ETV Bharat / city

'সঙ্গদোষে স্বভাব নষ্ট', মুনমুনকে কটাক্ষ বাবুলের - মুনমুন সেন

বাবুল সুপ্রিয়র বক্তব্য, তৃণমূল নেতা-কর্মীদের সংস্পর্শে এসে মুনমুনের মত একজন শিক্ষিত, মার্জিত মহিলাও কুরুচিকর মন্তব্য করছেন।

বাবুল সুপ্রিয়
author img

By

Published : Mar 31, 2019, 1:49 PM IST

আসানসোল, 31 মার্চ : "সঙ্গদোষে যে মানুষের সর্বনাশ হতে পারে সেটা এই ক'দিনে মুনমুন সেনকে না দেখলে বুঝতে পারতাম না।" আসানসোল কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী মুনমুন সেন সম্বন্ধে একথা বললেন ওই কেন্দ্রের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়। তাঁর দাবি, মুনমুনের মতো একজন শিক্ষিত, মার্জিত মহিলা তৃণমূলের অন্যান্য নেতা-কর্মীদের সংস্পর্শে এসে এই ক'দিনেই নিজের হুঁশ হারিয়েছেন।

গতকাল রানিগঞ্জের JK নগর কমিউনিটি হলে এক দলীয় কর্মিসভায় যোগ দিতে গেছিলেন মুনমুন সেন। যে গাড়িতে চেপে তিনি কর্মিসভায় গেছিলেন তাতে MP-র স্টিকার লাগানো ছিল। নির্বাচনের আগে এইভাবে গাড়িতে MP-র স্টিকার লাগিয়ে ঘুরে বেড়ানো নির্বাচনী আচরণ বিধি বিরোধী। তাই তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের পর এবার এই একই ইশুতে বির্তকে জড়ান মুনমুন। এবিষয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছেন বিরোধীরা।

এই প্রসঙ্গে বাবুলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "নিয়মবহির্ভূত কাজ করাটা তৃণমূলের অভ্যাস। আজ অনেক দিন হয়ে গেল দেশে লালবাতি লাগানো গাড়ি নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু এই রাজ্য তৃণমূলের জেলাস্তরের কর্মীদেরও লালবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতে দেখা যায়। নেতা-মন্ত্রীদের কথা তো ছেড়েই দিলাম।" তিনি আরও বলেন," শুরু থেকেই আমি বলেছিলাম ব্যক্তিগত আক্রমণ করব না। কিন্তু বিহারীদের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করা, তাদের পুলিশের চর বলা, কাল দেখলাম টিভিতে উনি বলেছেন আমার বিরুদ্ধে চাকর-বাকর দাঁড়ালেও কিছু এসে যায় না। আমার মনে হয় উনি অত্যন্ত কুরুচিকর মন্তব্যের তুফান তুলছেন।"

আসানসোল, 31 মার্চ : "সঙ্গদোষে যে মানুষের সর্বনাশ হতে পারে সেটা এই ক'দিনে মুনমুন সেনকে না দেখলে বুঝতে পারতাম না।" আসানসোল কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী মুনমুন সেন সম্বন্ধে একথা বললেন ওই কেন্দ্রের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়। তাঁর দাবি, মুনমুনের মতো একজন শিক্ষিত, মার্জিত মহিলা তৃণমূলের অন্যান্য নেতা-কর্মীদের সংস্পর্শে এসে এই ক'দিনেই নিজের হুঁশ হারিয়েছেন।

গতকাল রানিগঞ্জের JK নগর কমিউনিটি হলে এক দলীয় কর্মিসভায় যোগ দিতে গেছিলেন মুনমুন সেন। যে গাড়িতে চেপে তিনি কর্মিসভায় গেছিলেন তাতে MP-র স্টিকার লাগানো ছিল। নির্বাচনের আগে এইভাবে গাড়িতে MP-র স্টিকার লাগিয়ে ঘুরে বেড়ানো নির্বাচনী আচরণ বিধি বিরোধী। তাই তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের পর এবার এই একই ইশুতে বির্তকে জড়ান মুনমুন। এবিষয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছেন বিরোধীরা।

এই প্রসঙ্গে বাবুলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "নিয়মবহির্ভূত কাজ করাটা তৃণমূলের অভ্যাস। আজ অনেক দিন হয়ে গেল দেশে লালবাতি লাগানো গাড়ি নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু এই রাজ্য তৃণমূলের জেলাস্তরের কর্মীদেরও লালবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতে দেখা যায়। নেতা-মন্ত্রীদের কথা তো ছেড়েই দিলাম।" তিনি আরও বলেন," শুরু থেকেই আমি বলেছিলাম ব্যক্তিগত আক্রমণ করব না। কিন্তু বিহারীদের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করা, তাদের পুলিশের চর বলা, কাল দেখলাম টিভিতে উনি বলেছেন আমার বিরুদ্ধে চাকর-বাকর দাঁড়ালেও কিছু এসে যায় না। আমার মনে হয় উনি অত্যন্ত কুরুচিকর মন্তব্যের তুফান তুলছেন।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.