ETV Bharat / city

"রিগিং, ছাপ্পার পরও BJP যে ভোট পাচ্ছে তা মানুষের রায়" - TMC

"আমাদের রেজ়াল্ট হল মানুষের রায় ।" গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে বললেন বাবুল সুপ্রিয়।

গণনাকেন্দ্রের বাইরে বাবুল সুপ্রিয়
author img

By

Published : May 23, 2019, 11:06 AM IST

Updated : May 23, 2019, 11:15 AM IST

আসানসোল, 23 মে: আমাদের ফলাফল হল সবটাই মানুষের রায় । আসানসোল কেন্দ্রে প্রথম রাউন্ডে এগিয়ে থাকার পর এই মন্তব্য করলেন BJP প্রার্থী বাবুল সুপ্রিয় ।

গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে বাবুল বলেন, "আমাদের রেজ়াল্ট হল মানুষের রায় ।" তিনি বলেন, তৃণমূলের এজেন্টরা মমতা দিদিকে ভুল বার্তা দিয়েছেন । কেউ নকুলদানা বিলি করেছে, কেউ বুথ জ্যাম করেছে । এটাই ওদের ক্যালকুলেশন ।

আজ আবারও বাবুল বলেন," রিগিং হয়েছে, ছাপ্পা ভোটও পড়েছে । চূড়ান্ত নোংরামিও হয়েছে । সন্ত্রাসও হয়েছে । তারপরও BJP যে ভোটগুলো পাচ্ছে সেগুলো মানুষের ভোট । আমরা মাথা উঁচু করে লড়াই করেছি । সেজন্য চিত্ত ভয়শূন্য ।"

শুনুন বক্তব্য

আসানসোল, 23 মে: আমাদের ফলাফল হল সবটাই মানুষের রায় । আসানসোল কেন্দ্রে প্রথম রাউন্ডে এগিয়ে থাকার পর এই মন্তব্য করলেন BJP প্রার্থী বাবুল সুপ্রিয় ।

গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে বাবুল বলেন, "আমাদের রেজ়াল্ট হল মানুষের রায় ।" তিনি বলেন, তৃণমূলের এজেন্টরা মমতা দিদিকে ভুল বার্তা দিয়েছেন । কেউ নকুলদানা বিলি করেছে, কেউ বুথ জ্যাম করেছে । এটাই ওদের ক্যালকুলেশন ।

আজ আবারও বাবুল বলেন," রিগিং হয়েছে, ছাপ্পা ভোটও পড়েছে । চূড়ান্ত নোংরামিও হয়েছে । সন্ত্রাসও হয়েছে । তারপরও BJP যে ভোটগুলো পাচ্ছে সেগুলো মানুষের ভোট । আমরা মাথা উঁচু করে লড়াই করেছি । সেজন্য চিত্ত ভয়শূন্য ।"

শুনুন বক্তব্য
Last Updated : May 23, 2019, 11:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.