ETV Bharat / business

করোনা পরিস্থিতির মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে ভারতের অর্থনীতি, মত বিশ্বব্যাঙ্কের

করোনা পরিস্থিতির মোকাবিলা করে ভারতীয় অর্থনীতি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে ৷ অন্তত এমনটাই মনে করে বিশ্বব্যাঙ্ক ৷

করোনা পরিস্থিতির মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে ভারতের অর্থনীতি, মত বিশ্বব্যাঙ্কের
করোনা পরিস্থিতির মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে ভারতের অর্থনীতি, মত বিশ্বব্যাঙ্কের
author img

By

Published : Mar 31, 2021, 5:57 PM IST

ওয়াশিংটন, 31 মার্চ : গোটা বিশ্বের মতো গত বছরের প্রায় শুরু থেকেই করোনার সঙ্গে লড়াই করতে হচ্ছে ভারতকেও ৷ লকডাউনও করতে হয়েছে প্রায় আড়াই মাস ৷ তার পর ধীরে ধীরে আনলক-এর প্রক্রিয়া শুরু হলেও এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ৷

এই অবস্থায় ভারতের অর্থনীতি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ কিন্তু সেই পরিস্থিতির মোকাবিলা করে ভারতীয় অর্থনীতি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে ৷ অন্তত এমনটাই মনে করে বিশ্বব্যাঙ্ক ৷

তবে সেই ঘুরে দাঁড়ানোর লড়াই এখনও শেষ হয়নি ৷ কারণ, বিশ্বব্যাঙ্ক মনে করছে যে পরিস্থিতি এখনও ততটা ভালো নয় ৷ অর্থনীতির সবদিক এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি ৷ তবে বিশ্বব্যাঙ্কের পূর্বাভাস, আগামী 2021-22 আর্থিক বছরে ভারতের জিডিপি 7.5 শতাংশ থেকে 12.5 শতাংশে পৌঁছতে পারে ৷ তবে এই অগ্রগতি নির্ভর করছে বেশ কয়েকটি বিষয়ের উপর ৷ তার মধ্যে অন্যতম করোনার টিকাকরণের বিষয়টি ৷

বিশ্বব্যাঙ্ক ও আন্তর্জাতিক আর্থিক তহবিল বা আইএমএফ-এর নির্ধারিত বৈঠকের আগে দক্ষিণ এশিয়ার অর্থনীতি সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেই রিপোর্টেই এই কথা জানানো হয়েছে ৷

বিশ্বব্যাঙ্কের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ হনস টিমার জানান, গত বছরের তুলনায় ভারত যেভাবে এগিয়েছে, তা সত্যিই অসাধারণ ৷ ভারত খুব ভালো ভাবে ঘুরে দাঁড়িয়েছে ৷ ভারতে টিকাকরণ শুরু হয়েছে ৷ করোনার টিকা তৈরিও হচ্ছে ৷

পাশাপাশি এটাও উল্লেখ করা হয়েছে যে ভারতের অর্থনীতি করোনা আসার আগে থেকেই ধীরগতিতে চলছিল ৷ 2017-র আর্থিক বছরে ভারতের জিডিপি ছিল 8.3 শতাংশ ৷ যা 2020-র অর্থবর্ষে কমে 4 শতাংশ হয়ে যায় ৷ এর মূল কারণ বেসরকারি ক্ষেত্রে বেচা-কেনা অনেক কমে গিয়েছে ৷ তার জেরেই এই অবস্থা ৷

উল্লেখ্য, করোনার জেরে দেশের বিভিন্ন শিল্পক্ষেত্রে ধাক্কা লেগেছে ৷ অনেক জায়গায় কর্মী ছাঁটাই হয়নি ঠিকই ৷ কিন্তু বেতন-মজুরি কমিয়ে দেওয়া হয়েছে ৷ আবার অনেক জায়গায় কর্মী সংকোচন নীতির জেরে অনেকে কাজ হারিয়েছেন ৷ সামগ্রিক ভাবে পরিস্থিতি একেবারেই সুখকর নয় ৷

