বর্ধমান, ৬ ফেব্রুয়ারি : চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। শিশুটির পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়ার ফলেই মৃত্যু হয়েছে শিশুর। নার্সরা শিশুর পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করে বলেও অভিযোগ। হাসপাতাল সুপার জানিয়েছেন, মৃত শিশুর চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি। তবে যে নার্স দুর্ব্যবহার করেছেন তাকে শোকজ় করা হয়েছে।
২৮ জানুয়ারি জ্বর ও সর্দির উপসর্গ নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হয় ওই শিশু। গতরাতে সে প্রচণ্ড কাশতে থাকে। সেই সময় এক নার্স তাকে একটা ইনজেকশন দেয়। মৃত শিশুর এক পরিজন জানিয়েছেন, "ইনজেকশন দেওয়ার পরই সেই শিশু নেতিয়ে পড়ে এবং মারা যায়। আমাদের নার্সরা বলে ঠিক হয়েছে ছেলে মরেছে।"
ঘটনায় শিশুর পরিবার হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। হাসপাতাল সুপার উৎপল দাঁ বলেন, "চিকিৎসায় কোনও গাফিলতি ছিল না। ওই শিশুর অবস্থা খুবই খারাপ ছিল। ঝামেলা বাধে নার্সদের দুর্ব্যবহার নিয়ে। নার্সের ওই ধরনের মন্তব্য লজ্জাজনক। ওই নার্সকে শোকজ় করতে বলা হয়েছে।"