ETV Bharat / business

"দ্বিতীয় মোদি সরকার সত্যিই প্রশংসনীয়" - 5 ট্রিলিয়ন অর্থনীতি

মোদি সরকার এখনও পর্যন্ত মোট 36 টি আইন কার্যকর করেছে ৷ দেশের আইন যত উন্নত হবে দেশের সমাজ ব্যবস্থা তত উন্নত হবে ৷ 2025 - এর মধ্যে ভারতকে 5 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করতে এবং 2022 সালের মধ্যে কৃষিগত আয় দ্বিগুণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ করছে এই সরকার ৷

মোদি সরকারের 100 দিনের কাজের প্রশংসায় BJP-র জাতীয় মুখপাত্র গোপাল আগরওয়াল
author img

By

Published : Sep 6, 2019, 2:08 PM IST

Updated : Sep 9, 2019, 5:39 PM IST

"দ্বিতীয় মোদি সরকার সত্যিই প্রশংসনীয়", বললেন BJP - র জাতীয় মুখপাত্র গোপাল আগরওয়াল ৷ তিনি বলেন, নরেন্দ্র মোদি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মাত্র 100 দিনের মধ্যে মোট 36 টি আইন কার্যকর করেছেন ৷ বিভিন্ন ক্ষেত্রে 16 কোটি টাকা বিনিয়োগ করেছেন ৷ অনেক স্টার্ট আপ ব্যবসাও বাজারে এসেছে ৷

তিনি বলেন, মোদি সরকার এখনও পর্যন্ত মোট 36 টি আইন কার্যকর করেছে ৷ দেশের আইন যত উন্নত হবে দেশের সমাজ ব্যবস্থা তত উন্নত হবে ৷ 2025 - এর মধ্যে ভারতকে 5 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করতে এবং 2022 সালের মধ্যে কৃষিগত আয় দ্বিগুণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ করছে এই সরকার ৷ শুধুমাত্র তাই নয়, দেশের 27 টি ব্যাঙ্ককে সংযুক্তিকরণ করে 12 টি করার সিদ্ধান্তও অভাবনীয় ৷ বর্তমানে GDP অর্থাৎ দেশীয় পণ্যের হারের পতনের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকার অনেক রকম সিদ্ধান্ত নিচ্ছে ৷ GDP - র হার অনেক অংশে উঠেছে আবার নেমেছে ৷ কিন্তু এরপরেও বিভিন্ন বেসরকারি কোম্পানি মুনাফা করছে ৷ নরেন্দ্র মোদির দ্বিতীয় সরকারের সময়ে বহু ক্ষুদ্র বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠিত হয়েছে ৷ তবুও GDP - র হারের বিষয়ে সরকার যথেষ্ট উদ্বিঘ্ন ৷

দেখুন ভিডিয়ো .

শুধু তাই নয় সরকার তথ্য প্রযুক্তি ও E - বাণিজ্যে উন্নতির জন্যও বিনিয়োগ করেছে ৷ এছাড়াও অটো ও টেক্সটাইল শিল্পেও উন্নতির চেষ্টা করছে ৷ এই প্রকল্পগুলিতে আর্থিক প্যাকেজ দেওয়ার বিষয়েও নজর দেওয়া হচ্ছে ৷ আগরওয়াল বলেন, "আমরা ভারতকে অর্থনীতির দিক থেকে বিশ্বের দ্রুত বর্ধনশীল হিসেবে বিবেচনা করতে পারি" ৷ তিনি আরও বলেন, সরকার সমাজের বিভিন্ন খাতে সংস্কারের জন্য 16 কোটি টাকা বিনিয়োগ করেছে ৷ মাত্র 100 দিনেই এই সরকার বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করেছে ৷

"দ্বিতীয় মোদি সরকার সত্যিই প্রশংসনীয়", বললেন BJP - র জাতীয় মুখপাত্র গোপাল আগরওয়াল ৷ তিনি বলেন, নরেন্দ্র মোদি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মাত্র 100 দিনের মধ্যে মোট 36 টি আইন কার্যকর করেছেন ৷ বিভিন্ন ক্ষেত্রে 16 কোটি টাকা বিনিয়োগ করেছেন ৷ অনেক স্টার্ট আপ ব্যবসাও বাজারে এসেছে ৷

তিনি বলেন, মোদি সরকার এখনও পর্যন্ত মোট 36 টি আইন কার্যকর করেছে ৷ দেশের আইন যত উন্নত হবে দেশের সমাজ ব্যবস্থা তত উন্নত হবে ৷ 2025 - এর মধ্যে ভারতকে 5 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করতে এবং 2022 সালের মধ্যে কৃষিগত আয় দ্বিগুণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ করছে এই সরকার ৷ শুধুমাত্র তাই নয়, দেশের 27 টি ব্যাঙ্ককে সংযুক্তিকরণ করে 12 টি করার সিদ্ধান্তও অভাবনীয় ৷ বর্তমানে GDP অর্থাৎ দেশীয় পণ্যের হারের পতনের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকার অনেক রকম সিদ্ধান্ত নিচ্ছে ৷ GDP - র হার অনেক অংশে উঠেছে আবার নেমেছে ৷ কিন্তু এরপরেও বিভিন্ন বেসরকারি কোম্পানি মুনাফা করছে ৷ নরেন্দ্র মোদির দ্বিতীয় সরকারের সময়ে বহু ক্ষুদ্র বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠিত হয়েছে ৷ তবুও GDP - র হারের বিষয়ে সরকার যথেষ্ট উদ্বিঘ্ন ৷

দেখুন ভিডিয়ো .

শুধু তাই নয় সরকার তথ্য প্রযুক্তি ও E - বাণিজ্যে উন্নতির জন্যও বিনিয়োগ করেছে ৷ এছাড়াও অটো ও টেক্সটাইল শিল্পেও উন্নতির চেষ্টা করছে ৷ এই প্রকল্পগুলিতে আর্থিক প্যাকেজ দেওয়ার বিষয়েও নজর দেওয়া হচ্ছে ৷ আগরওয়াল বলেন, "আমরা ভারতকে অর্থনীতির দিক থেকে বিশ্বের দ্রুত বর্ধনশীল হিসেবে বিবেচনা করতে পারি" ৷ তিনি আরও বলেন, সরকার সমাজের বিভিন্ন খাতে সংস্কারের জন্য 16 কোটি টাকা বিনিয়োগ করেছে ৷ মাত্র 100 দিনেই এই সরকার বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করেছে ৷

Jehanabad (Bihar), Sep 06 (ANI): Girls living at Jehanabad Boarding School alleged that hostel caretaker consumes liquor and beats inmates. FIR has been filed against the caretaker. Navin Kumar, DM Jehanabad, said, "For better security, more CCTV cameras will be installed. Only women staff will be allowed at the school."
Last Updated : Sep 9, 2019, 5:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.