ETV Bharat / business

Small Loans Trouble: অনলাইনে ছোট ঋণ অফলাইনে বড় ঝামেলার কারণ - ঋণ

নতুন সংস্থা ও লোন অ্যাপগুলি (New firms and loan apps) এখন চটজলদি ছোট ঋণ দিচ্ছে । অতি উচ্চ সুদের হার, মাত্রাতিরিক্ত কিস্তি ও নিজের সমস্যা নিজেই ডেকে আনতে অনেকেই এসব ক্ষুদ্র ঋণ নিচ্ছেন অনেকেই (Small Loans Trouble) । কিন্তু এমন কোনও সংস্থা বা অ্যাপকে বিশ্বাস করবেন না যার আরবিআই স্বীকৃতি নেই (RBI recognition) ৷

Small Loans Trouble
Small Loans Trouble
author img

By

Published : Nov 28, 2022, 2:14 PM IST

হায়দরাবাদ, 28 নভেম্বর: এখন অনেক নতুন সংস্থা এবং ডিজিটাল লোন অ্যাপ্লিকেশানের রমরমা বাজার ৷ এরা চটজলদি ছোট ঋণ বা লোন দেয় ৷ এই লোনগুলি ছোট হওয়ায় অনেকেই এর ফাঁদে পড়েন। অত্যধিক সুদের হার থেকে অতিরিক্ত কিস্তি দিতে সমস্যায় পড়তেই হয় । এর পাশাপাশি এই সংস্থাগুলি তুলনামূলকভাবে অনেক ছোট ঋণ নেওয়ার জন্য জোর করবে কিন্তু পরিবর্তে টাকা পাওয়ায় সময় খুবই বিপদে ফেলবে ৷

এ ধরনের অবৈধ ঋণ সংস্থার কারণে অনেকেই হেনস্থার শিকার হচ্ছেন । তাই কোনও সংস্থা যখন ঋণ দিতে আসছে তখন সতর্কতার সঙ্গে কী করণীয় এবং করণীয় নয় ভেবে-চিন্তে তবেই লোন নেওয়া উচিত । জরুরি প্রয়োজনে ঋণ নেওয়ার সময় তো সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করা দরকার । করোনার পরে অনেকেরই কাজ চলে গিয়েছে অথচ আর্থিক চাহিদা যথেষ্ট বেড়েছে (Digital Loans) ।

ঋণ সংস্থাগুলো অননুমোদিতভাবে ঋণ দিয়ে অসহায় অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছে । তারা 3 হাজার থেকে 3 লক্ষ টাকা ঋণ দিচ্ছে । পরে এসব অ্যাপ অতিরিক্ত সুদ আদায় করে ঋণগ্রহীতাদের ওপর চাপ সৃষ্টি করছে । আর এর থেকেই বাচতে প্রত্যেকেরই সংস্থা এবং অ্যাপের ট্র্যাক রেকর্ড পরীক্ষা করা উচিত যেগুলি থেকে তারা ঋণ নেবেন ।

ভারতে ঋণ প্রদানকারী সংস্থাগুলির আরবিআই (Reserve Bank of India) স্বীকৃতি থাকা উচিত বা একটি আরবিআই স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠানের দ্বারা অনুমোদিত হওয়া উচিত । ডিজিটাল লোন নেওয়ার সময় সংশ্লিষ্ট অ্যাপে আরবিআই-এর স্বীকৃতি আছে কি না, তা পরীক্ষা করে দেখুন । সংশ্লিষ্ট সংস্থার রেজিস্ট্রেশন নম্বর আরবিআই ওয়েবসাইটে চেক করে দেখে নিতে পারেন । ঠিক যেমন সংস্থাগুলি আমাদের সম্পূর্ণ কেওয়াইসি (আপনার গ্রাহককে জানুন) বিশদ গ্রহণ করে ৷ তারপর সেই ঋণদাতাদের সম্পর্কে সম্পূর্ণ বিশদ অনুসন্ধান করা উচিত ।

