আসানসোল, 1 অক্টোবর : মাত্র 6 মাস আগেই এই সেতু চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল । গত পরশু দিন থেকে নিম্নচাপের ফলে এক নাগাড়ে বৃষ্টিতে ডুবে গিয়েছিল উত্তর আসানসোলের কাল্লা এলাকায় এই সেতুটি । শুক্রবার সকালে জল নামতেই দেখা যায় সেতুর নীচের ভাগের অংশের রাস্তা সম্পূর্ণ বসে গিয়েছে । শুধু তাই নয়, সেতুর নির্মাণেও বেশ ক্ষতি হয়েছে । নির্মাণের মাত্র 6 মাসের মধ্যে কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী ।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল, কাল্লা এলাকায় একটি পোক্ত সেতু নির্মাণের । গাড়ুই নদীর উপরে কাল্লা এলাকায় একটি সেতু থাকলেও, তা এত নিচে থাকায় সামান্য বৃষ্টির জলে প্রায়শই তা ডুবে যেত । আর সেই কারণে উঁচু সেতুর দাবি ছিল । কিন্তু ভোটের সময় তড়িঘড়ি এই সেতু তৈরি করে উদ্বোধন করে দেওয়া হয় বলে স্থানীয়দের দাবি । গতকাল সেতুটি গাড়ুই নদীর তলায় চলে যায় । আজ দেখা যায় সেতুর নিম্নভাগের রাস্তা সম্পূর্ণ বসে গিয়েছে ।
এই রাস্তা দিয়েই ইসিএলের সদর হাসপাতাল কাল্লায় যাওয়া যায় । এছাড়াও বারাবনি ও জামুড়িয়া বিধানসভার বহু গ্রামে যাওয়ার মূল সেতু ছিল এটি । কিন্তু রাস্তা বসে যাওয়ায় এখন ঘুরপথে যেতে হবে ৷ কবে এই রাস্তা পুনরায় চলাচলের যোগ্য হবে কেউ জানে না ।
পূর্ত দফতর এই সেতু বানিয়েছিল । ঘটনার পরেই তারা সেতু ও রাস্তা পরীক্ষা করে দেখেন । এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার কৌশিক কর্মকার ফোনে জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে ।
আরও পড়ুন : Assansol Flood : আসানসোলে বৃষ্টি কমলেও ঘরছাড়া বন্যাদুর্গতরা এখনও অন্ধকারে