ETV Bharat / city

বাবুল সুপ্রিয়র মন্ত্রিত্ব হারানোয় হতাশ আসানসোলের বিজেপি নেতৃত্ব - আসানসোল বিজেপি নেতৃত্ব

বাবুল সুপ্রিয় মন্ত্রিত্ব খোয়ানোয় কার্যত মুষড়ে পড়েছে আসানসোল বিজেপি নেতৃত্ব ৷ পশ্চিম বর্ধমানের বিজেপি-সহ সভাপতি সরাসরি জানালেন, তাঁরা কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে হতাশ ৷ পাশাপাশি জেলা তৃণমূলের তরফে এই সিদ্ধান্তকে স্বাভাবিক বলেই মনে করা হচ্ছে ৷

asansol-bjp-leadership-is-disappointed-for-babul-supriya-who-lost-his-state-minister-post
বাবুল সুপ্রিয়’র মন্ত্রিত্ব হারানোয় হতাশ আসানসোলের বিজেপি নেতৃত্ব
author img

By

Published : Jul 8, 2021, 8:32 PM IST

আসানসোল, 8 জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দ্বিতীয় এনডিএ সরকারের মন্ত্রিসভায় গতকাল ব্যাপক রদবদল ঘটেছে ৷ যেখানে 12 জন মন্ত্রীর পাশাপাশি একাধিক রাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে ৷ যাঁদের মধ্যে অন্যতম 2014 সাল থেকে আসানসোল লোকসভার সাংসদ বাবুল সুপ্রিয় ৷ 2014 সালে সাংসদ নির্বাচিত হয়েই রাষ্ট্রমন্ত্রী হয়ে মোদির মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন ৷ 2019 লোকসভায় বিপুল ভোটে জেতার পর তাঁকে ফের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় ৷ কিন্তু, বিধানসভা নির্বাচনে তাঁর লোকসভা কেন্দ্রে বিজেপি মাত্র 2টি আসন পেয়েছে ৷ আর তার পরপরই এই রদবদলে বাবুল সুপ্রিয়’র রাষ্ট্রমন্ত্রী পদে কোপ ৷

বাবুলের মন্ত্রিত্ব খোয়ানো নিয়ে আসানসোলের রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা ৷ হতাশ আসানসোল বিজেপির নেতৃত্ব এ নিয়ে বিশেষ কোনও মন্তব্য করতে নারাজ ৷ তবে, পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সহ সভাপতি শিবরাম বর্মন জানিয়েছেন, ‘‘আসানসোলবাসী হিসেবে আমরা হতাশ ৷ কারণ ওনার মতো দু’বারের সাংসদ এবং সফল মন্ত্রীকে আমরা পেয়েছিলাম ৷ আগামিদিনে হয়তো আসানসোল বঞ্চিত হতে পারে ৷ তবে, দলীয় কর্মী হিসেবে বলব, দল যা সিদ্ধান্ত নিয়েছে তা আমরা মেনে নেব ৷ এ বিষয়ে কোনও মন্তব্য করব না’’ ৷

যদিও, বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘‘উনি (বাবুল সুপ্রিয়) আসানসোলকে অনেক দিয়েছেন এবং আগামী দিনেও আসানসোলকে অনেক কিছু দেবেন ৷ সাংগঠনিক স্তরে বাবুল সুপ্রিয়র অনেক কিছু দেওয়ার আছে আসানসোল বিজেপিকে ৷ আর আমি দেখেছি বাংলার রাজনীতি নিয়ে ওনার উৎসাহ বেশি রয়েছে’’ ৷

অন্যদিকে, তৃণমূল নেতা তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, ‘‘উন্নয়নের সঙ্গে ওনার কোনও সম্পর্ক ছিল না ৷ এরকম একটা মানুষকে কী করে এতদিন কেন্দ্রীয় মন্ত্রী বানিয়ে রেখেছিল, সেটা ভেবেই আশ্চর্য লাগছে’’ ৷

  • Yes, I have resigned from the Council Of Ministers (As I had framed it earlier, “Asked to resign” may not be the right way to put it 😊)

    I thank Hon'ble Prime Minister @narendramodi for giving me the privilege to serve my country as a Member of his Council of Ministers..

    — Babul Supriyo (@SuPriyoBabul) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কোন ভুলে মন্ত্রিত্ব খোয়ালেন বাবুল-দেবশ্রী ?

