নয়াদিল্লি, 7 নভেম্বর: মার্কিন আদালতে উইওয়ার্ক কোম্পানির দেউলিয়ার মামলা চলছে ৷ তার প্রভাব ভারতের ব্যবসায় পড়বে না বলে মঙ্গলবার জানিয়েছেন উইওয়ার্ক ইন্ডিয়ার সিইও করণ বীরওয়ানি ৷ কারণ এটি উইওয়ার্ক গ্লোবালের মামলা ৷ উইওয়ার্ক ইন্ডিয়াতে বেঙ্গালুরু-ভিত্তিক রিয়েল এস্টেট ফার্ম এমবেসি গ্রুপের 73 শতাংশ শেয়ার রয়েছে ৷ সেখানে উইওয়ার্ক গ্লোবালের 27 শতাংশ শেয়ার রয়েছে ৷ উইওয়ার্ক ইন্ডিয়ার সাতটি শহরে 50টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে প্রায় 90 হাজারটি ডেস্ক রয়েছে । একটি বিবৃতিতে উইওয়ার্ক ইন্ডিয়ার সিইও করণ বীরওয়ানি বলেছেন, "ভারতে উইওয়ার্কের ব্যবসা স্বাধীন ৷ তাই উইওয়ার্ক গ্লোবালের কার্যক্রমের প্রভাব এখানে পড়বে না ।"
তিনি জানান, উইওয়ার্ক ইন্ডিয়া একটি পৃথক সংস্থা এবং এটি উইওয়ার্ক গ্লোবালের কৌশলগত পুনর্গঠন প্রক্রিয়ার অংশ নয় । দেউলিয়া মামলায় তাই উইওয়ার্ক ইন্ডিয়া প্রভাবিত হবে না ৷ উইওয়ার্ক ইন্ডিয়া নিজের মতো কাজ করবে । মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় উইওয়ার্ক গ্লোবাল-এর ঋণ এবং লিজ পুনর্গঠন প্রক্রিয়া চলছে । উইওয়ার্ক ইন্ডিয়ার সিইও বলেন, "এই সময়ের মধ্যে আমরা আমাদের সদস্য, মালিকাধীন এবং অংশীদারদের যথারীতি পরিষেবা দিয়ে যাব ৷ অপারেটিং চুক্তির অংশ হিসাবে ব্র্যান্ডের নাম ব্যবহার করার অধিকার ধরে রাখব ৷"
উইওয়ার্ক ইন্ডিয়া সবচেয়ে বেশি এমবেসি গ্রুপের শেয়ার রয়েছেন ৷ করণ বীরওয়ানি বলেন, "এমবেসি গ্রুপ উইওয়ার্ক ইন্ডিয়া ব্যবসার ভবিষ্যতে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ । আমরা এই অঞ্চলে আমাদের সদস্যদের ব্যতিক্রমী এবং উদ্ভাবনী ওয়ার্কস্পেস প্রদানের দিকে সম্পূর্ণ মনোযোগ দিয়েছি । আমরা ভালো ও নমনীয় ওয়ার্কস্পেস শিল্পের রাজা এবং ভারতে কাজ করার পদ্ধতিতে আমরা পরিবর্তন এনেছি ৷"
আরও পড়ুন: এইচপিসিএলের সঙ্গে হাত মিলিয়ে দেশে ব্যাটারি সোয়াপিং স্টেশন গড়বে গোগোরো
তাঁর কথায়, উইওয়ার্ক ইন্ডিয়া 2021 সাল থেকে লাভের মুখ দেখছে । অগস্ট মাসে ভারতের প্রধান শহরগুলিতে কর্মক্ষেত্র বা ওয়ার্কস্পেসের চাহিদা বেড়েছে ৷ যার কারণে এই আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে উইওয়ার্ক ইন্ডিয়ার আয় 40 শতাংশ বেড়ে 400 কোটি টাকা হয়েছে ৷ গত অর্থবছরে এর টার্নওভার ছিল 1 হাজার 400 কোটি টাকা ।