ETV Bharat / city

পদ্মশ্রী সংঘ থেকে ইয়ুথ ক্লাব, বর্ধমানের পুজো কোথায় কেমন ? - শারোদৎসব 2020

কোরোনা আবহে এবার দুর্গাপুজো হচ্ছে অনেক বিধি-নিষেধ মেনে ৷ এর মধ্যেও ছোটো করে কম বাজেটের মধ্যেই হচ্ছে বর্ধমানের দুর্গাপুজো ৷

ছবি
ছবি
author img

By

Published : Oct 23, 2020, 12:31 PM IST

বর্ধমান, 23 অক্টোবর : কোরোনা আবহে নামমাত্রই পুজো হচ্ছে এবার ৷ রাজ্যের বিভিন্ন জায়গার মতো একই অবস্থা পূর্ব বর্ধমানেও ৷ সেখানকার কয়েকটি নামী পুজো তৈরি করেছে অল্প থিমের বাজেট ৷

1. পদ্মশ্রী সংঘের সর্বজনীন

এবছর 68 বছরে পদার্পণ করল তারা ৷ পুজোর বাজেট 5 লাখ টাকা ৷ থিম- মায়ের আগমনে স্বস্তির আশ্বাস ৷

2. ইয়ুথ ক্লাব সর্বজনীন

34 বছর পদার্পণ করল এই পুজো ৷ এইবছর পুজোর থিম- তুমি আসবে বলে তাই আমি পুতুল ঘর সাজাই ৷ মণ্ডপটি তৈরি করা হয়েছে সংবাদপত্র দিয়ে ৷

3. তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ সর্বজনীন

বর্ধমানের ঐতিহ্য কার্জনগেটকে থিম হিসেবে তুলে ধরেছে তারা ৷ প্রতিমা এখানে সাবেকিয়ানার ৷ বাজেট 3 লাখ টাকা ৷

4. লালটু স্মৃতি সংঘ সর্বজনীন

এবারের থিম গ্রাম বাংলা ৷ বাংলার সংস্কৃতি পট শিল্প, পটচিত্র দিয়ে তৈরি এই মণ্ডপ ৷ 59 বছরের পদার্পণ করল এই পুজো ৷ বাজেট 7 লাখ টাকা ৷

এই বছরের থিম গ্রাম-বাংলা ৷

বর্ধমানের পুজো পরিক্রমা

5. সবুজ সংঘ সর্বজনীন

এবার 37 বছরে পা দিল ৷ এবারের থিম- কিছুটা সময় তাদের সঙ্গে ৷ পরিযায়ী শ্রমিকদের দিয়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে ৷ এলাকার 25 জন পরিযায়ী শ্রমিক তৈরি করেছেন এই মণ্ডপটি ৷ সেখানে নিজেদের গল্প তুলে ধরেছেন তাঁরা ৷

বর্ধমান, 23 অক্টোবর : কোরোনা আবহে নামমাত্রই পুজো হচ্ছে এবার ৷ রাজ্যের বিভিন্ন জায়গার মতো একই অবস্থা পূর্ব বর্ধমানেও ৷ সেখানকার কয়েকটি নামী পুজো তৈরি করেছে অল্প থিমের বাজেট ৷

1. পদ্মশ্রী সংঘের সর্বজনীন

এবছর 68 বছরে পদার্পণ করল তারা ৷ পুজোর বাজেট 5 লাখ টাকা ৷ থিম- মায়ের আগমনে স্বস্তির আশ্বাস ৷

2. ইয়ুথ ক্লাব সর্বজনীন

34 বছর পদার্পণ করল এই পুজো ৷ এইবছর পুজোর থিম- তুমি আসবে বলে তাই আমি পুতুল ঘর সাজাই ৷ মণ্ডপটি তৈরি করা হয়েছে সংবাদপত্র দিয়ে ৷

3. তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ সর্বজনীন

বর্ধমানের ঐতিহ্য কার্জনগেটকে থিম হিসেবে তুলে ধরেছে তারা ৷ প্রতিমা এখানে সাবেকিয়ানার ৷ বাজেট 3 লাখ টাকা ৷

4. লালটু স্মৃতি সংঘ সর্বজনীন

এবারের থিম গ্রাম বাংলা ৷ বাংলার সংস্কৃতি পট শিল্প, পটচিত্র দিয়ে তৈরি এই মণ্ডপ ৷ 59 বছরের পদার্পণ করল এই পুজো ৷ বাজেট 7 লাখ টাকা ৷

এই বছরের থিম গ্রাম-বাংলা ৷

বর্ধমানের পুজো পরিক্রমা

5. সবুজ সংঘ সর্বজনীন

এবার 37 বছরে পা দিল ৷ এবারের থিম- কিছুটা সময় তাদের সঙ্গে ৷ পরিযায়ী শ্রমিকদের দিয়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে ৷ এলাকার 25 জন পরিযায়ী শ্রমিক তৈরি করেছেন এই মণ্ডপটি ৷ সেখানে নিজেদের গল্প তুলে ধরেছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.