প্রসঙ্গত, গতকাল পদত্যাগ করার পর দু’টি টুইট করেছিলেন বাবুল সুপ্রিয় ৷ যেখানে তিনি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ৷ যেখানে তিনি সরাসরি অভিযোগ করেছেন, তাঁকে যে পদ্ধতিতে পদত্যাগ করতে বলা হয়েছিল, তা সঠিক ছিল না ৷ তিনি টুইটে লিখেছিলেন, ‘‘আমাকে পদত্যাগ করতে বলা হয়েছে’’ ৷ অর্থাৎ, তাঁকে জোর করেই পদত্যাগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাবুল ৷

আসানসোল, 8 জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দ্বিতীয় এনডিএ সরকারের মন্ত্রিসভায় গতকাল ব্যাপক রদবদল ঘটেছে ৷ যেখানে 12 জন মন্ত্রীর পাশাপাশি একাধিক রাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে ৷ যাঁদের মধ্যে অন্যতম 2014 সাল থেকে আসানসোল লোকসভার সাংসদ বাবুল সুপ্রিয় ৷ 2014 সালে সাংসদ নির্বাচিত হয়েই রাষ্ট্রমন্ত্রী হয়ে মোদির মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন ৷ 2019 লোকসভায় বিপুল ভোটে জেতার পর তাঁকে ফের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় ৷ কিন্তু, বিধানসভা নির্বাচনে তাঁর লোকসভা কেন্দ্রে বিজেপি মাত্র 2টি আসন পেয়েছে ৷ আর তার পরপরই এই রদবদলে বাবুল সুপ্রিয়’র রাষ্ট্রমন্ত্রী পদে কোপ ৷

বাবুলের মন্ত্রিত্ব খোয়ানো নিয়ে আসানসোলের রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা ৷ হতাশ আসানসোল বিজেপির নেতৃত্ব এ নিয়ে বিশেষ কোনও মন্তব্য করতে নারাজ ৷ তবে, পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সহ সভাপতি শিবরাম বর্মন জানিয়েছেন, ‘‘আসানসোলবাসী হিসেবে আমরা হতাশ ৷ কারণ ওনার মতো দু’বারের সাংসদ এবং সফল মন্ত্রীকে আমরা পেয়েছিলাম ৷ আগামিদিনে হয়তো আসানসোল বঞ্চিত হতে পারে ৷ তবে, দলীয় কর্মী হিসেবে বলব, দল যা সিদ্ধান্ত নিয়েছে তা আমরা মেনে নেব ৷ এ বিষয়ে কোনও মন্তব্য করব না’’ ৷

যদিও, বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘‘উনি (বাবুল সুপ্রিয়) আসানসোলকে অনেক দিয়েছেন এবং আগামী দিনেও আসানসোলকে অনেক কিছু দেবেন ৷ সাংগঠনিক স্তরে বাবুল সুপ্রিয়র অনেক কিছু দেওয়ার আছে আসানসোল বিজেপিকে ৷ আর আমি দেখেছি বাংলার রাজনীতি নিয়ে ওনার উৎসাহ বেশি রয়েছে’’ ৷

অন্যদিকে, তৃণমূল নেতা তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, ‘‘উন্নয়নের সঙ্গে ওনার কোনও সম্পর্ক ছিল না ৷ এরকম একটা মানুষকে কী করে এতদিন কেন্দ্রীয় মন্ত্রী বানিয়ে রেখেছিল, সেটা ভেবেই আশ্চর্য লাগছে’’ ৷

  • Yes, I have resigned from the Council Of Ministers (As I had framed it earlier, “Asked to resign” may not be the right way to put it 😊)

    I thank Hon'ble Prime Minister @narendramodi for giving me the privilege to serve my country as a Member of his Council of Ministers..

    — Babul Supriyo (@SuPriyoBabul) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কোন ভুলে মন্ত্রিত্ব খোয়ালেন বাবুল-দেবশ্রী ?

প্রসঙ্গত, গতকাল পদত্যাগ করার পর দু’টি টুইট করেছিলেন বাবুল সুপ্রিয় ৷ যেখানে তিনি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ৷ যেখানে তিনি সরাসরি অভিযোগ করেছেন, তাঁকে যে পদ্ধতিতে পদত্যাগ করতে বলা হয়েছিল, তা সঠিক ছিল না ৷ তিনি টুইটে লিখেছিলেন, ‘‘আমাকে পদত্যাগ করতে বলা হয়েছে’’ ৷ অর্থাৎ, তাঁকে জোর করেই পদত্যাগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাবুল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.