ETV Bharat / city

Madhyamik Result 2022 : মানুষের সেবাই একমাত্র উদ্দেশ্য মাধ্যমিকে ষষ্ঠ আসানসোলের সৈকতের

author img

By

Published : Jun 3, 2022, 1:51 PM IST

মাধ্যমিকে সম্ভাব্য ষষ্ঠ স্থান অধিকার করেছে আসানসোল রামকৃষ্ণ মিশনের ছাত্র সৈকত গঙ্গোপাধ্যায় (Saikat Ganguly Ranked 6th in Madhyamik 2022) ৷ তার প্রাপ্ত নম্বর 688 ৷ বড় হয়ে চিকিৎসক হতে চায় আসানসোলের সে ৷

Saikat Ganguly Ranked 6th in Madhyamik 2022
Saikat Ganguly Ranked 6th in Madhyamik 2022

আসানসোল, 3 জুন : রামকৃষ্ণ মিশনের ছাত্র ধীর স্থির নম্র স্বভাবের সৈকত গঙ্গোপাধ্যায় ৷ এ বার মাধ্যমিকে সে সম্ভাব্য ষষ্ঠ স্থান অধিকার করেছে ৷ তার প্রাপ্ত নম্বর 688 ৷ রামকৃষ্ণ মিশনের আদর্শে অনুপ্রাণিত সৈকত তাই আগামী দিনে সেবার কাজেই নিযুক্ত হতে চায় ৷ চিকিৎসক হতে চায় আসানসোলের সুগম এলাকার বাসিন্দা সৈকত গঙ্গোপাধ্যায় ৷

সৈকতের বাবা তাপস গঙ্গোপাধ্যায় পেশায় রেলকর্মী ৷ তার মা পিয়া গঙ্গোপাধ্যায় গৃহবধূ ৷ মাধ্যমিকে সৈকতের মোট তিনজন গৃহশিক্ষক ছিল ৷ তবে, গৃহশিক্ষকের চেয়ে বাড়িতে পড়াশোনাকেই বেশি গুরুত্ব দিত বলে এ দিন ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছে সৈকত ৷ সে এও জানিয়েছে, তাঁর পড়াশোনার কোনও নির্দিষ্ট সময় ছিল না ৷ যখন মন চাইত তখনই পড়তে বসত সে ৷ অবসরে ক্রিকেট খেলা দেখত ৷ এছাড়া লাইব্রেরিতে বসে গল্পের বই পড়ত সৈকত ৷

মাধ্যমিকে ষষ্ঠ আসানসোলের সৈকত গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন : Madhyamik Result 2022 : মেধাতালিকায় দ্বিতীয়স্থানে ঘাটালের রৌনক, খুশির হাওয়া জঙ্গলমহলে

মেধাতালিকায় নাম উঠেছে সৈকতের ৷ তাই আগামী দিনের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সৈকতের বার্তা, যেটুকু সময়ই পড়া হোক না কেন, সেটা মনযোগ দিয়ে পড়া উচিত ৷ ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সৈকত ৷ তবে, পেশাটা বড় কথা নয় ৷ রামকৃষ্ণ মিশনের আদর্শে অনুপ্রাণিত হয়ে সেবার কাজের জন্য নিযুক্ত হওয়াই তার উদ্দেশ্য ৷ সৈকতের বাবা-মা জানিয়েছেন পেশাগতভাবে যাই করুক না কেন সৈকত, আগে বড় মানুষ হোক সে ৷

আসানসোল, 3 জুন : রামকৃষ্ণ মিশনের ছাত্র ধীর স্থির নম্র স্বভাবের সৈকত গঙ্গোপাধ্যায় ৷ এ বার মাধ্যমিকে সে সম্ভাব্য ষষ্ঠ স্থান অধিকার করেছে ৷ তার প্রাপ্ত নম্বর 688 ৷ রামকৃষ্ণ মিশনের আদর্শে অনুপ্রাণিত সৈকত তাই আগামী দিনে সেবার কাজেই নিযুক্ত হতে চায় ৷ চিকিৎসক হতে চায় আসানসোলের সুগম এলাকার বাসিন্দা সৈকত গঙ্গোপাধ্যায় ৷

সৈকতের বাবা তাপস গঙ্গোপাধ্যায় পেশায় রেলকর্মী ৷ তার মা পিয়া গঙ্গোপাধ্যায় গৃহবধূ ৷ মাধ্যমিকে সৈকতের মোট তিনজন গৃহশিক্ষক ছিল ৷ তবে, গৃহশিক্ষকের চেয়ে বাড়িতে পড়াশোনাকেই বেশি গুরুত্ব দিত বলে এ দিন ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছে সৈকত ৷ সে এও জানিয়েছে, তাঁর পড়াশোনার কোনও নির্দিষ্ট সময় ছিল না ৷ যখন মন চাইত তখনই পড়তে বসত সে ৷ অবসরে ক্রিকেট খেলা দেখত ৷ এছাড়া লাইব্রেরিতে বসে গল্পের বই পড়ত সৈকত ৷

মাধ্যমিকে ষষ্ঠ আসানসোলের সৈকত গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন : Madhyamik Result 2022 : মেধাতালিকায় দ্বিতীয়স্থানে ঘাটালের রৌনক, খুশির হাওয়া জঙ্গলমহলে

মেধাতালিকায় নাম উঠেছে সৈকতের ৷ তাই আগামী দিনের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সৈকতের বার্তা, যেটুকু সময়ই পড়া হোক না কেন, সেটা মনযোগ দিয়ে পড়া উচিত ৷ ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সৈকত ৷ তবে, পেশাটা বড় কথা নয় ৷ রামকৃষ্ণ মিশনের আদর্শে অনুপ্রাণিত হয়ে সেবার কাজের জন্য নিযুক্ত হওয়াই তার উদ্দেশ্য ৷ সৈকতের বাবা-মা জানিয়েছেন পেশাগতভাবে যাই করুক না কেন সৈকত, আগে বড় মানুষ হোক সে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.