ETV Bharat / city

"জয়শ্রীরাম" না বলায় যুবককে মারধরের অভিযোগ - jai sriram

"জয়শ্রীরাম" না বলায় এক যুবককে মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ হীরাপুর থানার বার্নপুর কালাঝরিয়া গ্রামের ঘটনা ৷

হাসপাতালে আক্রান্ত যুবক মহম্মদ ইশরার
author img

By

Published : Jul 22, 2019, 9:26 PM IST

Updated : Jul 22, 2019, 9:32 PM IST

হীরাপুর, 22 জুলাই: "জয়শ্রীরাম" না বলায় এক যুবককে মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ হীরাপুর থানার বার্নপুর কালাঝরিয়া গ্রামের ঘটনা ৷ আক্রান্তর নাম মহম্মদ ইশরার হোসেন (25) ৷

আক্রান্ত যুবক আসানসোলের মুসুদ্দি মহল্লার বাসিন্দা ৷ পেশায় ফেরিওয়ালা ওই যুবক বলেন, আজ দুপুরে বার্নপুরের কালাঝরিয়া এলাকায় তিনি চাদর ফেরি করতে যান৷ সেই সময়, বাইকে চারজন যুবক এসে তাঁর পথ আটকায় ৷ ইশরার অভিযোগ, ওই চার যুবক তাঁকে "জয়শ্রীরাম" বলার জন্য জোর করে ৷ কিন্তু বলতে অস্বীকার করায় ওই চার যুবক তাঁকে বেধড়ক মারধর করে পালিয়ে যায় ৷

আরও পড়ুন : জামুড়িয়ায় BJP কার্যালয়ে আগুন, অভিযুক্ত তৃণমূল

হীরাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ইশরার ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷

হীরাপুর, 22 জুলাই: "জয়শ্রীরাম" না বলায় এক যুবককে মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ হীরাপুর থানার বার্নপুর কালাঝরিয়া গ্রামের ঘটনা ৷ আক্রান্তর নাম মহম্মদ ইশরার হোসেন (25) ৷

আক্রান্ত যুবক আসানসোলের মুসুদ্দি মহল্লার বাসিন্দা ৷ পেশায় ফেরিওয়ালা ওই যুবক বলেন, আজ দুপুরে বার্নপুরের কালাঝরিয়া এলাকায় তিনি চাদর ফেরি করতে যান৷ সেই সময়, বাইকে চারজন যুবক এসে তাঁর পথ আটকায় ৷ ইশরার অভিযোগ, ওই চার যুবক তাঁকে "জয়শ্রীরাম" বলার জন্য জোর করে ৷ কিন্তু বলতে অস্বীকার করায় ওই চার যুবক তাঁকে বেধড়ক মারধর করে পালিয়ে যায় ৷

আরও পড়ুন : জামুড়িয়ায় BJP কার্যালয়ে আগুন, অভিযুক্ত তৃণমূল

হীরাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ইশরার ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷

Intro:জয় শ্রী রাম না বলায় যুবককে মারধর



জয় শ্রীরাম না বলার কারনে এক যুবককে মারধর করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে হীরাপুর থানার অন্তর্গত বার্নপুর কালাঝরিয়া গ্রামে। আক্রান্ত যুবকের নাম মহম্মদ ইসরার হোসেন(২৫)। তার বাড়ি আসানসোলের রেলপারের মুসুদ্দি মহল্লায়।হীরাপুর থানায় অভিযোগ।দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গেছে রেলপারের যুবক মহম্মদ ইসরার হোসেন পেশায় ফেরিওয়ালা। তিনি কাপড় ফেরি করেন। আজ দুপুরে বার্নপুরের কালাঝরিয়া এলাকায় চাদর ফেরি করতে গিয়েছিলেন। সেইসময় রাস্তায় তার পথ আটকায় চার যুবক। ওই যুবকরা মোটর সাইকেলে ছিল। অভিযোগ ওই যুবকরা তাকে ধরে "জয় শ্রী রাম" বলতে বলে। কিন্তু বলতে অস্বীকার করে ইসরার হোসেন। দু তিনবার বলার পর জয় শ্রী রাম বলতে অস্বীকার করায় তাকে মারধর করতে শুরু করে। বেধড়ক মারধর করে পালিয়ে যায় ওই চার যুবক। এরপর পরিবারের লোকের সাহায্য নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হয় মহম্মদ ইসরার হোসেন। সেখানেই তার চিকিৎসা চলছে। গোটা ঘটনার বিবরণ জানিয়ে হীরাপুর থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



Body:..Conclusion:
Last Updated : Jul 22, 2019, 9:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.