ETV Bharat / city

মৃত্যুর গুজবে বরাকরে ফের উত্তেজনা, টায়ার জ্বালিয়ে অবরোধ - টায়ার জ্বালিয়ে অবরোধ

সোমবার রাতে মহম্মদ আরমান আনসারি নামে এক যুবককে ছিনতাইবাজ হিসেবে আটক করে কুলটি থানার পুলিশ । মঙ্গলবার সকালে পুলিশের হেফাজতে আরমানের মৃত্যু খবর ছড়ায় ৷ এরপরেই এলাকায় উত্তেজনা ছড়ায় । বুধবার সকালে ফের শ্যামল বাউরির মৃত্যুর খবর ছড়াতেই পথ অবরোধ শুরু করে স্থানীয় বাসিন্দারা ।

s
s
author img

By

Published : Jul 7, 2021, 6:30 PM IST

আসানসোল, 7 জুলাই : গতকাল চোর সন্দেহে আটক মহম্মদ আরমান আনসারি নামে এক যুবকের পুলিশি হেফাজতে মৃত্যু হয় ৷ এর পরই উত্তপ্ত হয়ে উঠেছিল কুলটি থানার বরাকর এলাকা ৷ গতকালই জানা গিয়েছিল, মহম্মদ আরমান আনসারি ছাড়াও শ্যামল বাউরি নামে আরও একজনকে আটক করেছিল পুলিশ । বর্তমানে সে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি ৷ আজ সকালে গুজব ছড়ায়, শ্যামল বাউরি মারা গিয়েছে । এরপরই বরাকরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ৷

সোমবার রাতে মহম্মদ আরমান আনসারি নামে এক যুবককে ছিনতাইবাজ হিসেবে আটক করে কুলটি থানার পুলিশ । মঙ্গলবার সকালে পুলিশের হেফাজতে আরমানের মৃত্যু খবর ছড়ায় ৷ এরপরেই এলাকায় উত্তেজনা ছড়ায় । স্থানীয়দের দাবি, বরাকর থানার পুলিশ আধিকারিক তাকে পিটিয়ে মেরে ফেলেছে । এই খবর প্রচার হতেই দলে দলে লোক এসে জটলা করে বরাকর থানার সামনে । চলে ইট বৃষ্টি । সঙ্গে পথ অবরোধ ৷ এরপরেই উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় । বুধবার সকালে ফের শ্যামল বাউরির মৃত্যুর খবর ছড়াতেই পথ অবরোধ শুরু করে স্থানীয় বাসিন্দারা । টায়ার জ্বালিয়ে চলতে থাকে রাস্তা অবরোধ । উত্তেজনা বাড়তে থাকায় নামানো হয় পুলিশ বাহিনী । গতকালের মতো ঘটনা যাতে না ঘটে, সেই বিষয়ে সচেষ্ট রয়েছে পুলিশ ।

আরও পড়ুন: পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুতে অগ্নিগর্ভ বরাকর, পুলিশের গাড়িতে আগুন

এদিকে আসানসোল জেলা হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, শ্যামল বাউরি বর্তমানে সুস্থ আছেন । সিসিইউতে তাঁর চিকিৎসা চলছে ।

আসানসোল, 7 জুলাই : গতকাল চোর সন্দেহে আটক মহম্মদ আরমান আনসারি নামে এক যুবকের পুলিশি হেফাজতে মৃত্যু হয় ৷ এর পরই উত্তপ্ত হয়ে উঠেছিল কুলটি থানার বরাকর এলাকা ৷ গতকালই জানা গিয়েছিল, মহম্মদ আরমান আনসারি ছাড়াও শ্যামল বাউরি নামে আরও একজনকে আটক করেছিল পুলিশ । বর্তমানে সে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি ৷ আজ সকালে গুজব ছড়ায়, শ্যামল বাউরি মারা গিয়েছে । এরপরই বরাকরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ৷

সোমবার রাতে মহম্মদ আরমান আনসারি নামে এক যুবককে ছিনতাইবাজ হিসেবে আটক করে কুলটি থানার পুলিশ । মঙ্গলবার সকালে পুলিশের হেফাজতে আরমানের মৃত্যু খবর ছড়ায় ৷ এরপরেই এলাকায় উত্তেজনা ছড়ায় । স্থানীয়দের দাবি, বরাকর থানার পুলিশ আধিকারিক তাকে পিটিয়ে মেরে ফেলেছে । এই খবর প্রচার হতেই দলে দলে লোক এসে জটলা করে বরাকর থানার সামনে । চলে ইট বৃষ্টি । সঙ্গে পথ অবরোধ ৷ এরপরেই উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় । বুধবার সকালে ফের শ্যামল বাউরির মৃত্যুর খবর ছড়াতেই পথ অবরোধ শুরু করে স্থানীয় বাসিন্দারা । টায়ার জ্বালিয়ে চলতে থাকে রাস্তা অবরোধ । উত্তেজনা বাড়তে থাকায় নামানো হয় পুলিশ বাহিনী । গতকালের মতো ঘটনা যাতে না ঘটে, সেই বিষয়ে সচেষ্ট রয়েছে পুলিশ ।

আরও পড়ুন: পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুতে অগ্নিগর্ভ বরাকর, পুলিশের গাড়িতে আগুন

এদিকে আসানসোল জেলা হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, শ্যামল বাউরি বর্তমানে সুস্থ আছেন । সিসিইউতে তাঁর চিকিৎসা চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.