আসানসোল, 12 সেপ্টেম্বর : কোরোনায় আক্রান্ত হলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি । গতকাল তাঁর ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয় । আজ সেই রিপোর্ট পজ়িটিভ এসেছে । তাঁর দুই অনুগামীরও কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে বলে খবর । তবে জিতেন্দ্রে তেওয়ারির শরীরে কোরোনার কোনও উপসর্গ নেই । আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন মেয়র । তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ।
বিগত কয়েকদিন ধরেই পরপর কোরোনায় আক্রান্ত হওয়ার খবর আসছে আসানসোলের বেশ কিছু বিশিষ্ট মানুষের । আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ জৈন আক্রান্ত হয়েছিলেন কোরোনায়। যদিও বর্তমানে তিনি সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন । আসানসোল পৌরনিগমের ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টে প্রায় 12 জন পৌরকর্মীর রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া এসেছিল । আক্রান্ত হয়েছিলেন এক কাউন্সিলরও । তৃণমূল নেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরিও কোরোনা আক্রান্ত হয়েছেন বলে খবর । আর এরপরই আজ আসানসোলের মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে । তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ দুই অনুগামীও কোরোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে ।
আরও পড়ুন : রেকর্ড সংক্রমণ, দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 46 লাখ
দু'দিন আগেই মেয়র জিতেন্দ্র তিওয়ারি, মন্ত্রী মলয় ঘটক-সহ অন্যান্য তৃণমূল নেতাদের সঙ্গে সাংবাদিক বৈঠক করেছিলেন । আপাতত হোম আইসোলেশনে থেকেই চিকিৎসা চলছে মেয়রের । তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে ।
এদিকে রাজ্য সরকারের প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, পশ্চিম বর্ধমানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 5,106 । এখনও পর্যন্ত মারা গেছেন 44 জন । বর্তমানে 1066 জন কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ।
আরও পড়ুন : কোরোনা ভ্যাকসিন ট্রায়ালে নতুন স্বেচ্ছাসেবক নিয়োগ বন্ধের নির্দেশ সিরামের