ETV Bharat / business

Sensex crashes due to Omicron: ওমিক্রন আতঙ্কে ধস শেয়ারবাজারে, বিরাট পতন সেনসেক্সে - পড়ল সেনসেক্স

ওমিক্রন (Sensex crash due to Omicron) আতঙ্কে ধস নামল শেয়ারবাজারে ৷ বিরাট পতন দেখা দিল বম্বে স্টক এক্সচেঞ্জে ৷ সেনসেক্সের (Sensex crash) সূচক 1300 পয়েন্ট পড়ে গেল ৷

sensex-crashes-over-1200-points-as-omicron-spooks-investors
ওমিক্রন আতঙ্কে ধস শেয়ারবাজারে, বিরাট পতন সেনসেক্সে
author img

By

Published : Dec 20, 2021, 12:54 PM IST

মুম্বই, 20 ডিসেম্বর: নতুন বছরের আগে ওমিক্রনের আতঙ্ক জাঁকিয়ে বসেছে লগ্নিকারীদের (Sensex crashes due to Omicron) মনে ৷ তারই জের গিয়ে পড়ল শেয়ারবাজারে ৷ ধস নামল বম্বে স্টক এক্সচেঞ্জে ৷ সেনসেক্সের (Sensex crash) সূচক পড়ে গেল 1300 পয়েন্ট ৷ নিফটির (Nifty crash) সূচকও 50 পয়েন্ট পড়ে গিয়েছে ৷

সোমবার বেলা 11.02-এ 1330 পয়েন্ট পড়ে গিয়ে সেনসেক্সের সূচক নেমে দাঁড়ায় 55,681-এ ৷ নিফটির সূচক 403 পয়েন্ট অর্থাৎ 2.37 শতাংশ কমে দাঁড়ায় 16,582-তে ৷

সেনসেক্সে সবচেয়ে বেশি ক্ষতির মুখ দেখেছে বাজাজ ফিন্যান্স (top loser Bajaj Finance)৷ তাদের শেয়ার পড়েছে প্রায় 4 শতাংশ ৷ লোকসানের মুখে পড়া অন্য কোম্পানিগুলি হল টাটা স্টিল, এসবিআই, এনটিপিসি, এমঅ্যান্ডএম ও এইচডিএফসি ব্যাঙ্ক ৷ তবে এই কঠিন সময়েও একমাত্র লাভজনক কোম্পানি সান ফার্মা ৷

আরও পড়ুন: Sensex-Nifty : প্রথমবার 54 হাজার পার সেনসেক্স, নিফটি উঠল 16200-তে

আগের সেশনে 30 শেয়ারের ইকুইটির বেঞ্চমার্ক (Equity benchmark Sensex) 1.54 শতাংশ অর্থাৎ 889.40 পয়েন্ট নিচে থেকে 57,011.74-তে শেষ হয়েছিল ৷ আর এনএসই নিফটি 263.20 অর্থাৎ 1.53 শতাংশ নিচে থেকে 16,985.20-তে শেষ হয়েছিল ৷

অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ইউরোপে কোভিড 19-এর নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের বাড়-বাড়ন্তে নতুন বছরের আগে বিনিয়োগে ভরসা পাচ্ছেন না লগ্নিকারীরা ৷

আরও পড়ুন : ওলার ব্যবসা বাড়াতে 500 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ

মুম্বই, 20 ডিসেম্বর: নতুন বছরের আগে ওমিক্রনের আতঙ্ক জাঁকিয়ে বসেছে লগ্নিকারীদের (Sensex crashes due to Omicron) মনে ৷ তারই জের গিয়ে পড়ল শেয়ারবাজারে ৷ ধস নামল বম্বে স্টক এক্সচেঞ্জে ৷ সেনসেক্সের (Sensex crash) সূচক পড়ে গেল 1300 পয়েন্ট ৷ নিফটির (Nifty crash) সূচকও 50 পয়েন্ট পড়ে গিয়েছে ৷

সোমবার বেলা 11.02-এ 1330 পয়েন্ট পড়ে গিয়ে সেনসেক্সের সূচক নেমে দাঁড়ায় 55,681-এ ৷ নিফটির সূচক 403 পয়েন্ট অর্থাৎ 2.37 শতাংশ কমে দাঁড়ায় 16,582-তে ৷

সেনসেক্সে সবচেয়ে বেশি ক্ষতির মুখ দেখেছে বাজাজ ফিন্যান্স (top loser Bajaj Finance)৷ তাদের শেয়ার পড়েছে প্রায় 4 শতাংশ ৷ লোকসানের মুখে পড়া অন্য কোম্পানিগুলি হল টাটা স্টিল, এসবিআই, এনটিপিসি, এমঅ্যান্ডএম ও এইচডিএফসি ব্যাঙ্ক ৷ তবে এই কঠিন সময়েও একমাত্র লাভজনক কোম্পানি সান ফার্মা ৷

আরও পড়ুন: Sensex-Nifty : প্রথমবার 54 হাজার পার সেনসেক্স, নিফটি উঠল 16200-তে

আগের সেশনে 30 শেয়ারের ইকুইটির বেঞ্চমার্ক (Equity benchmark Sensex) 1.54 শতাংশ অর্থাৎ 889.40 পয়েন্ট নিচে থেকে 57,011.74-তে শেষ হয়েছিল ৷ আর এনএসই নিফটি 263.20 অর্থাৎ 1.53 শতাংশ নিচে থেকে 16,985.20-তে শেষ হয়েছিল ৷

অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ইউরোপে কোভিড 19-এর নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের বাড়-বাড়ন্তে নতুন বছরের আগে বিনিয়োগে ভরসা পাচ্ছেন না লগ্নিকারীরা ৷

আরও পড়ুন : ওলার ব্যবসা বাড়াতে 500 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.