ETV Bharat / city

ঝড়ে আসানসোলের বহু এলাকায় ভেঙে পড়ল গাছ

author img

By

Published : May 11, 2020, 1:07 PM IST

কালবৈশাখির ঝড়ে আসানসোলে ভেঙে পড়ে বহু গাছ । লোডশেডিং হয়ে যায় । বন্ধ হয়ে যায় ইন্টারনেট পরিষেবাও।

ছবি
ছবি


আসানসোল, 11 মে : ঝড়ে বিপর্যস্ত আসানসোল । গতকাল সন্ধেয় কালবৈশাখির ঝড়ে আসানসোলের বহু এলাকায় গাছ ভেঙে পড়ে । লোডশেডিং হয়ে যায় । বন্ধ হয়ে যায় ইন্টারনেট পরিষেবা।


গতকাল বিকেলে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি নামে আসানসোলে । শিলাবৃষ্টিও হয় সর্বত্র । এরপর সন্ধে থেকে প্রচণ্ড গতিতে ঝড় শুরু হয় । আসানসোল স্টেশন সংলগ্ন এলাকা, গরাই রোড, কুলটির নিয়ামতপুর, মিঠানি সহ বিস্তীর্ণ অঞ্চলে গাছ ভেঙে পড়ে । বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে । গোটা আসানসোল শহরেই প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় । সঙ্গে ইন্টারনেট পরিষেবার গতিও কমে যায় ।


পরে বিদ্যুৎকর্মীরা সমস্যা খুঁজে দেখার চেষ্টা করেন । জেলা হাসপাতাল, গরাই রোডসহ শহরের একাধিক জায়গায় রাত পর্যন্ত বিদ্যুতের সংযোগ ছিল না ।


আসানসোল, 11 মে : ঝড়ে বিপর্যস্ত আসানসোল । গতকাল সন্ধেয় কালবৈশাখির ঝড়ে আসানসোলের বহু এলাকায় গাছ ভেঙে পড়ে । লোডশেডিং হয়ে যায় । বন্ধ হয়ে যায় ইন্টারনেট পরিষেবা।


গতকাল বিকেলে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি নামে আসানসোলে । শিলাবৃষ্টিও হয় সর্বত্র । এরপর সন্ধে থেকে প্রচণ্ড গতিতে ঝড় শুরু হয় । আসানসোল স্টেশন সংলগ্ন এলাকা, গরাই রোড, কুলটির নিয়ামতপুর, মিঠানি সহ বিস্তীর্ণ অঞ্চলে গাছ ভেঙে পড়ে । বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে । গোটা আসানসোল শহরেই প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় । সঙ্গে ইন্টারনেট পরিষেবার গতিও কমে যায় ।


পরে বিদ্যুৎকর্মীরা সমস্যা খুঁজে দেখার চেষ্টা করেন । জেলা হাসপাতাল, গরাই রোডসহ শহরের একাধিক জায়গায় রাত পর্যন্ত বিদ্যুতের সংযোগ ছিল না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.