ETV Bharat / city

কেদারকণ্ঠে 112 ফুট জাতীয় পতাকা ওড়ালেন আসানসোলের তরুণ পর্বতারোহীরা - 12 feet national flag at Kedarkantha peak

খনি অঞ্চলের বাসিন্দা পর্বতারোহী যুবক-যুবতিরা শৃঙ্গ জয়ের পর বিশালাকার জাতীয় পতাকা উড়িয়ে উল্লাস করলেন । এত বড় জাতীয় পতাকা এর আগে কেদারকণ্ঠে ওড়ানো হয়নি, দাবি তাঁদের ।

Youth  Mountaineer of Asansol flew 112 feet national flag at Kedarkantha peak
Youth Mountaineer of Asansol flew 112 feet national flag at Kedarkantha peak
author img

By

Published : Jan 13, 2021, 10:59 PM IST

আসানসোল, 13 জানুয়ারি: কেদারকণ্ঠে জয় আসানসোলের ৷ আসানসোলের তরুণ পর্বতারোহীরা 112 ফুট জাতীয় পতাকা ওড়ালেন ভূপৃষ্ঠ থেকে প্রায় 12 হাজার 500 ফুট উঁচু শৃঙ্গে কেদারকণ্ঠে ৷

আসানসোল খনি অঞ্চলের পর্বতারোহী যুবক-যুবতিরা শৃঙ্গ জয়ের পর বিশালাকার জাতীয় পতাকা উড়িয়ে উল্লাস করলেন । এত বড় জাতীয় পতাকা এর আগে কেদারকণ্ঠে ওড়ানো হয়নি, দাবি তাঁদের । আসানসোল, রানিগঞ্জ এবং কুলটির চিনাকুড়ি এলাকার 9 জন তরুণ পর্বতারোহী এই পর্বতারোহনে অংশ নেয় । তাঁরা হলেন আমন বার্নওয়াল, অক্ষয় প্রসাদ, রাহুল কুমার পাশওয়ান, বিষ্ণু প্রসাদ, সোমবতী শর্মা, কাজল প্রসাদ, অলকা বাউরি, বাহার কুমারি ।

কেদারকণ্ঠে 112 ফুট জাতীয় পতাকা ৷

আরও পড়ুন:অভিজ্ঞতা ছাড়া আট হাজারি শৃঙ্গ জয়ের নেশাই মৃত্যুর কারণ, বলছেন পর্বতারোহী

আমন বার্নওয়াল জানান, "হিমালয়ের কেদারকণ্ঠে শৃঙ্গে উঠে বিরাট তিরঙ্গা ওড়ানো আমাদের লক্ষ্য ছিল । 112 ফুট জাতীয় পতাকা উড়িয়ে আমরা রেকর্ড করেছি ।"

জানা গিয়েছে, গত 29 ডিসেম্বর কেদারকণ্ঠের উদ্দেশে যাত্রা করেন 9 পর্বতারোহী । 1 জানুয়ারি সকালে তাঁরা শৃঙ্গ জয় করেন ৷ তারপরেই 112 ফুটের জাতীয় পতাকা উড়িয়ে জাতীয়সংগীত গান । বুধবার ঘরে ফিরলেন পর্বতারোহীরা ।

আসানসোল, 13 জানুয়ারি: কেদারকণ্ঠে জয় আসানসোলের ৷ আসানসোলের তরুণ পর্বতারোহীরা 112 ফুট জাতীয় পতাকা ওড়ালেন ভূপৃষ্ঠ থেকে প্রায় 12 হাজার 500 ফুট উঁচু শৃঙ্গে কেদারকণ্ঠে ৷

আসানসোল খনি অঞ্চলের পর্বতারোহী যুবক-যুবতিরা শৃঙ্গ জয়ের পর বিশালাকার জাতীয় পতাকা উড়িয়ে উল্লাস করলেন । এত বড় জাতীয় পতাকা এর আগে কেদারকণ্ঠে ওড়ানো হয়নি, দাবি তাঁদের । আসানসোল, রানিগঞ্জ এবং কুলটির চিনাকুড়ি এলাকার 9 জন তরুণ পর্বতারোহী এই পর্বতারোহনে অংশ নেয় । তাঁরা হলেন আমন বার্নওয়াল, অক্ষয় প্রসাদ, রাহুল কুমার পাশওয়ান, বিষ্ণু প্রসাদ, সোমবতী শর্মা, কাজল প্রসাদ, অলকা বাউরি, বাহার কুমারি ।

কেদারকণ্ঠে 112 ফুট জাতীয় পতাকা ৷

আরও পড়ুন:অভিজ্ঞতা ছাড়া আট হাজারি শৃঙ্গ জয়ের নেশাই মৃত্যুর কারণ, বলছেন পর্বতারোহী

আমন বার্নওয়াল জানান, "হিমালয়ের কেদারকণ্ঠে শৃঙ্গে উঠে বিরাট তিরঙ্গা ওড়ানো আমাদের লক্ষ্য ছিল । 112 ফুট জাতীয় পতাকা উড়িয়ে আমরা রেকর্ড করেছি ।"

জানা গিয়েছে, গত 29 ডিসেম্বর কেদারকণ্ঠের উদ্দেশে যাত্রা করেন 9 পর্বতারোহী । 1 জানুয়ারি সকালে তাঁরা শৃঙ্গ জয় করেন ৷ তারপরেই 112 ফুটের জাতীয় পতাকা উড়িয়ে জাতীয়সংগীত গান । বুধবার ঘরে ফিরলেন পর্বতারোহীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.