আসানসোল, 9 এপ্রিল : প্রচারে বেরিয়ে দেখলেন, তাঁর দেওয়াল লিখনে গোবর ৷ ঘটনায় ক্ষুব্ধ আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। হীরাপুরের পুরুষোত্তমপুর এলাকায় এমন ঘটনায় যারপরণাই চটেছেন অগ্নিমিত্রা ।
শুক্রবার সকালে পুরুষোত্তমপুর এলাকায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল প্রচারে বের হন । গতকালই তাঁর নামে দেওয়াল লিখন হয়েছিল ওই এলাকায় । আজ প্রচারের কাজে পথে নামতেই অগ্নিমিত্রা দেখেন, তাঁর দেওয়াল লিখনে কেউ বা কারা গোবর লেপে দিয়েছে । অগ্নিমিত্রার অভিযোগ, এই কাজ তৃণমূলের দুষ্কৃতীদের । যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে ৷
আরও পড়ুন: রাজীবের গড় থেকে তৃণমূলের আন্দোলনের আঁতুরঘর সিঙ্গুর রায় দেবে চতুর্থ দফায়
এদিন অগ্নিমিত্রা পল বলেন, "তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে ৷ ভাবছে গোবর লেপে, আমাদের কার্যকর্তাদের মেরে, আমাদের রাজ্য সভাপতির উপর হামলা করে, মহিলা সদস্যাদের নির্যাতন করে দমাতে পারবে ৷ কিন্তু সেটা পারবে না ৷"
তৃণমূলের স্থানীয় নেতা অনুপ মাজি বলেন, "বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এমন ঘটনা ঘটেছে । তৃণমূল এমন কাজ করে না ।"