ETV Bharat / city

Asansol Art Exhibition : পুলিশকর্তার উদ্যোগে প্রকৃতির কোলে বসে ছবি আঁকলেন শিল্পীরা - পুলিশকর্তার উদ্যোগে প্রকৃতির কোলে বসে ছবি আঁকলেন শিল্পীরা

করোনা আবহেই শিল্প প্রদর্শনী ও কর্মশালার আয়োজন আসানসোলে ৷ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার অংশুমান সাহার উদ্যোগে ‘থার্ড আই আর্টিস্ট গ্রুপ’ নামে একটি সংগঠন এই আন্তর্জাতিক কর্মসূচির আয়োজন করে ৷

international art exhibition in asansol
Asansol Art Exhibition : পুলিশকর্তার উদ্যোগে প্রকৃতির কোলে বসে ছবি আঁকলেন শিল্পীরা
author img

By

Published : Oct 24, 2021, 2:12 PM IST

Updated : Oct 24, 2021, 7:04 PM IST

আসানসোল, 24 অক্টোবর : দেড় বছর পেরিয়ে গেল ৷ করোনা আবহে দফায় দফায় লকডাউনের জেরে ঘরবন্দি মানুষ ৷ নিউ নর্মালে বিধিনিষেধ খানিকটা শিথিল হলেও এ রাজ্যে এখনই বড় আকারে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব নয় ৷ ফলে আতান্তরে পড়েছেন শিল্পীরা ৷ এই পরিস্থিতিতে একটু অন্যরকম প্রয়াস দেখা গেল পশ্চিম বর্ধমানের আসানসোলে ৷ সৌজন্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার অংশুমান সাহা ৷ তিনি নিজেও নিয়মিত শিল্পচর্চা করেন ৷ মূলত তাঁর উদ্যোগেই ‘থার্ড আই আর্টিস্ট গ্রুপ’ নামে একটি সংগঠন আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করে ৷ কোনও বদ্ধ ঘরে নয়, প্রকৃতির কোলে বসেই শিল্প সৃষ্টি করেন শিল্পীরা ৷ অনুষ্ঠানের মাধ্যমে ভিন রাজ্য, এমনকী ভিন দেশের শিল্পীরাও তাঁদের আঁকা ছবি প্রদর্শনের সুযোগ পান ৷

আরও পড়ুন : Bangladesh Violence : বাংলাদেশে হিংসার প্রতিবাদে আসানসোলে ইসকনের মিছিল

একদিকে আসানসোলের গুঞ্জন পার্কে প্রকৃতির বুকে ছবি আঁকার কর্মশালা, অন্যদিকে বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে ছবির প্রদর্শনী ৷ ভারতের মোট ছ’টি রাজ্যের পাশাপাশি 12 টি অন্য দেশের শিল্পীদের আঁকা ছবি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয় ৷ কোভিডের কারণে বিদেশের অধিকাংশ শিল্পী সশরীরে এই অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও ভিন রাজ্যের শিল্পীরা কর্মশালা ও প্রদর্শনীতে এসে যোগ দিয়েছেন ৷

নেপাল থেকে আসা শিল্পী মনোজ তামাং এই প্রসঙ্গে বলেন, ‘‘নেপালেও আমরা প্রকৃতির মাঝে অনেক কাজ করেছি ৷ এখানে এতজন শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি ৷ এখানকার প্রকৃতির মাঝে এসে মনে হচ্ছে, আমি আমার দেশেই আছি ৷’’ ঝাড়খণ্ডের শিল্পী বিশ্বনাথ লাকড়া বলেন, ‘‘আমরা দেশের বিভিন্ন রাজ্য থেকে এসেছি ৷ এতদিন ঘরবন্দি থেকে দমবন্ধ লাগছিল ৷ এখানে এসে মনে হচ্ছে, তার থেকে মুক্তি পাচ্ছি ৷’’ অনুষ্ঠানের উদ্যোক্তাদের তরফে সোমনাথ বিশ্বাস বলেন, ‘‘এর আগেও আমরা এই ধরনের আয়োজন করেছি ৷ এটা আমাদের অনুষ্ঠানের তৃতীয় বছর ৷ করোনার কারণে বহু বিদেশি শিল্পী আসতে পারেননি ৷ তাঁরা তাঁদের আঁকা ছবি পাঠিয়ে দিয়েছেন ৷’’