আরও পড়ুন : দিল্লি বিমানবন্দরে করোনার ব়্যানডম পরীক্ষা শুরু

তার মধ্যে বিশ্বব্যাঙ্কের এই পূর্বাভাস দেশের অর্থনীতির জন্য যথেষ্ট আশাব্যাঞ্জক ৷ জিডিপির অগ্রগতি এই পূর্বাভাস অনুযায়ী মিললে করোনা সংকট কাটিয়ে ভারত বিশ্বের অর্থনীতিতে নতুন জায়গা করে নিতে পারবে বলে মনে করা হচ্ছে ৷

ওয়াশিংটন, 31 মার্চ : গোটা বিশ্বের মতো গত বছরের প্রায় শুরু থেকেই করোনার সঙ্গে লড়াই করতে হচ্ছে ভারতকেও ৷ লকডাউনও করতে হয়েছে প্রায় আড়াই মাস ৷ তার পর ধীরে ধীরে আনলক-এর প্রক্রিয়া শুরু হলেও এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ৷

এই অবস্থায় ভারতের অর্থনীতি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ কিন্তু সেই পরিস্থিতির মোকাবিলা করে ভারতীয় অর্থনীতি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে ৷ অন্তত এমনটাই মনে করে বিশ্বব্যাঙ্ক ৷

তবে সেই ঘুরে দাঁড়ানোর লড়াই এখনও শেষ হয়নি ৷ কারণ, বিশ্বব্যাঙ্ক মনে করছে যে পরিস্থিতি এখনও ততটা ভালো নয় ৷ অর্থনীতির সবদিক এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি ৷ তবে বিশ্বব্যাঙ্কের পূর্বাভাস, আগামী 2021-22 আর্থিক বছরে ভারতের জিডিপি 7.5 শতাংশ থেকে 12.5 শতাংশে পৌঁছতে পারে ৷ তবে এই অগ্রগতি নির্ভর করছে বেশ কয়েকটি বিষয়ের উপর ৷ তার মধ্যে অন্যতম করোনার টিকাকরণের বিষয়টি ৷

বিশ্বব্যাঙ্ক ও আন্তর্জাতিক আর্থিক তহবিল বা আইএমএফ-এর নির্ধারিত বৈঠকের আগে দক্ষিণ এশিয়ার অর্থনীতি সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেই রিপোর্টেই এই কথা জানানো হয়েছে ৷

বিশ্বব্যাঙ্কের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ হনস টিমার জানান, গত বছরের তুলনায় ভারত যেভাবে এগিয়েছে, তা সত্যিই অসাধারণ ৷ ভারত খুব ভালো ভাবে ঘুরে দাঁড়িয়েছে ৷ ভারতে টিকাকরণ শুরু হয়েছে ৷ করোনার টিকা তৈরিও হচ্ছে ৷

পাশাপাশি এটাও উল্লেখ করা হয়েছে যে ভারতের অর্থনীতি করোনা আসার আগে থেকেই ধীরগতিতে চলছিল ৷ 2017-র আর্থিক বছরে ভারতের জিডিপি ছিল 8.3 শতাংশ ৷ যা 2020-র অর্থবর্ষে কমে 4 শতাংশ হয়ে যায় ৷ এর মূল কারণ বেসরকারি ক্ষেত্রে বেচা-কেনা অনেক কমে গিয়েছে ৷ তার জেরেই এই অবস্থা ৷

উল্লেখ্য, করোনার জেরে দেশের বিভিন্ন শিল্পক্ষেত্রে ধাক্কা লেগেছে ৷ অনেক জায়গায় কর্মী ছাঁটাই হয়নি ঠিকই ৷ কিন্তু বেতন-মজুরি কমিয়ে দেওয়া হয়েছে ৷ আবার অনেক জায়গায় কর্মী সংকোচন নীতির জেরে অনেকে কাজ হারিয়েছেন ৷ সামগ্রিক ভাবে পরিস্থিতি একেবারেই সুখকর নয় ৷

আরও পড়ুন : দিল্লি বিমানবন্দরে করোনার ব়্যানডম পরীক্ষা শুরু

তার মধ্যে বিশ্বব্যাঙ্কের এই পূর্বাভাস দেশের অর্থনীতির জন্য যথেষ্ট আশাব্যাঞ্জক ৷ জিডিপির অগ্রগতি এই পূর্বাভাস অনুযায়ী মিললে করোনা সংকট কাটিয়ে ভারত বিশ্বের অর্থনীতিতে নতুন জায়গা করে নিতে পারবে বলে মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.