ETV Bharat / city

Rail School Close Notice : রেল স্কুল বন্ধের নোটিস, ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ অভিভাবকদের - Notice Of Closure The Railway School

রেল স্কুল বন্ধের নোটিসে বিক্ষোভ আসানসোলে ৷ প্রতিবাদে সরব অভিভাবক ও তৃণমূল শিক্ষা সেল ৷ অভিভাবকরা মিছিল করেন ডিআরএম অফিস পর্যন্ত (Rail School Close Notice ) ৷

School Close Notice
স্কুল বন্ধের নোটিশ, ধুন্ধুমার আসানসোল
author img

By

Published : Apr 25, 2022, 4:05 PM IST

Updated : Apr 25, 2022, 4:18 PM IST

আসানসোল, 25 এপ্রিল: রেলের স্কুল বন্ধ নিয়ে উত্তেজনা আসনসোলে ৷ রেলের স্কুল বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার আসানসোলের ইস্টার্ন রেলওয়ে স্কুল থেকে আসানসোল রেল ডিভিশনের ডিআরএম অফিস পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল তৃণমূল শিক্ষা সেল। সেই মিছিলে যোগ দেন প্রায় দেড় হাজার অভিভাবক (Rail School Close Notice)।

আরও পড়ুন: Parents Agitation at Durgapur School : অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে সরকারি স্কুলে বিক্ষোভ

জানা গিয়েছে, সম্প্রতি আসানসোলে রেলের পক্ষ থেকে নোটিস দেওয়া হয় স্কুল বন্ধের ৷ এরপরেই প্রতিবাদে সরব হয় তৃণমূল শিক্ষা সেল ৷ স্কুল বন্ধের প্রতিবাদে এদিন মিছিল করে তৃণমূলের শিক্ষা সেল ৷ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছিলেন প্রায় দেড় হাজার অভিভাবক ৷ আসানসোলের ইস্টার্ন রেলওয়ে স্কুল থেকে ডিআরএম অফিস পর্যন্ত যায় মিছিলটি ৷ বিক্ষোভরত অভিভাবকরা ডিআরএম অফিসে প্রবেশ করতে গেলে বাধা দেয় সিআরপিএফ ৷ এরপরেই ডিআরএম অফিসের সামনে ধর্না দেন অভিভাবকরা ৷

রেল স্কুল বন্ধের নোটিস, ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ অভিভাবকদের

আসানসোলের ডিআরএমের সঙ্গে কথা বলেন পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, তৃণমূল শিক্ষা সেলের নেতা অশোক রুদ্র-সহ বেশ কয়েকজন অভিভাবক এবং ছাত্ররা ৷ ডিআরএম প্রেমানন্দ শর্মা অভিভাববকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়৷

আসানসোল, 25 এপ্রিল: রেলের স্কুল বন্ধ নিয়ে উত্তেজনা আসনসোলে ৷ রেলের স্কুল বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার আসানসোলের ইস্টার্ন রেলওয়ে স্কুল থেকে আসানসোল রেল ডিভিশনের ডিআরএম অফিস পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল তৃণমূল শিক্ষা সেল। সেই মিছিলে যোগ দেন প্রায় দেড় হাজার অভিভাবক (Rail School Close Notice)।

আরও পড়ুন: Parents Agitation at Durgapur School : অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে সরকারি স্কুলে বিক্ষোভ

জানা গিয়েছে, সম্প্রতি আসানসোলে রেলের পক্ষ থেকে নোটিস দেওয়া হয় স্কুল বন্ধের ৷ এরপরেই প্রতিবাদে সরব হয় তৃণমূল শিক্ষা সেল ৷ স্কুল বন্ধের প্রতিবাদে এদিন মিছিল করে তৃণমূলের শিক্ষা সেল ৷ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছিলেন প্রায় দেড় হাজার অভিভাবক ৷ আসানসোলের ইস্টার্ন রেলওয়ে স্কুল থেকে ডিআরএম অফিস পর্যন্ত যায় মিছিলটি ৷ বিক্ষোভরত অভিভাবকরা ডিআরএম অফিসে প্রবেশ করতে গেলে বাধা দেয় সিআরপিএফ ৷ এরপরেই ডিআরএম অফিসের সামনে ধর্না দেন অভিভাবকরা ৷

রেল স্কুল বন্ধের নোটিস, ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ অভিভাবকদের

আসানসোলের ডিআরএমের সঙ্গে কথা বলেন পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, তৃণমূল শিক্ষা সেলের নেতা অশোক রুদ্র-সহ বেশ কয়েকজন অভিভাবক এবং ছাত্ররা ৷ ডিআরএম প্রেমানন্দ শর্মা অভিভাববকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়৷

Last Updated : Apr 25, 2022, 4:18 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.