ETV Bharat / city

Bank Fire: সপ্তমীর সকালে রানিগঞ্জের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন, ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন

রানিগঞ্জের তারবাংলা মোড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন ৷ আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন পৌঁছায় ৷ এ দিন সকালে ব্যাঙ্কের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায় ৷ গতকাল প্রায় রাত 10টা পর্যন্ত কাজ হয়ে পুজোর ছুটির কারণে বন্ধ হয়ে যায় ব্যাঙ্ক ৷

Fire Broke Out at State-Owned Bank in Raniganj on Mahasaptami Morning
মহাসপ্তমীর সকালে রানীগঞ্জের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন
author img

By

Published : Oct 12, 2021, 12:23 PM IST

রানীগঞ্জ (আসানসোল), 12 অক্টোবর : মহাসপ্তমীর সকালে আসানসোলের রানীগঞ্জে 60 নম্বর জাতীয় সড়কের তারবাংলা মোড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন । ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন ৷ এ দিন সকালে স্থানীয়রা ব্যাঙ্কের ভিতর থেকে আগুন বের হতে দেখেন ৷ তারাই দ্রুত দমকলে ও পুলিশকে খবর দেয় ৷ জানা গিয়েছে, আজ সকালে ব্যাঙ্কের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায় ৷

ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার জানিয়েছেন, পুজোর ছুটি পড়ে যাওয়ায় গতকাল রাত 10টা পর্যন্ত ব্যাঙ্কের কর্মীরা কাজ করছিলেন ৷ আজ সকালে তিনি আগুন লাগার খবর পান ৷ ব্যাঙ্কের পাশেই একটি চায়ের দোকান রয়েছে ৷ সেই দোকানদারই ব্যাঙ্ক ম্যানেজারকে ফোন করে খবর দেন ৷ খবর পেয়ে তিনি তড়িঘড়ি ব্যাঙ্কে চলে আসেন ৷ তবে, কীভাবে আগু লেগেছে তা এখনও জানা যায়নি ৷

আরও পড়ন : Weather Forecast : বর্ষা বিদায় পালা শুরু হলেও নবমী-দশমীতে ফের ভাসাতে পারে নিম্নচাপ

দমকল কর্মীরা বাইরে থেকে ভিতরের আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷ আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে বলে দমকলের তরফে জানানো হয়েছে ৷ প্রচুর নথি আগুনে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ৷ তবে, ব্যাঙ্কের ভল্টে যাতে আগুন না ছড়ায় সেই চেষ্টা করছে দমকল ৷

আরও পড়ন : Puja Parikrama : সপ্তমীর সকালে বর্ধমানের কৃষ্ণসায়রের চাঁদনি ঘাটে কলা বউ স্নান

রানীগঞ্জ (আসানসোল), 12 অক্টোবর : মহাসপ্তমীর সকালে আসানসোলের রানীগঞ্জে 60 নম্বর জাতীয় সড়কের তারবাংলা মোড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন । ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন ৷ এ দিন সকালে স্থানীয়রা ব্যাঙ্কের ভিতর থেকে আগুন বের হতে দেখেন ৷ তারাই দ্রুত দমকলে ও পুলিশকে খবর দেয় ৷ জানা গিয়েছে, আজ সকালে ব্যাঙ্কের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায় ৷

ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার জানিয়েছেন, পুজোর ছুটি পড়ে যাওয়ায় গতকাল রাত 10টা পর্যন্ত ব্যাঙ্কের কর্মীরা কাজ করছিলেন ৷ আজ সকালে তিনি আগুন লাগার খবর পান ৷ ব্যাঙ্কের পাশেই একটি চায়ের দোকান রয়েছে ৷ সেই দোকানদারই ব্যাঙ্ক ম্যানেজারকে ফোন করে খবর দেন ৷ খবর পেয়ে তিনি তড়িঘড়ি ব্যাঙ্কে চলে আসেন ৷ তবে, কীভাবে আগু লেগেছে তা এখনও জানা যায়নি ৷

আরও পড়ন : Weather Forecast : বর্ষা বিদায় পালা শুরু হলেও নবমী-দশমীতে ফের ভাসাতে পারে নিম্নচাপ

দমকল কর্মীরা বাইরে থেকে ভিতরের আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷ আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে বলে দমকলের তরফে জানানো হয়েছে ৷ প্রচুর নথি আগুনে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ৷ তবে, ব্যাঙ্কের ভল্টে যাতে আগুন না ছড়ায় সেই চেষ্টা করছে দমকল ৷

আরও পড়ন : Puja Parikrama : সপ্তমীর সকালে বর্ধমানের কৃষ্ণসায়রের চাঁদনি ঘাটে কলা বউ স্নান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.