পুলিশকর্তার উদ্যোগে প্রকৃতির কোলে বসে ছবি আঁকলেন শিল্পীরা

আরও পড়ুন : Puja Parikrama : আসানসোলের পুজো মণ্ডপে ধুনুচি নাচে মাতলেন মহিলারা

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার অংশুমান সাহা বলেন, “নামী চিত্রশিল্পীদের তো প্রদর্শনী হয় ৷ কিন্তু যাঁরা বিখ্যাত নন, অথচ রং, তুলি নিয়েই পড়ে থাকেন, সাধারণ মানুষের সঙ্গে তাঁদের পরিচয় করে দেওয়াই আমাদের উদ্দেশ্য ৷’’

আসানসোল, 24 অক্টোবর : দেড় বছর পেরিয়ে গেল ৷ করোনা আবহে দফায় দফায় লকডাউনের জেরে ঘরবন্দি মানুষ ৷ নিউ নর্মালে বিধিনিষেধ খানিকটা শিথিল হলেও এ রাজ্যে এখনই বড় আকারে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব নয় ৷ ফলে আতান্তরে পড়েছেন শিল্পীরা ৷ এই পরিস্থিতিতে একটু অন্যরকম প্রয়াস দেখা গেল পশ্চিম বর্ধমানের আসানসোলে ৷ সৌজন্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার অংশুমান সাহা ৷ তিনি নিজেও নিয়মিত শিল্পচর্চা করেন ৷ মূলত তাঁর উদ্যোগেই ‘থার্ড আই আর্টিস্ট গ্রুপ’ নামে একটি সংগঠন আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করে ৷ কোনও বদ্ধ ঘরে নয়, প্রকৃতির কোলে বসেই শিল্প সৃষ্টি করেন শিল্পীরা ৷ অনুষ্ঠানের মাধ্যমে ভিন রাজ্য, এমনকী ভিন দেশের শিল্পীরাও তাঁদের আঁকা ছবি প্রদর্শনের সুযোগ পান ৷

আরও পড়ুন : Bangladesh Violence : বাংলাদেশে হিংসার প্রতিবাদে আসানসোলে ইসকনের মিছিল

একদিকে আসানসোলের গুঞ্জন পার্কে প্রকৃতির বুকে ছবি আঁকার কর্মশালা, অন্যদিকে বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে ছবির প্রদর্শনী ৷ ভারতের মোট ছ’টি রাজ্যের পাশাপাশি 12 টি অন্য দেশের শিল্পীদের আঁকা ছবি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয় ৷ কোভিডের কারণে বিদেশের অধিকাংশ শিল্পী সশরীরে এই অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও ভিন রাজ্যের শিল্পীরা কর্মশালা ও প্রদর্শনীতে এসে যোগ দিয়েছেন ৷

নেপাল থেকে আসা শিল্পী মনোজ তামাং এই প্রসঙ্গে বলেন, ‘‘নেপালেও আমরা প্রকৃতির মাঝে অনেক কাজ করেছি ৷ এখানে এতজন শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি ৷ এখানকার প্রকৃতির মাঝে এসে মনে হচ্ছে, আমি আমার দেশেই আছি ৷’’ ঝাড়খণ্ডের শিল্পী বিশ্বনাথ লাকড়া বলেন, ‘‘আমরা দেশের বিভিন্ন রাজ্য থেকে এসেছি ৷ এতদিন ঘরবন্দি থেকে দমবন্ধ লাগছিল ৷ এখানে এসে মনে হচ্ছে, তার থেকে মুক্তি পাচ্ছি ৷’’ অনুষ্ঠানের উদ্যোক্তাদের তরফে সোমনাথ বিশ্বাস বলেন, ‘‘এর আগেও আমরা এই ধরনের আয়োজন করেছি ৷ এটা আমাদের অনুষ্ঠানের তৃতীয় বছর ৷ করোনার কারণে বহু বিদেশি শিল্পী আসতে পারেননি ৷ তাঁরা তাঁদের আঁকা ছবি পাঠিয়ে দিয়েছেন ৷’’

পুলিশকর্তার উদ্যোগে প্রকৃতির কোলে বসে ছবি আঁকলেন শিল্পীরা

আরও পড়ুন : Puja Parikrama : আসানসোলের পুজো মণ্ডপে ধুনুচি নাচে মাতলেন মহিলারা

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার অংশুমান সাহা বলেন, “নামী চিত্রশিল্পীদের তো প্রদর্শনী হয় ৷ কিন্তু যাঁরা বিখ্যাত নন, অথচ রং, তুলি নিয়েই পড়ে থাকেন, সাধারণ মানুষের সঙ্গে তাঁদের পরিচয় করে দেওয়াই আমাদের উদ্দেশ্য ৷’’

Last Updated : Oct 24, 2021, 7:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.