ETV Bharat / city

Asansol Road Accident: বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের, কুলটির জিটি রোড অবরোধ

কুলটির নিয়ামতপুরে জিটি রোডে একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় (Hit and Run Case) এক পথচারী যুবকের মৃত্যু হয়েছে (One Person Dead in Asansol) ৷ যে ঘটনায় জিটি রোড অবরোধ করল স্থানীয়রা ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ৷ ঘাতক গাড়ি ও তার চালকের খোঁজ চলছে ৷

one-person-dead-in-asansol-kulti-in-hit-and-run-case
One Person Dead in Asansol Kulti in Hit and Run Case
author img

By

Published : Oct 19, 2022, 3:28 PM IST

আসানসোল, 19 অক্টোবর: বেপরোয়া গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কুলটির নিয়ামতপুর এলাকায় (Asansol Road Accident) ৷ ঘটনায় উত্তেজিত হয়ে জিটি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা ৷ খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলে ৷ পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আকবর আলি, বয়স 22 বছর (One Person Dead in Asansol) ৷ তাঁর বাড়ি নিয়ামতপুর পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় ৷ একটি গ্যারাজে কাজ করতেন নিহত যুবক ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে হেঁটেই গ্যারাজে যাচ্ছিলেন আকবর আলি ৷ সেই সময় আসানসোলের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আকবরকে ধাক্কা মারে (Hit and Run Case) ৷ দুর্ঘটনায় অনেকটা দূরে ছিটতে গিয়ে পড়েন আকবর ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ তবে, ঘাতক গাড়ি-সহ চালক সেখান থেকে পালিয়ে গিয়েছে ৷ এর পরেই স্থানীয়রা আসানসোল জিটি রোড অবরোধ করে ৷ ক্ষতিপূরণের দাবি জানাতে থাকেন স্থানীয়রা ৷

বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের

আরও পড়ুন: জাতীয়সড়কে মা ও মেয়েকে পিষে দিল অ্যাম্বুলেন্স, রণক্ষেত্র উলুবেড়িয়া

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ৷ তদন্তকারীরা ঘাতক গাড়ির চালককে গ্রেফতার এবং মৃতের পরিবার সাহায্যের আশ্বাস দিলে অবরোধ তোলে স্থানীয়রা ৷ এরপর পুলিশ আকবর আলির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়ির খোঁজ করছে ৷ তদন্তকারীদের অনুমান, গাড়িটি ঝাড়খণ্ডের ছিল ৷ প্রয়োজনে ঝাড়খণ্ড পুলিশের সাহায্যও নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে খবর ৷

আসানসোল, 19 অক্টোবর: বেপরোয়া গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কুলটির নিয়ামতপুর এলাকায় (Asansol Road Accident) ৷ ঘটনায় উত্তেজিত হয়ে জিটি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা ৷ খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলে ৷ পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আকবর আলি, বয়স 22 বছর (One Person Dead in Asansol) ৷ তাঁর বাড়ি নিয়ামতপুর পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় ৷ একটি গ্যারাজে কাজ করতেন নিহত যুবক ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে হেঁটেই গ্যারাজে যাচ্ছিলেন আকবর আলি ৷ সেই সময় আসানসোলের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আকবরকে ধাক্কা মারে (Hit and Run Case) ৷ দুর্ঘটনায় অনেকটা দূরে ছিটতে গিয়ে পড়েন আকবর ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ তবে, ঘাতক গাড়ি-সহ চালক সেখান থেকে পালিয়ে গিয়েছে ৷ এর পরেই স্থানীয়রা আসানসোল জিটি রোড অবরোধ করে ৷ ক্ষতিপূরণের দাবি জানাতে থাকেন স্থানীয়রা ৷

বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের

আরও পড়ুন: জাতীয়সড়কে মা ও মেয়েকে পিষে দিল অ্যাম্বুলেন্স, রণক্ষেত্র উলুবেড়িয়া

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ৷ তদন্তকারীরা ঘাতক গাড়ির চালককে গ্রেফতার এবং মৃতের পরিবার সাহায্যের আশ্বাস দিলে অবরোধ তোলে স্থানীয়রা ৷ এরপর পুলিশ আকবর আলির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়ির খোঁজ করছে ৷ তদন্তকারীদের অনুমান, গাড়িটি ঝাড়খণ্ডের ছিল ৷ প্রয়োজনে ঝাড়খণ্ড পুলিশের সাহায্যও নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.