আজকাল লোন অ্যাপগুলি ক্রেডিট স্কোর বা আয়ের প্রমাণের প্রয়োজন নেই বলে বার্তা দেয় । এই ধরনের অ্যাপ নিঃসন্দেহে প্রতারণামূলক । তারা আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য, ঠিকানা এবং অন্যান্য বিবরণ চুরি করার চেষ্টা করবে । সুতরাং, যারা এটি চাইবে তাদের প্রত্যেককে ঋণগ্রহীতাদের বিশদ বিবরণ দেওয়া উচিত নয় । কখনও কখনও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট, ডেবিট কার্ডের নম্বর এবং আরও অনেক কিছু তথ্য সংগ্রহ করার জন্য ঋণ সংস্থাগুলি থেকে ফোন করে । অ্যাকাউন্টে ঋণের পরিমাণ জমা করার নামে কার্ডের মেয়াদ শেষ হওয়ার বিবরণ, পিন, ওটিপি চাইলে কাউকে দেবেন না ৷ তাদের একরম ফাঁদে পড়বেন না (Small loans online causing big trouble offline) ।

আরবিআই নির্দেশিকা অনুযায়ী, ঋণ সংস্থাগুলিকে লোনের শর্তাবলী ঋণগ্রহীতাদের আগেই জানাতে হবে ৷ প্রতারণামূলক অ্যাপগুলি এই নিয়মগুলি অনুসরণ করে না । তারা খুব উচ্চ সুদের হার এবং অতিরিক্ত কিস্তি সংগ্রহ করে । সুতরাং, ঋণ নেওয়ার আগে স্ক্রুটিনি ফি, সুদের হার, পরিশোধের মেয়াদ, জরিমানা পরীক্ষা করার জন্য চুক্তিটি ভালো করে দেখা উচিত ।

আরও পড়ুন: ব্যক্তিগত ঋণ নিতে চান ? জেনে নিন মাপকাঠিগুলি

লোন অ্যাপের ঠিকানা এবং কোন ব্যাঙ্ক বা এনবিএফসি (নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি) এর সঙ্গে তাদের চুক্তি জানুন । ওয়েবসাইট ছাড়া ডিজিটাল লোন অ্যাপ সন্দেহজনক । কেওয়াইসি নিয়ে মাথা ঘামায় না এমন একটি সংস্থাকে বিশ্বাস করা যায় না । ঋণ মঞ্জুর করার আগে প্রক্রিয়াকরণ এবং অন্যান্য ফি শোধ করবেন না । ব্যাঙ্ক এবং এনবিএফসিগুলি ঋণের পরিমাণের মধ্যে থেকে এই ধরনের ফি কেটে নেয় ৷

হায়দরাবাদ, 28 নভেম্বর: এখন অনেক নতুন সংস্থা এবং ডিজিটাল লোন অ্যাপ্লিকেশানের রমরমা বাজার ৷ এরা চটজলদি ছোট ঋণ বা লোন দেয় ৷ এই লোনগুলি ছোট হওয়ায় অনেকেই এর ফাঁদে পড়েন। অত্যধিক সুদের হার থেকে অতিরিক্ত কিস্তি দিতে সমস্যায় পড়তেই হয় । এর পাশাপাশি এই সংস্থাগুলি তুলনামূলকভাবে অনেক ছোট ঋণ নেওয়ার জন্য জোর করবে কিন্তু পরিবর্তে টাকা পাওয়ায় সময় খুবই বিপদে ফেলবে ৷

এ ধরনের অবৈধ ঋণ সংস্থার কারণে অনেকেই হেনস্থার শিকার হচ্ছেন । তাই কোনও সংস্থা যখন ঋণ দিতে আসছে তখন সতর্কতার সঙ্গে কী করণীয় এবং করণীয় নয় ভেবে-চিন্তে তবেই লোন নেওয়া উচিত । জরুরি প্রয়োজনে ঋণ নেওয়ার সময় তো সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করা দরকার । করোনার পরে অনেকেরই কাজ চলে গিয়েছে অথচ আর্থিক চাহিদা যথেষ্ট বেড়েছে (Digital Loans) ।

