ETV Bharat / city

দলের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ 'অসম্মানিত, অপমানিত' তৃণমূলপন্থী শিক্ষকদের - TMC

দলের বিরুদ্ধেই রাস্তায় নামলেন তৃণমূলপন্থী শিক্ষক-শিক্ষিকারা। আজ, মঙ্গলবার আসানসোলে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চবিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিরাট প্রতিবাদ মিছিল করে দলের বিরুদ্ধেই বার্তা দেন।

tmc teachers cell conduct a rally against tmc
দলের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ "অসম্মানিত, অপমানিত" তৃণমূলপন্থী শিক্ষকদের
author img

By

Published : Jan 12, 2021, 9:34 PM IST

আসানসোল, 12 জানুয়ারি : "আমরা অসম্মানিত, অপমানিত", দলের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ তৃণমূলপন্থী শিক্ষকদের৷ এই যাবৎকালে এমন প্রতিবাদ আগে দেখা যায়নি। দলের বিরুদ্ধেই রাস্তায় নামলেন তৃণমূলপন্থী শিক্ষক-শিক্ষিকারা। আজ, মঙ্গলবার আসানসোলে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চবিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিরাট প্রতিবাদ মিছিল করে দলের বিরুদ্ধেই বার্তা দেন।

তৃণমূল শিক্ষা সেলের জেলা সভাপতি রাজীব মুখোপাধ্যায় বলেন, "বারবার আমাদের মতো তৃণমূলপন্থী শিক্ষকদের অপমান করা হচ্ছে দলের তরফে। অথচ আমরা দলের অনান্য শাখা সংগঠনের চেয়ে কোনও অংশে কম কাজ করি না। জেলা কমিটি গঠিত হল তৃণমূলের। অথচ সেখানে একজনও শিক্ষক প্রতিনিধি রাখা হল না।"

আরও পড়ুন : মানিকচকে হাঁসুয়া দিয়ে গলা কেটে স্ত্রীকে খুনের অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে

তাঁদের অভিযোগ, "এর আগে পঞ্চায়েত বা পৌরনিগমের নির্বাচনেও কোনও শিক্ষক প্রতিনিধি রাখা হয়নি। প্রশাসক বোর্ডে অশোক রুদ্রকে নিয়ে আসা হল। আবার তাঁকে অজ্ঞাত কারণে অপসারণ করা হল। যদি তাঁকে অপসারণ করাই হবে তাহলে নিয়ে আসা হয়েছিল কেন? তাঁর অপমান মানে তৃণমূলপন্থী সমস্ত শিক্ষকদের অপমান। তাই আমরা প্রতিবাদে রাস্তায় নেমেছি।"

আসানসোল, 12 জানুয়ারি : "আমরা অসম্মানিত, অপমানিত", দলের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ তৃণমূলপন্থী শিক্ষকদের৷ এই যাবৎকালে এমন প্রতিবাদ আগে দেখা যায়নি। দলের বিরুদ্ধেই রাস্তায় নামলেন তৃণমূলপন্থী শিক্ষক-শিক্ষিকারা। আজ, মঙ্গলবার আসানসোলে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চবিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিরাট প্রতিবাদ মিছিল করে দলের বিরুদ্ধেই বার্তা দেন।

তৃণমূল শিক্ষা সেলের জেলা সভাপতি রাজীব মুখোপাধ্যায় বলেন, "বারবার আমাদের মতো তৃণমূলপন্থী শিক্ষকদের অপমান করা হচ্ছে দলের তরফে। অথচ আমরা দলের অনান্য শাখা সংগঠনের চেয়ে কোনও অংশে কম কাজ করি না। জেলা কমিটি গঠিত হল তৃণমূলের। অথচ সেখানে একজনও শিক্ষক প্রতিনিধি রাখা হল না।"

আরও পড়ুন : মানিকচকে হাঁসুয়া দিয়ে গলা কেটে স্ত্রীকে খুনের অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে

তাঁদের অভিযোগ, "এর আগে পঞ্চায়েত বা পৌরনিগমের নির্বাচনেও কোনও শিক্ষক প্রতিনিধি রাখা হয়নি। প্রশাসক বোর্ডে অশোক রুদ্রকে নিয়ে আসা হল। আবার তাঁকে অজ্ঞাত কারণে অপসারণ করা হল। যদি তাঁকে অপসারণ করাই হবে তাহলে নিয়ে আসা হয়েছিল কেন? তাঁর অপমান মানে তৃণমূলপন্থী সমস্ত শিক্ষকদের অপমান। তাই আমরা প্রতিবাদে রাস্তায় নেমেছি।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.