ETV Bharat / city

Agnimitra Paul : আসানসোলে পৌরনিগম থেকে ভ্যাকসিনের কুপন, জবাব চাইতে প্রশাসকের দরবারে অগ্নিমিত্রা

author img

By

Published : Aug 9, 2021, 10:28 PM IST

করোনার টিকা দেওয়ার জন্য আসানসোল পৌরনিগম থেকে কুপন ইস্যু করা হচ্ছে এবং সেই কুপন নিয়ে লাইনে দাঁড়ালে মানুষ ভ্য়াকসিন পাচ্ছেন ৷ নাহলে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না ৷ এমনই অভিযোগ নিয়ে পৌরসভার প্রশাসকের সঙ্গে দেখা করেন বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) ৷ তিনি জানান, এদিন অভিযোগের কথা জানিয়ে গেলেন তাঁরা ৷ এতেও কাজ না হলে আন্দোলনে নামবে বিজেপি ৷

আসানসোলে করোনা ভ্যাকসিনের কুপন দেওয়া নিয়ে পৌরসভার প্রশাসকের সঙ্গে দেখা করলেন অগ্নিমিত্রা ৷
আসানসোলে করোনা ভ্যাকসিনের কুপন দেওয়া নিয়ে পৌরসভার প্রশাসকের সঙ্গে দেখা করলেন অগ্নিমিত্রা ৷

আসানসোল, 9 অগস্ট : ভ্যাকসিন নিয়ে আকাল চলছে রাজ্যে । প্রতিদিনই বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ভ্যাকসিন না পাওয়া মানুষের বিক্ষোভে উত্তাল হচ্ছে । এরই মধ্যেই আবার আসানসোল পৌরনিগমের বিরুদ্ধে ভ্যাকসিন দেওয়ার কুপন ইস্যু করার অভিযোগ উঠল ৷ অভিযোগ, পৌরনিগমের কুপন বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বিলি করা হচ্ছে । সেই কুপন এলাকার তৃণমূল নেতারা বিলি করছেন । যাঁরা তৃণমূল করেন তাঁদের এবং তাঁদের পরিবারদিকে সেই কুপন আগে দেওয়া হচ্ছে ৷ বিরোধী রাজনৈতিক দলের লোকে, বিশেষ করে যাঁরা বিজেপি করেন, তাঁদের কুপন দেওয়া হচ্ছে না । এই কুপন ইস্যু নিয়ে পৌরনিগমের প্রশাসকের সঙ্গে সরাসরি কথা বললেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) ।

সোমবার আসানসোল পৌরনিগমের বাইরে ভ্যাকসিন নিয়ে ধর্না অবস্থান করে বিজেপি । সেখানে যোগ দেন বিধায়ক অগ্নিমিত্রা পল । এরপর কর্মী-সমর্থকদের নিয়ে তিনি পৌরনিগমের গিয়ে মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন । সেখানে তিনি সরাসরি প্রশ্ন তোলেন পৌরনিগমের ইস্যু করা কুপন নিয়ে । কেন কুপন ইস্যু করা হবে সেই নিয়ে প্রশ্ন তোলেন ৷ অভিযোগ করেন, যেখানে অনলাইনে মানুষ স্লট বুক করতে পারছেন, সেখানে কুপন ইস্যু করে তৃণমূল নেতারা কার্যত প্রভাব খাটাচ্ছেন বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে । বেছে বেছে বিজেপি কর্মীদের বাদ দেওয়া হচ্ছে । তাঁদের কুপন দেওয়া হচ্ছে না । ফলে ভ্যাকসিন নেওয়া থেকে বঞ্চিত থাকছেন বিজেপি কর্মী এবং তাঁদের পরিবারগুলি ।

আসানসোলে করোনা ভ্যাকসিনের কুপন দেওয়া নিয়ে পৌরসভার প্রশাসকের সঙ্গে দেখা করলেন অগ্নিমিত্রা ৷

যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন পৌরনিগমের প্রশাসক ৷ তিনি জানিয়েছেন, অনেকের পক্ষেই অনলাইনে স্লট বুক করা সম্ভব হচ্ছে না । তাই এই কুপনের ব্যবস্থা করা হয়েছে । স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ানো প্রথম 300 জনকে কুপন দেওয়া হচ্ছে ৷ অর্থাৎ তাঁরাই সেই দিনের মতো ভ্যাকসিন পাবেন । প্রতিটি কেন্দ্র থেকে 300 জন করে মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে । যদি অনলাইন স্লট বুক করে কেউ আসেন তাঁদের অগ্রাধিকার দেওয়া হয় । আর লাইনে দাঁড়ানো মানুষের ক্ষেত্রে কোনও রাজনৈতিক রং দেখা হয় না কুপন বিলির সময় ।

অমরনাথ অগ্নিমিত্রাকে জানান, পৌরনিগম তার সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছে প্রত্যেক মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য । এর জন্য পৌরনিগমের 13টি কেন্দ্র ছাড়াও আরও 4টি কেন্দ্রে, বিশেষ করে বস্তি এলাকায় ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে । এদিন অগ্নিমিত্রা বেশ কিছু অভিযোগ আনার পাশাপাশি বেশ কিছু পরামর্শও দিয়ে গিয়েছেন । অমরনাথ আগামী দিনে সেগুলি দেখা হবে বলে জানিয়েছেন ।

