বহরমপুর, 19 মে: ভিনরাজ্য ফেরত শ্রমিকদের বিক্ষোভের জেরে উত্তাল হল বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড চত্বর । বাড়ি ফেরার বাস না মেলায় বহরমপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখালেন প্রায় 400জন শ্রমিক ।
গতকাল তেলাঙ্গানা থেকে বিশেষ ট্রেনে করে মালদায় পৌঁছান শ্রমিকরা । সেখান থেকে তাঁদের শ্রমিক স্পেশাল বাসে করে বহরমপুর পৌঁছে দেওয়া হয় । এরপরেই সমস্যায় পড়েন তাঁরা । বহরমপুর থেকে বাড়ি ফেরার কোনও বাস না পেয়ে ধৈর্য হারান । জাতীয় সড়কে নেমে বাসের জন্য বিক্ষোভ দেখাতে শুরু করেন । দুপুর 3টে থেকে শুরু করে প্রায় সন্ধে 6টা পর্যন্ত চলে বিক্ষোভ ।
গতকাল মালদা থেকে আটটি সরকারি স্পেশাল বাস শ্রমিকদের নিয়ে এসে থামে বহরমপুর মোহনা বাসস্ট্যান্ডে । সেখানে তাঁদের বাস থেকে নামতে বলা হলে শুরু হয় একদফা তর্কাতর্কি । এরপর সেখান থেকে নিজেদের গন্তব্যে পৌঁছানোর বাস পাচ্ছিলেন না । প্রশাসনের তরফে কোনও বাসের ব্যবস্থা করা হয়নি দেখে ধৈর্য হারান তাঁরা । উত্তেজিত শ্রমিকরা ও তাঁদের পরিবারের লোকজন পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন । শ্রমিকদের কারও গন্তব্যস্থল পুরুলিয়া, কেউ হাওড়া, কারও আবার হুগলি । বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । শান্ত করার চেষ্টা করা হয় শ্রমিকদের । কিন্তু বাড়ি ফেরার বাসের দাবিতে অনড় শ্রমিকরা 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন । দু'ঘণ্টা পর প্রশাসনের পক্ষ থেকে বাসের ব্যবস্থার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ ওঠে । 8টার সময় আটটি বাসের ব্যবস্থা করা হয় । শ্রমিকদের সেইসব বাসে করে গন্তব্যে পৌঁছে দেওয়া হয় ।