ETV Bharat / city

Bengal-Jharkhand Border : বেআইনি কয়লা আটকাতে পুলিশি অভিযান, বাংলা-ঝাড়খণ্ড সীমানায় দাঁড়িয়ে শয়ে শয়ে লরি - বেআইনি কয়লা আটকাতে পুলিশি অভিযান

ভিন রাজ্যের বেআইনি কয়লা ঢোকা নিয়ে বাংলা-ঝাড়খণ্ড সীমানায় তৎপর হয়েছে পুলিশ । কিন্তু কাগজ পরীক্ষা করতে তিন দিন লাগছে বলে অভিযোগ । ফলে শয়ে শয়ে লরি আটকে রয়েছে বাংলা-ঝাড়খণ্ড সীমানায় (Hundreds of lorries lined in Bengali-Jharkhand border)।

Hundreds of lorries lined in Bengali-Jharkhand border
Bengal-Jharkhand Border
author img

By

Published : May 17, 2022, 10:06 PM IST

ডুবুরডি, (আসানসোল), 17 মে : প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিলেন ভিন রাজ্য থেকে যেন বেআইনি কয়লা এরাজ্যে না ঢুকতে পারে । আর তারপর থেকেই তৎপর হয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট । বাংলা-ঝাড়খণ্ড সীমানায় পুলিশি নাকা তল্লাশি বেড়েছে (Hundreds of lorries stuck in Bengal-Jharkhand border) ।

আর যার ফলে অন্যান্য রাজ্য থেকে আসা কোনও কয়লার লরিকেই সহজে ছেড়ে দেওয়া হচ্ছে না । খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে তাদের কাগজ । আর যার ফলে কয়লা বোঝাই লরি বাংলা-ঝাড়খণ্ড সীমানায় দাঁড়িয়ে থাকছে । একদিন, দুদিন, এমনকি তিনদিন পর্যন্ত । বহু লরিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ঝাড়খণ্ডের দিকে । বিক্ষোভ দেখাচ্ছে চালকেরা । যাঁদের কাছে সমস্ত বৈধ কাগজপত্র আছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে । যদিও পুলিশের দাবি, যতক্ষণ পর্যন্ত বৈধ কাগজ সম্পর্কে নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনও লরিকে ছাড়া হবে না । প্রয়োজনে তাঁরা রাষ্ট্রায়ত্ত কয়লা সংস্থার কাছে মেইল করে লরি সম্পর্কিত তথ্য চাইছে । তথ্য মিললে তবেই কয়লা বোঝাই লরির প্রবেশের অনুমতি মিলছে এরাজ্যে ।

জানা গিয়েছে, ঝাড়খণ্ডে স্থিত রাষ্ট্রায়ত্ত খনি ইসিএল, বিসিসিএল থেকে কয়লা লোডিং নিয়ে, আইনি কাগজপত্র-সহ রাজ্যের বিভিন্ন ফ্যাক্টরিতে কয়লা সরবরাহ হয় । কিন্তু সেই সমস্ত লরিকে আটকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ । সীমানায় তাদের কাগজ নিয়ে পুনরায় ইসিএল, বিসিসিএলের কাছে মেইলে পাঠানো হচ্ছে নিশ্চিত হতে । কাগজের বৈধতা মিললে, তবে ছাড়া হচ্ছে লরি ।

বাংলা-ঝাড়খণ্ড সীমানায় বেড়েছে পুলিশি নাকা তল্লাশি

আরও পড়ুন : Protest Against MGNREGA Corruption : 100 দিনের কাজের দৈনিক মজুরি 30 টাকা ! মলানদিঘি গ্রামপঞ্চায়েত ঘেরাও শ্রমিকদের

অন্যদিকে এই বৈধতা নিশ্চিত হতে কিংবা কাগজপত্র পরীক্ষা করতে তিন-চার দিন সময় লেগে যাচ্ছে । ফলে সীমানায় দাঁড়িয়ে থাকছে শয়ে শয়ে লরি । একদিকে সেখানে কোনও খাবার ব্যবস্থা নেই, জল নেই । সমস্যায় পড়ছেন চালকরা । পাশাপাশি দুই তিন দিন ধরে গাড়ি দাঁড়িয়ে থাকার জন্য পরিবহন মালিকরাও ক্ষতির মুখে পড়েছেন । এমন চলতে আগামী দিনে কয়লা নিয়ে লরি এরাজ্যে আসবে না বলেই আশঙ্কা প্রকাশ করছে লরি চালকরা । একসময় যে কয়লা খনি অঞ্চলে বেআইনি কয়লার রাজত্ব ছিল, এখন সেখানেই আইনসম্মতভাবে আসা কয়লা বোঝাই লরিদের দিনের পর দিন আটকে রাখছে পুলিশ । এর ব্যাপক প্রভাব পড়তে পারে রাজ্যে শিল্পে বলে মনে করা হচ্ছে ।