ঋণ সংস্থাগুলো অননুমোদিতভাবে ঋণ দিয়ে অসহায় অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছে । তারা 3 হাজার থেকে 3 লক্ষ টাকা ঋণ দিচ্ছে । পরে এসব অ্যাপ অতিরিক্ত সুদ আদায় করে ঋণগ্রহীতাদের ওপর চাপ সৃষ্টি করছে । আর এর থেকেই বাচতে প্রত্যেকেরই সংস্থা এবং অ্যাপের ট্র্যাক রেকর্ড পরীক্ষা করা উচিত যেগুলি থেকে তারা ঋণ নেবেন ।

ভারতে ঋণ প্রদানকারী সংস্থাগুলির আরবিআই (Reserve Bank of India) স্বীকৃতি থাকা উচিত বা একটি আরবিআই স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠানের দ্বারা অনুমোদিত হওয়া উচিত । ডিজিটাল লোন নেওয়ার সময় সংশ্লিষ্ট অ্যাপে আরবিআই-এর স্বীকৃতি আছে কি না, তা পরীক্ষা করে দেখুন । সংশ্লিষ্ট সংস্থার রেজিস্ট্রেশন নম্বর আরবিআই ওয়েবসাইটে চেক করে দেখে নিতে পারেন । ঠিক যেমন সংস্থাগুলি আমাদের সম্পূর্ণ কেওয়াইসি (আপনার গ্রাহককে জানুন) বিশদ গ্রহণ করে ৷ তারপর সেই ঋণদাতাদের সম্পর্কে সম্পূর্ণ বিশদ অনুসন্ধান করা উচিত ।

আজকাল লোন অ্যাপগুলি ক্রেডিট স্কোর বা আয়ের প্রমাণের প্রয়োজন নেই বলে বার্তা দেয় । এই ধরনের অ্যাপ নিঃসন্দেহে প্রতারণামূলক । তারা আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য, ঠিকানা এবং অন্যান্য বিবরণ চুরি করার চেষ্টা করবে । সুতরাং, যারা এটি চাইবে তাদের প্রত্যেককে ঋণগ্রহীতাদের বিশদ বিবরণ দেওয়া উচিত নয় । কখনও কখনও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট, ডেবিট কার্ডের নম্বর এবং আরও অনেক কিছু তথ্য সংগ্রহ করার জন্য ঋণ সংস্থাগুলি থেকে ফোন করে । অ্যাকাউন্টে ঋণের পরিমাণ জমা করার নামে কার্ডের মেয়াদ শেষ হওয়ার বিবরণ, পিন, ওটিপি চাইলে কাউকে দেবেন না ৷ তাদের একরম ফাঁদে পড়বেন না (Small loans online causing big trouble offline) ।

আরবিআই নির্দেশিকা অনুযায়ী, ঋণ সংস্থাগুলিকে লোনের শর্তাবলী ঋণগ্রহীতাদের আগেই জানাতে হবে ৷ প্রতারণামূলক অ্যাপগুলি এই নিয়মগুলি অনুসরণ করে না । তারা খুব উচ্চ সুদের হার এবং অতিরিক্ত কিস্তি সংগ্রহ করে । সুতরাং, ঋণ নেওয়ার আগে স্ক্রুটিনি ফি, সুদের হার, পরিশোধের মেয়াদ, জরিমানা পরীক্ষা করার জন্য চুক্তিটি ভালো করে দেখা উচিত ।

আরও পড়ুন: ব্যক্তিগত ঋণ নিতে চান ? জেনে নিন মাপকাঠিগুলি

লোন অ্যাপের ঠিকানা এবং কোন ব্যাঙ্ক বা এনবিএফসি (নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি) এর সঙ্গে তাদের চুক্তি জানুন । ওয়েবসাইট ছাড়া ডিজিটাল লোন অ্যাপ সন্দেহজনক । কেওয়াইসি নিয়ে মাথা ঘামায় না এমন একটি সংস্থাকে বিশ্বাস করা যায় না । ঋণ মঞ্জুর করার আগে প্রক্রিয়াকরণ এবং অন্যান্য ফি শোধ করবেন না । ব্যাঙ্ক এবং এনবিএফসিগুলি ঋণের পরিমাণের মধ্যে থেকে এই ধরনের ফি কেটে নেয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.