ETV Bharat / city

Municipality By Poll উপনির্বাচনে উত্তপ্ত আসানসোল, তৃণমূল বিজেপির সংঘর্ষ

উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা আসানসোলে ৷ বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ (TMC and BJP Clash in Asansol)৷ দু‘নম্বর জাতীয় সড়কের জেকে নগর মোড়ে বিজেপি পথ অবরোধ করতে গেলে তৃণমূল সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয় ৷

TMC and BJP Clash
উপনির্বাচনে উত্তপ্ত আসানসোল
author img

By

Published : Aug 21, 2022, 12:03 PM IST

জামুড়িয়া, 21 অগস্ট: জামুড়িয়ার 6 নম্বর ওয়ার্ডে আজ উপনির্বাচন ৷ উপনির্বাচনকে কেন্দ্র করেই উতপ্ত এলাকা (TMC and BJP Clash in Asansol) ৷ দুই পক্ষের বিরোধী স্লোগান ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় ৷ যা দুই শিবিরের মধ্যে হাতাহাতির সৃষ্টি করে ৷

অভিযোগ, এদিন উপনির্বাচন চলাকালীন তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিজেপির কর্মী সমর্থকরা স্লোগান দেন "গরু চোর গরু চোর" ৷ তৃণমূল কংগ্রেস কর্মীরাও পালটা জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ স্লোগান দিতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত বিজেপির বিধায়ক লক্ষণ ঘরুই দু'নম্বর জাতীয় সড়কের জেকে নগর মোড় এলাকায় বিজেপি কর্মী সমর্থকদেরকে নিয়ে পথ অবরোধ করতে যান ৷ তা নিয়েই তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতি । দুই পক্ষের মধ্যে মারধর চলে ।

আরও পড়ুন: উপনির্বাচনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটাস্থলে উপস্থিত হন আসানসোল দুর্গাপুর কমিশনারের পুলিশ বাহিনী
এই প্রসঙ্গেই বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন "জামুড়িয়ার বিধায়ক ও আসানসোল থেকে একাধিক তৃণমূলের বহিরাগত গুন্ডারা জামুড়িয়া 6নম্বর ওয়ার্ডে ভোটের লুট চালাচ্ছে। সকাল থেকে বহিরাগতরা রাজত্ব করছে ৷’’

জামুড়িয়া, 21 অগস্ট: জামুড়িয়ার 6 নম্বর ওয়ার্ডে আজ উপনির্বাচন ৷ উপনির্বাচনকে কেন্দ্র করেই উতপ্ত এলাকা (TMC and BJP Clash in Asansol) ৷ দুই পক্ষের বিরোধী স্লোগান ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় ৷ যা দুই শিবিরের মধ্যে হাতাহাতির সৃষ্টি করে ৷

অভিযোগ, এদিন উপনির্বাচন চলাকালীন তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিজেপির কর্মী সমর্থকরা স্লোগান দেন "গরু চোর গরু চোর" ৷ তৃণমূল কংগ্রেস কর্মীরাও পালটা জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ স্লোগান দিতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত বিজেপির বিধায়ক লক্ষণ ঘরুই দু'নম্বর জাতীয় সড়কের জেকে নগর মোড় এলাকায় বিজেপি কর্মী সমর্থকদেরকে নিয়ে পথ অবরোধ করতে যান ৷ তা নিয়েই তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতি । দুই পক্ষের মধ্যে মারধর চলে ।

আরও পড়ুন: উপনির্বাচনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটাস্থলে উপস্থিত হন আসানসোল দুর্গাপুর কমিশনারের পুলিশ বাহিনী
এই প্রসঙ্গেই বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন "জামুড়িয়ার বিধায়ক ও আসানসোল থেকে একাধিক তৃণমূলের বহিরাগত গুন্ডারা জামুড়িয়া 6নম্বর ওয়ার্ডে ভোটের লুট চালাচ্ছে। সকাল থেকে বহিরাগতরা রাজত্ব করছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.