ETV Bharat / business

LPG prices hiked : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, এটাই দ্বিতীয় সর্বাধিক

বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম (Commercial LPG prices hiked) আরও বাড়ল ৷ সিলিন্ডারপিছু 266 টাকা বেড়েছে ৷ দাম (prices of the Liquified Petroleum Gas) বেড়ে হয়েছে সিলিন্ডারপিছু 2,101 টাকা ৷ এটাই দ্বিতীয় সর্বাধিক দাম (new prices recorded as second-highest)৷

commercial-lpg-prices-raised-by more than-rs-100 new-prices-recorded-as-second-highest
আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, এটাই দ্বিতীয় সর্বাধিক
author img

By

Published : Dec 1, 2021, 4:08 PM IST

Updated : Dec 1, 2021, 4:54 PM IST

নয়াদিল্লি, 1 ডিসেম্বর: আরও বাড়ল রান্নার গ্যাসের দাম ৷ 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারপিছু (Commercial LPG prices hiked) দাম 100.50 টাকা করে বাড়ানো হল ৷ গত 1 নভেম্বরের পর এক মাস না-কাটতেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম ৷

1 নভেম্বর বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম সিলিন্ডারপিছু 266 টাকা বাড়ানো হয়েছিল ৷ এ বার তা আরও একশো টাকারও বেশি বাড়ল ৷ ফলে বর্তমানে বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম (prices of the Liquified Petroleum Gas) দিল্লিতে সিলিন্ডারপিছু হল 2,101 টাকা ৷ আজ থেকেই কার্যকর হয়েছে নয়া দাম ৷

2012-13 সালে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারপিছু দাম সর্বাধিক 2,200 টাকা হয়েছিল ৷ আর এখন তার দাম বেড়ে যা হল, তা দ্বিতীয় সর্বাধিক (new prices recorded as second-highest)৷ ফের এতটা দাম বাড়ায় ক্যাফে ও রেস্তোরাঁয় খাবারের দাম বাড়তে পারে ৷ তবে গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম একই রয়েছে ৷

আরও পড়ুন: LPG Price Hike: উৎসবের মরসুমের শুরুতেই উর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম

দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারি ভাবে প্রতি মাসে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয় ৷ ডিসেম্বরের রিভিশনের পর প্রায় সব রাজ্যে গৃহস্থের 14.2 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 1000 ছাড়িয়েছে ৷ সরকার ভর্তুকি বাতিল (government has cancelled the subsidies on gas cylinders) করে দেওয়ায় এই মূল্যবৃদ্ধি বলে মনে করা হচ্ছে ৷ দেশের প্রায় 29 কোটি নাগরিকের গ্যাস সিলিন্ডারের সংযোগ রয়েছে ৷ কিন্তু তার মধ্যে মাত্র 8.8 কোটি মানুষ সরকারের দেওয়া ভর্তুকি প্রকল্প উজ্জ্বলা স্কিমের সুবিধে (beneficiaries of the Ujjwala scheme) পায় ৷

আরও পড়ুন: LPG Cylinder Price: আরও দামি রান্নার গ্যাস, কোথায় কত দাম ?

নয়াদিল্লি, 1 ডিসেম্বর: আরও বাড়ল রান্নার গ্যাসের দাম ৷ 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারপিছু (Commercial LPG prices hiked) দাম 100.50 টাকা করে বাড়ানো হল ৷ গত 1 নভেম্বরের পর এক মাস না-কাটতেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম ৷

1 নভেম্বর বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম সিলিন্ডারপিছু 266 টাকা বাড়ানো হয়েছিল ৷ এ বার তা আরও একশো টাকারও বেশি বাড়ল ৷ ফলে বর্তমানে বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম (prices of the Liquified Petroleum Gas) দিল্লিতে সিলিন্ডারপিছু হল 2,101 টাকা ৷ আজ থেকেই কার্যকর হয়েছে নয়া দাম ৷

2012-13 সালে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারপিছু দাম সর্বাধিক 2,200 টাকা হয়েছিল ৷ আর এখন তার দাম বেড়ে যা হল, তা দ্বিতীয় সর্বাধিক (new prices recorded as second-highest)৷ ফের এতটা দাম বাড়ায় ক্যাফে ও রেস্তোরাঁয় খাবারের দাম বাড়তে পারে ৷ তবে গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম একই রয়েছে ৷

আরও পড়ুন: LPG Price Hike: উৎসবের মরসুমের শুরুতেই উর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম

দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারি ভাবে প্রতি মাসে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয় ৷ ডিসেম্বরের রিভিশনের পর প্রায় সব রাজ্যে গৃহস্থের 14.2 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 1000 ছাড়িয়েছে ৷ সরকার ভর্তুকি বাতিল (government has cancelled the subsidies on gas cylinders) করে দেওয়ায় এই মূল্যবৃদ্ধি বলে মনে করা হচ্ছে ৷ দেশের প্রায় 29 কোটি নাগরিকের গ্যাস সিলিন্ডারের সংযোগ রয়েছে ৷ কিন্তু তার মধ্যে মাত্র 8.8 কোটি মানুষ সরকারের দেওয়া ভর্তুকি প্রকল্প উজ্জ্বলা স্কিমের সুবিধে (beneficiaries of the Ujjwala scheme) পায় ৷

আরও পড়ুন: LPG Cylinder Price: আরও দামি রান্নার গ্যাস, কোথায় কত দাম ?

Last Updated : Dec 1, 2021, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.