ETV Bharat / city

নববর্ষে ফুল ও মিষ্টি দিয়ে ঘরে থাকার আবেদন পুলিশের - police distributed mask with rose and sweet

আজ নববর্ষ । তাই আজ লাঠি নিয়ে তেড়ে গেলেন না । রাস্তায় যাঁরা বেরিয়েছেন তাঁদের ফুল ও মিষ্টি দিলেন কুলটি থানার পুলিশকর্মীরা ।

kulti police
মাস্ক পরালো পুলিশ
author img

By

Published : Apr 14, 2020, 6:31 PM IST

Updated : Apr 14, 2020, 6:43 PM IST

আসানসোল, 14 এপ্রিল : লকডাউন মানছেন না অনেকেই। অপ্রয়োজনে বেরোচ্ছেন বাড়ির বাইরে । তাও আবার মাস্ক ছাড়াই। পুলিশও ব্যবস্থা নিচ্ছে। কখনও লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে, আবার কান ধরে ওঠবসও করাচ্ছে। কিন্তু নববর্ষের দিন অন্য রূপে দেখা গেল পুলিশকর্মীদের । মিষ্টি খাইয়ে, ফুল দিয়ে পথে বেরনো মানুষদের বোঝালেন কোরোনার ভয়াবহতা। বাইক চালকদের মুখে বেঁধে দিলেন মাস্ক। কুলটি থানা এলাকায় ধরা পড়ল এই ছবি।

কোরোনা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কখনও পুলিশকে গান গাইতে দেখা গিয়েছে । আবার লাঠি নিয়ে তেড়ে যেতেও দেখা গেছে। এবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশকে দেখা গেল অন্য ভূমিকায়। নববর্ষের দিন রাস্তায় গোলাপ, মিষ্টি ও মাস্ক নিয়ে পথে নামতে দেখা গেল কুলটি থানার পুলিশকে । নির্দেশিকা না মেনে যাঁরাই রাস্তায় বেরিয়েছেন আজ তাঁদের হাতে দেওয়া হয়েছে গোলাপ । পরিয়ে দেওয়া হয়েছে মাস্ক। মিষ্টিমুখও করিয়েছে ।

আজ চোখ রাঙিয়ে নয়, বরং গোলাপ, মিষ্টি দিয়ে বাড়িতেই থাকতে অনুরোধ করেছে ।

আসানসোল, 14 এপ্রিল : লকডাউন মানছেন না অনেকেই। অপ্রয়োজনে বেরোচ্ছেন বাড়ির বাইরে । তাও আবার মাস্ক ছাড়াই। পুলিশও ব্যবস্থা নিচ্ছে। কখনও লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে, আবার কান ধরে ওঠবসও করাচ্ছে। কিন্তু নববর্ষের দিন অন্য রূপে দেখা গেল পুলিশকর্মীদের । মিষ্টি খাইয়ে, ফুল দিয়ে পথে বেরনো মানুষদের বোঝালেন কোরোনার ভয়াবহতা। বাইক চালকদের মুখে বেঁধে দিলেন মাস্ক। কুলটি থানা এলাকায় ধরা পড়ল এই ছবি।

কোরোনা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কখনও পুলিশকে গান গাইতে দেখা গিয়েছে । আবার লাঠি নিয়ে তেড়ে যেতেও দেখা গেছে। এবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশকে দেখা গেল অন্য ভূমিকায়। নববর্ষের দিন রাস্তায় গোলাপ, মিষ্টি ও মাস্ক নিয়ে পথে নামতে দেখা গেল কুলটি থানার পুলিশকে । নির্দেশিকা না মেনে যাঁরাই রাস্তায় বেরিয়েছেন আজ তাঁদের হাতে দেওয়া হয়েছে গোলাপ । পরিয়ে দেওয়া হয়েছে মাস্ক। মিষ্টিমুখও করিয়েছে ।

আজ চোখ রাঙিয়ে নয়, বরং গোলাপ, মিষ্টি দিয়ে বাড়িতেই থাকতে অনুরোধ করেছে ।

Last Updated : Apr 14, 2020, 6:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.