ETV Bharat / business

বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে শীর্ষস্থান দখল অ্যাপলের, দ্বিতীয় স্যামসং - global smartphone market

Apple beats Samsung: বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে দ্বিতীয় স্থানে স্যামসাং ৷ প্রথম স্থানে উঠে এল অ্যাপল ৷ 12.5 শতাংশ শেয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে শাওমি । ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (IDC) এর রিপোর্ট ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2024, 7:30 AM IST

নয়াদিল্লি, 17 জানুযারি: স্মার্ট ফোনের বাজার দখলে প্রথম সারিতে উঠে এল অ্যাপল ৷ এতদিন পর্যন্ত প্রথম সারিতে ছিল স্যামসং ৷ মঙ্গলবার একটি রিপোর্টে দেখা গিয়েছে স্যামসংয়ের থেকে 20.1 শতাংশ বেশি ছিল অ্যাপলের বাজার দর ৷ 12.5 শতাংশ শেয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে শাওমি ।

স্মার্ট ফোনের বাজারে বিশ্বব্যাপী একছত্র বাজার দফলের প্রতিযোগিতায় এগিয়ে ছিল স্যামসং ৷ 2023 সালের রিপোর্টে এই সমীকরণ অনেকটা বদলে গিয়েছে ৷ স্মার্ট ফোনের বাজারে এগিয়ে আছে অ্যাপল ৷ 19.5 শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে স্যামসাং ৷ ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (IDC) এর রিপোর্ট অনুসারে, 2023 সালে বিশ্বব্যাপী স্যামসাং স্মার্টফোনের চাহিদা 3.2 শতাংশ কমে 1.17 বিলিয়ন ইউনিট হয়েছে।

এই প্রসঙ্গেই আইডিসি তথা ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের ওয়ার্ল্ডওয়াইড ট্র্যাকার টিমের গবেষক নাবিলা পপাল বলেন, "স্মার্ট বাজারে অ্যাপল প্রথম সারিতে আছে তা নয়, এটি প্রথম স্থানে আছে ৷ তবে প্রথমবার শীর্ষস্থান অধিকার করেছে অ্যাপল ৷" তিনি আরও বলেন, স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাটি বিভিন্ন সময়ে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিবেশী দেশ চিনে ৷ তবে অ্যাপলের প্রস্তুত কারক গেজেটগুলির চাহিদা বৃদ্ধি উল্লেখ জনক হারে বৃদ্ধি পেয়েছ ৷ এই সংস্থার তৈরি জিনিসের চাহিদা 20 শতাংশ বৃ্দ্ধি পায়েছে ৷ যার ফলে স্মার্টফোনের বাজারে প্রথম স্থানে উঠে এসেছে অ্যাপল ৷"ফলে সংস্থাটি সুদ ছাড়াই আর্থিক পরিকল্পনা করতে পারছে প্রতিযোগিতায় টিকে থাকতে ৷ শুধু তাই নয় স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতাকে আরও বাড়িয়ে দিয়েছে অ্যাপল ৷ এমনটাই মনে করছেন ওয়ার্ল্ডওয়াইড ট্র্যাকার টিমের গবেষক নাবিলা পপাল ৷

নাবিলা পপালের কথা প্রসঙ্গেই ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন -এর য়ার্ল্ডওয়াইড মোবিলিটি অ্যান্ড কনজিউমার ডিভাইস ট্র্যাকারস-এর গ্রুপ ভাইস প্রেসিডেন্ট রায়ান রেইথ বলেন, " স্মার্ট ফোনের বাজার দখলে স্যামসংকে পিছনে ফেলে আই প্রস্তুতকারক অ্যাপল শীর্ষে উঠেছে এটা ঠিক ৷ তবে চিনা ব্র্যান্ড শাওমি (Xiaomi) বিশ্বব্যাপী 12.5 শতাংশ শেয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।"

আরও পড়ুন:

  1. 'ফুয়েল চার্জ' নেবে না ইন্ডিগো, হাজার টাকা পর্যন্ত কমতে পারে বিমানের ভাড়া
  2. তেলেঙ্গানায় 12,400 কোটির বিনিয়োগ আদানি গোষ্ঠীর, স্বাক্ষরিত 4টি মউ
  3. ভারতের বাইরে ইউপিআই পেমেন্টকে প্রসারিত করতে চুক্তি করল গুগল পে

