আসানসোল, 22 অগাস্ট : খনি এলাকা সম্প্রসারণের জন্য বাসিন্দাদের উচ্ছেদ করল ECL । ECL-এর সালানপুর এরিয়ার তরফে আজ পাহাড়গোড়া এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয় । অভিযানে কেন্দ্রীয় বাহিনী ও সালানপুর থানার পুলিশ ছিল । 12টি পরিবারকে উচ্ছেদ করা হয় । বাসিন্দাদের আসবাবপত্র বাইরে ফেলে দিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু করেছে ECL ।
ECL-এর সালানপুর এলাকায় মোহনপুর খনি এলাকা সম্প্রসারণের কাজ চলছে । এজন্য জমি অধিগ্রহণ করা হয়েছে । যেখানে জমি অধিগ্রহণ করা হয়েছে সেখানে 29 টি পরিবারের বাড়ি । উচ্ছেদ নোটিশ পেয়ে 17 টি পরিবার ইতিমধ্যে চলে গেলেও 12 টি পরিবার যায়নি । তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় রয়েছে । জমির সমস্ত কাগজপত্র তাদের কাছে রয়েছে । উচ্ছেদের জন্য তারা সরকারি চাকরি এবং মোটা ক্ষতিপূরণের দাবি জানিয়েছিল ।
আরও পড়ুন : সবচেয়ে বড় বিশ্বাসঘাতক CPI(M) নেতারা : জিতেন্দ্র
ECL জানিয়েছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যে আদালত নির্দেশ দিয়েছে । সেই নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট ক্ষতিপূরণের টাকা জমা করা হয়েছে আদালতে এবং জমি খালি করা হচ্ছে । ECL-এর মোহনপুর খনির এজেন্ট বি পি গুপ্তা জানিয়েছেন, জমি খালি করার জন্য ওই 12 টি পরিবারকে নোটিশ দেওয়া হয়েছিল । তারপরেও তারা জমি খালি করেনি । তাই উচ্ছেদ অভিযান চালানো হল । ECL-এর ডেপুটি সার্ভেয়ার সুখেন্দু বিকাশ পুঁইতুণ্ডি বলেন, "হাইকোর্টের আদেশে নিম্ম আদালতে টাকা জমা দেওয়ার পর এই অভিযান চালানো হচ্ছে ৷"
আজ পুলিশ, CISF ও ECL-এর কর্তারা পাহাড়গোড়া এলাকায় গিয়ে উচ্ছেদ অভিযান চালায় । চ্যাঙদোলা করে অনিচ্ছুক মহিলা, পুরুষদের বাড়ি থেকে বের করা হয় । বাধা দিতে গেলে লাঠি চার্জ করা হয় বলে অভিযোগ ।