ETV Bharat / business

কোভিডকালে ভারতে জিডিপি-র ঋণের অনুপাত 74% থেকে বেড়ে 90%: আইএমএফ - জিডিপি-র ঋণের অনুপাত

অতিমারীর সময়ে ভারতে জিডিপি-র ঋণের অনুপাত 74% থেকে বেড়ে 90% হয়েছে বলে জানাল আইএমএফ ৷ তবে ধীরে ধীরে এটা নামবে বলে তারা জানিয়েছে ৷

During COVID-19 pandemic, India's debt to GDP ratio increased from 74 pc to 90 pc, says IMF
কোভিডকালে ভারতে জিডিপি-র ঋণের অনুপাত 74% থেকে বেড়ে 90%: আইএমএফ
author img

By

Published : Apr 8, 2021, 1:26 PM IST

ওয়াশিংটন, 8 এপ্রিল: কোভিড পরিস্থিতিতে ভারতে জাতীয় গড় উত্পাদনে ঋণের অনুপাত 74 শতাংশ থেকে বেড়ে 90 শতাংশ হয়েছে ৷ আন্তর্জাতিক অর্থ তহবিল অর্থাত্ আইএমএফ এই তথ্য জানিয়েছে ৷ তবে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ালে এই অনুপাত 80 শতাংশে নেমে আসবে বলে আশাপ্রকাশ করেছে এই সংস্থা ৷

আইএমএফ-এর ফিসক্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর পাওলো মৌরো বুধবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, "ভারতে 2019 সালে অর্থাত্ অতিমারীর আগে জিডিপির ঋণের অনুপাত ছিল 74 শতাংশ ৷ আর 2020 সালের শেষে তা বেড়ে প্রায় জিডিপির 90 শতাংশ হয়ে গিয়েছে ৷ ফলে এটা অনেকটা বেড়ে গিয়েছে, তবে অন্যান্য উন্নয়নশীল অর্থনীতির দেশগুলির অভিজ্ঞতাও একই ৷ এবং ভারতের ক্ষেত্রে আমাদের পূর্বাভাস হল, অর্থনীতি ঘুরে দাঁড়ালেই এই ঋণের অনুপাত ক্রমাগত নামবে ৷ সময়ের সঙ্গে সঙ্গে এই অনুপাত 80 শতাংশে নেমে আসবে ৷"

মৌরো আরও বলেছেন, "এ বছর, ভারত ইতিমধ্যেই তার বাজেট পেশ করে ফেলেছে ৷ এটি স্বাস্থ্যক্ষেত্রে ও জনগণের সাহায্যের কথা বলেছে ৷ আগামী কয়েক বছরে অর্থনীতি ঘুরে দাঁড়ালে ঘাটতি অনেকটা কমে আসবে বলে আশা করা হচ্ছে ৷"

আরও পড়ুন: দেশে দৈনিক সংক্রমণে রেকর্ড, আক্রান্ত 1 লাখ 26 হাজারের বেশি

আইএমএফ-এর ফিসক্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অধিকর্তা ভিটর গ্যাসপর জানিয়েছেন, আর্থিক ঘাটতির মধ্যে বিশ্বজুড়ে 2020 সালের জিডিপি-র ঋণের অনুপাত সাংঘাতিক বেড়ে 97 শতাংশ হয়েছিল ৷ 2021 সালে সেই বৃদ্ধি বিলম্বিত হয়ে 99 শতাংশ হয়েছে ৷

ওয়াশিংটন, 8 এপ্রিল: কোভিড পরিস্থিতিতে ভারতে জাতীয় গড় উত্পাদনে ঋণের অনুপাত 74 শতাংশ থেকে বেড়ে 90 শতাংশ হয়েছে ৷ আন্তর্জাতিক অর্থ তহবিল অর্থাত্ আইএমএফ এই তথ্য জানিয়েছে ৷ তবে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ালে এই অনুপাত 80 শতাংশে নেমে আসবে বলে আশাপ্রকাশ করেছে এই সংস্থা ৷

আইএমএফ-এর ফিসক্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর পাওলো মৌরো বুধবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, "ভারতে 2019 সালে অর্থাত্ অতিমারীর আগে জিডিপির ঋণের অনুপাত ছিল 74 শতাংশ ৷ আর 2020 সালের শেষে তা বেড়ে প্রায় জিডিপির 90 শতাংশ হয়ে গিয়েছে ৷ ফলে এটা অনেকটা বেড়ে গিয়েছে, তবে অন্যান্য উন্নয়নশীল অর্থনীতির দেশগুলির অভিজ্ঞতাও একই ৷ এবং ভারতের ক্ষেত্রে আমাদের পূর্বাভাস হল, অর্থনীতি ঘুরে দাঁড়ালেই এই ঋণের অনুপাত ক্রমাগত নামবে ৷ সময়ের সঙ্গে সঙ্গে এই অনুপাত 80 শতাংশে নেমে আসবে ৷"

মৌরো আরও বলেছেন, "এ বছর, ভারত ইতিমধ্যেই তার বাজেট পেশ করে ফেলেছে ৷ এটি স্বাস্থ্যক্ষেত্রে ও জনগণের সাহায্যের কথা বলেছে ৷ আগামী কয়েক বছরে অর্থনীতি ঘুরে দাঁড়ালে ঘাটতি অনেকটা কমে আসবে বলে আশা করা হচ্ছে ৷"

আরও পড়ুন: দেশে দৈনিক সংক্রমণে রেকর্ড, আক্রান্ত 1 লাখ 26 হাজারের বেশি

আইএমএফ-এর ফিসক্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অধিকর্তা ভিটর গ্যাসপর জানিয়েছেন, আর্থিক ঘাটতির মধ্যে বিশ্বজুড়ে 2020 সালের জিডিপি-র ঋণের অনুপাত সাংঘাতিক বেড়ে 97 শতাংশ হয়েছিল ৷ 2021 সালে সেই বৃদ্ধি বিলম্বিত হয়ে 99 শতাংশ হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.