নয়াদিল্লি, 17 জানুযারি: স্মার্ট ফোনের বাজার দখলে প্রথম সারিতে উঠে এল অ্যাপল ৷ এতদিন পর্যন্ত প্রথম সারিতে ছিল স্যামসং ৷ মঙ্গলবার একটি রিপোর্টে দেখা গিয়েছে স্যামসংয়ের থেকে 20.1 শতাংশ বেশি ছিল অ্যাপলের বাজার দর ৷ 12.5 শতাংশ শেয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে শাওমি ।

স্মার্ট ফোনের বাজারে বিশ্বব্যাপী একছত্র বাজার দফলের প্রতিযোগিতায় এগিয়ে ছিল স্যামসং ৷ 2023 সালের রিপোর্টে এই সমীকরণ অনেকটা বদলে গিয়েছে ৷ স্মার্ট ফোনের বাজারে এগিয়ে আছে অ্যাপল ৷ 19.5 শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে স্যামসাং ৷ ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (IDC) এর রিপোর্ট অনুসারে, 2023 সালে বিশ্বব্যাপী স্যামসাং স্মার্টফোনের চাহিদা 3.2 শতাংশ কমে 1.17 বিলিয়ন ইউনিট হয়েছে।

এই প্রসঙ্গেই আইডিসি তথা ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের ওয়ার্ল্ডওয়াইড ট্র্যাকার টিমের গবেষক নাবিলা পপাল বলেন, "স্মার্ট বাজারে অ্যাপল প্রথম সারিতে আছে তা নয়, এটি প্রথম স্থানে আছে ৷ তবে প্রথমবার শীর্ষস্থান অধিকার করেছে অ্যাপল ৷" তিনি আরও বলেন, স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাটি বিভিন্ন সময়ে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিবেশী দেশ চিনে ৷ তবে অ্যাপলের প্রস্তুত কারক গেজেটগুলির চাহিদা বৃদ্ধি উল্লেখ জনক হারে বৃদ্ধি পেয়েছ ৷ এই সংস্থার তৈরি জিনিসের চাহিদা 20 শতাংশ বৃ্দ্ধি পায়েছে ৷ যার ফলে স্মার্টফোনের বাজারে প্রথম স্থানে উঠে এসেছে অ্যাপল ৷"ফলে সংস্থাটি সুদ ছাড়াই আর্থিক পরিকল্পনা করতে পারছে প্রতিযোগিতায় টিকে থাকতে ৷ শুধু তাই নয় স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতাকে আরও বাড়িয়ে দিয়েছে অ্যাপল ৷ এমনটাই মনে করছেন ওয়ার্ল্ডওয়াইড ট্র্যাকার টিমের গবেষক নাবিলা পপাল ৷

নাবিলা পপালের কথা প্রসঙ্গেই ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন -এর য়ার্ল্ডওয়াইড মোবিলিটি অ্যান্ড কনজিউমার ডিভাইস ট্র্যাকারস-এর গ্রুপ ভাইস প্রেসিডেন্ট রায়ান রেইথ বলেন, " স্মার্ট ফোনের বাজার দখলে স্যামসংকে পিছনে ফেলে আই প্রস্তুতকারক অ্যাপল শীর্ষে উঠেছে এটা ঠিক ৷ তবে চিনা ব্র্যান্ড শাওমি (Xiaomi) বিশ্বব্যাপী 12.5 শতাংশ শেয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।"

আরও পড়ুন:

  1. 'ফুয়েল চার্জ' নেবে না ইন্ডিগো, হাজার টাকা পর্যন্ত কমতে পারে বিমানের ভাড়া
  2. তেলেঙ্গানায় 12,400 কোটির বিনিয়োগ আদানি গোষ্ঠীর, স্বাক্ষরিত 4টি মউ
  3. ভারতের বাইরে ইউপিআই পেমেন্টকে প্রসারিত করতে চুক্তি করল গুগল পে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.