও অভিযোগ। হাসপাতাল সুপার জানিয়েছেন, মৃত শিশুর চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি। তবে যে নার্স দুর্ব্যবহার করেছেন তাকে শোকজ় করা হয়েছে।

২৮ জানুয়ারি জ্বর ও সর্দির উপসর্গ নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হয় ওই শিশু। গতরাতে সে প্রচণ্ড কাশতে থাকে। সেই সময় এক নার্স তাকে একটা ইনজেকশন দেয়। মৃত শিশুর এক পরিজন জানিয়েছেন, "ইনজেকশন দেওয়ার পরই সেই শিশু নেতিয়ে পড়ে এবং মারা যায়। আমাদের নার্সরা বলে ঠিক হয়েছে ছেলে মরেছে।"

ঘটনায় শিশুর পরিবার হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। হাসপাতাল সুপার উৎপল দাঁ বলেন, "চিকিৎসায় কোনও গাফিলতি ছিল না। ওই শিশুর অবস্থা খুবই খারাপ ছিল। ঝামেলা বাধে নার্সদের দুর্ব্যবহার নিয়ে। নার্সের ওই ধরনের মন্তব্য লজ্জাজনক। ওই নার্সকে শোকজ় করতে বলা হয়েছে।"


Paris (France), Feb 06 (ANI): Scholars, former diplomats, human rights activists and journalists from various parts of the world congregated in Paris to discuss the implications of multi-billion dollar China-Pakistan Economic Corridor (CPEC)- the flagship project of Chinese Belt and Road Initiative (BRI). While discussing the CPEC's legal, geo-strategic, economic and environmental impacts, the participants argued that acquiring control of trade, inevitably translates into governmental influence. Experts also underlined the massive destruction and displacement being carried out for the project in the resource-rich province of Balochistan. They have also termed CPEC illegal. The indigenous people of Balochistan and illegally occupied Gilgit Baltistan from where it traverses have been stripped away of their natural resources. Activists have long blamed China and Pakistan, who together aim to change the demography of Balochistan and have been committing atrocities against innocent Baloch people. They claim the CPEC project has only brought death and destruction for the local people instead of economic opportunities. Those who have opposed CPEC have been subject to violent crackdowns and torture under the pretext of anti-terrorism laws.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.