ডুবুরডি, (আসানসোল), 17 মে : প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিলেন ভিন রাজ্য থেকে যেন বেআইনি কয়লা এরাজ্যে না ঢুকতে পারে । আর তারপর থেকেই তৎপর হয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট । বাংলা-ঝাড়খণ্ড সীমানায় পুলিশি নাকা তল্লাশি বেড়েছে (Hundreds of lorries stuck in Bengal-Jharkhand border) ।

আর যার ফলে অন্যান্য রাজ্য থেকে আসা কোনও কয়লার লরিকেই সহজে ছেড়ে দেওয়া হচ্ছে না । খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে তাদের কাগজ । আর যার ফলে কয়লা বোঝাই লরি বাংলা-ঝাড়খণ্ড সীমানায় দাঁড়িয়ে থাকছে । একদিন, দুদিন, এমনকি তিনদিন পর্যন্ত । বহু লরিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ঝাড়খণ্ডের দিকে । বিক্ষোভ দেখাচ্ছে চালকেরা । যাঁদের কাছে সমস্ত বৈধ কাগজপত্র আছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে । যদিও পুলিশের দাবি, যতক্ষণ পর্যন্ত বৈধ কাগজ সম্পর্কে নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনও লরিকে ছাড়া হবে না । প্রয়োজনে তাঁরা রাষ্ট্রায়ত্ত কয়লা সংস্থার কাছে মেইল করে লরি সম্পর্কিত তথ্য চাইছে । তথ্য মিললে তবেই কয়লা বোঝাই লরির প্রবেশের অনুমতি মিলছে এরাজ্যে ।

জানা গিয়েছে, ঝাড়খণ্ডে স্থিত রাষ্ট্রায়ত্ত খনি ইসিএল, বিসিসিএল থেকে কয়লা লোডিং নিয়ে, আইনি কাগজপত্র-সহ রাজ্যের বিভিন্ন ফ্যাক্টরিতে কয়লা সরবরাহ হয় । কিন্তু সেই সমস্ত লরিকে আটকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ । সীমানায় তাদের কাগজ নিয়ে পুনরায় ইসিএল, বিসিসিএলের কাছে মেইলে পাঠানো হচ্ছে নিশ্চিত হতে । কাগজের বৈধতা মিললে, তবে ছাড়া হচ্ছে লরি ।

বাংলা-ঝাড়খণ্ড সীমানায় বেড়েছে পুলিশি নাকা তল্লাশি

আরও পড়ুন : Protest Against MGNREGA Corruption : 100 দিনের কাজের দৈনিক মজুরি 30 টাকা ! মলানদিঘি গ্রামপঞ্চায়েত ঘেরাও শ্রমিকদের

অন্যদিকে এই বৈধতা নিশ্চিত হতে কিংবা কাগজপত্র পরীক্ষা করতে তিন-চার দিন সময় লেগে যাচ্ছে । ফলে সীমানায় দাঁড়িয়ে থাকছে শয়ে শয়ে লরি । একদিকে সেখানে কোনও খাবার ব্যবস্থা নেই, জল নেই । সমস্যায় পড়ছেন চালকরা । পাশাপাশি দুই তিন দিন ধরে গাড়ি দাঁড়িয়ে থাকার জন্য পরিবহন মালিকরাও ক্ষতির মুখে পড়েছেন । এমন চলতে আগামী দিনে কয়লা নিয়ে লরি এরাজ্যে আসবে না বলেই আশঙ্কা প্রকাশ করছে লরি চালকরা । একসময় যে কয়লা খনি অঞ্চলে বেআইনি কয়লার রাজত্ব ছিল, এখন সেখানেই আইনসম্মতভাবে আসা কয়লা বোঝাই লরিদের দিনের পর দিন আটকে রাখছে পুলিশ । এর ব্যাপক প্রভাব পড়তে পারে রাজ্যে শিল্পে বলে মনে করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.