প্রশাসকের কেবিন থেকে বেরনোর পর অগ্নিমিত্রা সাংবাদিকদের বলেন, "অমরনাথবাবুকে বেশ কিছু দাবি জানিয়ে গেলাম । সেই কাজগুলো হলে 15 দিন পর এসে ধন্যবাদ জানিয়ে যাব । যদি না হয় পরবর্তীতে আন্দোলনে নামব ।"

আরও পড়ুন : Agnimitra Paul : তবাসুমকে কেন গ্রেফতার করা হল না, প্রশ্ন অগ্নিমিত্রার

আসানসোল, 9 অগস্ট : ভ্যাকসিন নিয়ে আকাল চলছে রাজ্যে । প্রতিদিনই বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ভ্যাকসিন না পাওয়া মানুষের বিক্ষোভে উত্তাল হচ্ছে । এরই মধ্যেই আবার আসানসোল পৌরনিগমের বিরুদ্ধে ভ্যাকসিন দেওয়ার কুপন ইস্যু করার অভিযোগ উঠল ৷ অভিযোগ, পৌরনিগমের কুপন বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বিলি করা হচ্ছে । সেই কুপন এলাকার তৃণমূল নেতারা বিলি করছেন । যাঁরা তৃণমূল করেন তাঁদের এবং তাঁদের পরিবারদিকে সেই কুপন আগে দেওয়া হচ্ছে ৷ বিরোধী রাজনৈতিক দলের লোকে, বিশেষ করে যাঁরা বিজেপি করেন, তাঁদের কুপন দেওয়া হচ্ছে না । এই কুপন ইস্যু নিয়ে পৌরনিগমের প্রশাসকের সঙ্গে সরাসরি কথা বললেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) ।

সোমবার আসানসোল পৌরনিগমের বাইরে ভ্যাকসিন নিয়ে ধর্না অবস্থান করে বিজেপি । সেখানে যোগ দেন বিধায়ক অগ্নিমিত্রা পল । এরপর কর্মী-সমর্থকদের নিয়ে তিনি পৌরনিগমের গিয়ে মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন । সেখানে তিনি সরাসরি প্রশ্ন তোলেন পৌরনিগমের ইস্যু করা কুপন নিয়ে । কেন কুপন ইস্যু করা হবে সেই নিয়ে প্রশ্ন তোলেন ৷ অভিযোগ করেন, যেখানে অনলাইনে মানুষ স্লট বুক করতে পারছেন, সেখানে কুপন ইস্যু করে তৃণমূল নেতারা কার্যত প্রভাব খাটাচ্ছেন বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে । বেছে বেছে বিজেপি কর্মীদের বাদ দেওয়া হচ্ছে । তাঁদের কুপন দেওয়া হচ্ছে না । ফলে ভ্যাকসিন নেওয়া থেকে বঞ্চিত থাকছেন বিজেপি কর্মী এবং তাঁদের পরিবারগুলি ।

আসানসোলে করোনা ভ্যাকসিনের কুপন দেওয়া নিয়ে পৌরসভার প্রশাসকের সঙ্গে দেখা করলেন অগ্নিমিত্রা ৷

যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন পৌরনিগমের প্রশাসক ৷ তিনি জানিয়েছেন, অনেকের পক্ষেই অনলাইনে স্লট বুক করা সম্ভব হচ্ছে না । তাই এই কুপনের ব্যবস্থা করা হয়েছে । স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ানো প্রথম 300 জনকে কুপন দেওয়া হচ্ছে ৷ অর্থাৎ তাঁরাই সেই দিনের মতো ভ্যাকসিন পাবেন । প্রতিটি কেন্দ্র থেকে 300 জন করে মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে । যদি অনলাইন স্লট বুক করে কেউ আসেন তাঁদের অগ্রাধিকার দেওয়া হয় । আর লাইনে দাঁড়ানো মানুষের ক্ষেত্রে কোনও রাজনৈতিক রং দেখা হয় না কুপন বিলির সময় ।

অমরনাথ অগ্নিমিত্রাকে জানান, পৌরনিগম তার সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছে প্রত্যেক মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য । এর জন্য পৌরনিগমের 13টি কেন্দ্র ছাড়াও আরও 4টি কেন্দ্রে, বিশেষ করে বস্তি এলাকায় ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে । এদিন অগ্নিমিত্রা বেশ কিছু অভিযোগ আনার পাশাপাশি বেশ কিছু পরামর্শও দিয়ে গিয়েছেন । অমরনাথ আগামী দিনে সেগুলি দেখা হবে বলে জানিয়েছেন ।

প্রশাসকের কেবিন থেকে বেরনোর পর অগ্নিমিত্রা সাংবাদিকদের বলেন, "অমরনাথবাবুকে বেশ কিছু দাবি জানিয়ে গেলাম । সেই কাজগুলো হলে 15 দিন পর এসে ধন্যবাদ জানিয়ে যাব । যদি না হয় পরবর্তীতে আন্দোলনে নামব ।"

আরও পড়ুন : Agnimitra Paul : তবাসুমকে কেন গ্রেফতার করা হল না, প্রশ্ন অগ্নিমিত্রার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.