ETV Bharat / city

Asansol Road Accident: বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের, কুলটির জিটি রোড অবরোধ - Road Accident

কুলটির নিয়ামতপুরে জিটি রোডে একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় (Hit and Run Case) এক পথচারী যুবকের মৃত্যু হয়েছে (One Person Dead in Asansol) ৷ যে ঘটনায় জিটি রোড অবরোধ করল স্থানীয়রা ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ৷ ঘাতক গাড়ি ও তার চালকের খোঁজ চলছে ৷

one-person-dead-in-asansol-kulti-in-hit-and-run-case
One Person Dead in Asansol Kulti in Hit and Run Case
author img

By

Published : Oct 19, 2022, 3:28 PM IST

আসানসোল, 19 অক্টোবর: বেপরোয়া গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কুলটির নিয়ামতপুর এলাকায় (Asansol Road Accident) ৷ ঘটনায় উত্তেজিত হয়ে জিটি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা ৷ খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলে ৷ পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আকবর আলি, বয়স 22 বছর (One Person Dead in Asansol) ৷ তাঁর বাড়ি নিয়ামতপুর পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় ৷ একটি গ্যারাজে কাজ করতেন নিহত যুবক ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে হেঁটেই গ্যারাজে যাচ্ছিলেন আকবর আলি ৷ সেই সময় আসানসোলের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আকবরকে ধাক্কা মারে (Hit and Run Case) ৷ দুর্ঘটনায় অনেকটা দূরে ছিটতে গিয়ে পড়েন আকবর ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ তবে, ঘাতক গাড়ি-সহ চালক সেখান থেকে পালিয়ে গিয়েছে ৷ এর পরেই স্থানীয়রা আসানসোল জিটি রোড অবরোধ করে ৷ ক্ষতিপূরণের দাবি জানাতে থাকেন স্থানীয়রা ৷

বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের

আরও পড়ুন: জাতীয়সড়কে মা ও মেয়েকে পিষে দিল অ্যাম্বুলেন্স, রণক্ষেত্র উলুবেড়িয়া

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ৷ তদন্তকারীরা ঘাতক গাড়ির চালককে গ্রেফতার এবং মৃতের পরিবার সাহায্যের আশ্বাস দিলে অবরোধ তোলে স্থানীয়রা ৷ এরপর পুলিশ আকবর আলির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়ির খোঁজ করছে ৷ তদন্তকারীদের অনুমান, গাড়িটি ঝাড়খণ্ডের ছিল ৷ প্রয়োজনে ঝাড়খণ্ড পুলিশের সাহায্যও নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে খবর ৷

আসানসোল, 19 অক্টোবর: বেপরোয়া গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কুলটির নিয়ামতপুর এলাকায় (Asansol Road Accident) ৷ ঘটনায় উত্তেজিত হয়ে জিটি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা ৷ খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলে ৷ পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আকবর আলি, বয়স 22 বছর (One Person Dead in Asansol) ৷ তাঁর বাড়ি নিয়ামতপুর পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় ৷ একটি গ্যারাজে কাজ করতেন নিহত যুবক ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে হেঁটেই গ্যারাজে যাচ্ছিলেন আকবর আলি ৷ সেই সময় আসানসোলের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আকবরকে ধাক্কা মারে (Hit and Run Case) ৷ দুর্ঘটনায় অনেকটা দূরে ছিটতে গিয়ে পড়েন আকবর ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ তবে, ঘাতক গাড়ি-সহ চালক সেখান থেকে পালিয়ে গিয়েছে ৷ এর পরেই স্থানীয়রা আসানসোল জিটি রোড অবরোধ করে ৷ ক্ষতিপূরণের দাবি জানাতে থাকেন স্থানীয়রা ৷

বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের

আরও পড়ুন: জাতীয়সড়কে মা ও মেয়েকে পিষে দিল অ্যাম্বুলেন্স, রণক্ষেত্র উলুবেড়িয়া

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ৷ তদন্তকারীরা ঘাতক গাড়ির চালককে গ্রেফতার এবং মৃতের পরিবার সাহায্যের আশ্বাস দিলে অবরোধ তোলে স্থানীয়রা ৷ এরপর পুলিশ আকবর আলির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়ির খোঁজ করছে ৷ তদন্তকারীদের অনুমান, গাড়িটি ঝাড়খণ্ডের ছিল ৷ প্রয়োজনে ঝাড়খণ্ড পুলিশের সাহায্যও নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.