ETV Bharat / business

নতুন রেকর্ড সেনসেক্সের - এস অ্যান্ড পি বিএসই সেনসেক্স ৩২৪ পয়েন্ট ছুঁয়েছে

বিশেষজ্ঞরা বলছেন, অ্যামেরিকা-চিনের "ফেজ় ওয়ান" বাণিজ্য চুক্তির প্রভাব পড়েছে শেয়ারবাজারে ৷ তার জেরেই আজ বাজার খোলার পর ঊর্ধ্বমুখী হয় শেয়ারবাজার ৷ বিদেশি বিনিয়োগের প্রভাবও পড়েছে ৷

Sensex
সেনসেক্স
author img

By

Published : Dec 17, 2019, 11:14 PM IST

মুম্বই, 17 ডিসেম্বর : নতুন রেকর্ড করল সেনসেক্স ৷ আজ 324 পয়েন্ট বেড়ে সেনসেক্সের সূচক পৌঁছায় 41,262.88 পয়েন্টে ৷ যা সর্বকালীন রেকর্ড ৷ নিফটিও সর্বোচ্চ রেকর্ডের থেকে 30 পয়েন্ট দূরে রয়েছে ৷ আজ 87 পয়েন্ট বেড়ে নিফটির সূচক গিয়ে দাঁড়ায় 12,141 পয়েন্টে ৷

গতকাল শেয়ারবাজার বন্ধের সময় সেনসেক্সের সূচক ছিল 40,939 পয়েন্ট ৷ আজ শেয়ারবাজার খোলার পরই বাড়তে থাকে সূচক ৷ একসময় প্রায় 324 পয়েন্ট বেড়ে সেনসেক্সের সূচক দাঁড়ায় 41,262.88 ৷ এই প্রথম 41 হাজার 25 পয়েন্ট ছাড়াল সেনসেক্স ৷ এর আগে 26 নভেম্বর প্রথমবারের জন্য সেনসেক্সের সূচক 41 হাজার ছাড়িয়েছিল ৷

আজ শেয়ারবাজারের ঊর্ধ্বমুখীতে সবচেয়ে বেশি অবদান রয়েছে ইনফোসিস, HDFC ব্যাঙ্ক, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, ITC, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় এবং মারুতি সুজ়ুকির ৷

বিশেষজ্ঞরা বলছেন, অ্যামেরিকা-চিনের "ফেজ় ওয়ান" বাণিজ্য চুক্তির প্রভাব পড়েছে শেয়ারবাজারে ৷ তার জেরেই আজ বাজার খোলার পর ঊর্ধ্বমুখী হয় শেয়ারবাজার ৷ বিদেশি বিনিয়োগের প্রভাবও পড়েছে ৷ আজ অ্যামেরিকান ডলারের সঙ্গে ভারতীয় মুদ্রার বিনিময়মূল্যও 3 পয়সা বেড়ে দাঁড়িয়েছে 70.97 টাকা ৷ যা আগে ছিল 71 টাকা ৷

মুম্বই, 17 ডিসেম্বর : নতুন রেকর্ড করল সেনসেক্স ৷ আজ 324 পয়েন্ট বেড়ে সেনসেক্সের সূচক পৌঁছায় 41,262.88 পয়েন্টে ৷ যা সর্বকালীন রেকর্ড ৷ নিফটিও সর্বোচ্চ রেকর্ডের থেকে 30 পয়েন্ট দূরে রয়েছে ৷ আজ 87 পয়েন্ট বেড়ে নিফটির সূচক গিয়ে দাঁড়ায় 12,141 পয়েন্টে ৷

গতকাল শেয়ারবাজার বন্ধের সময় সেনসেক্সের সূচক ছিল 40,939 পয়েন্ট ৷ আজ শেয়ারবাজার খোলার পরই বাড়তে থাকে সূচক ৷ একসময় প্রায় 324 পয়েন্ট বেড়ে সেনসেক্সের সূচক দাঁড়ায় 41,262.88 ৷ এই প্রথম 41 হাজার 25 পয়েন্ট ছাড়াল সেনসেক্স ৷ এর আগে 26 নভেম্বর প্রথমবারের জন্য সেনসেক্সের সূচক 41 হাজার ছাড়িয়েছিল ৷

আজ শেয়ারবাজারের ঊর্ধ্বমুখীতে সবচেয়ে বেশি অবদান রয়েছে ইনফোসিস, HDFC ব্যাঙ্ক, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, ITC, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় এবং মারুতি সুজ়ুকির ৷

বিশেষজ্ঞরা বলছেন, অ্যামেরিকা-চিনের "ফেজ় ওয়ান" বাণিজ্য চুক্তির প্রভাব পড়েছে শেয়ারবাজারে ৷ তার জেরেই আজ বাজার খোলার পর ঊর্ধ্বমুখী হয় শেয়ারবাজার ৷ বিদেশি বিনিয়োগের প্রভাবও পড়েছে ৷ আজ অ্যামেরিকান ডলারের সঙ্গে ভারতীয় মুদ্রার বিনিময়মূল্যও 3 পয়সা বেড়ে দাঁড়িয়েছে 70.97 টাকা ৷ যা আগে ছিল 71 টাকা ৷

New Delhi, Dec 17 (ANI): Asha Devi, mother of Nirbhaya, said that capital punishment to expelled BJP MLA Kuldeep Singh Sengar and the four culprits who are convicted of raping and murdering her daughter will send a strong message to the society. "We believe we will get justice because we have no other option. If Kuldeep Sengar (Unnao rape convict) and Nirbhaya's four culprits get capital punishment, it will send a strong message to the society," Nirbhaya's mother told ANI.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.