দিল্লি, 1 ফেব্রুয়ারি : 2020-21 অর্থবর্ষের বাজেটে দেশের লাভজনক বিমা সংস্থা LIC নিয়ে বড়সড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের । LIC-র সরকারের হাতে থাকা শেয়ার বিক্রি করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী । রাজকোষে ঘাটতি কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ।
LIC-র পাশাপাশি IDBI-রও সরকারি শেয়ার বিক্রি করা হবে । নির্মলা সীতারমন জানিয়েছেন, চলতি আর্থিক বছরে রাজস্ব ঘাটতি হয়েছে 3.8 শতাংশ । 5 লাখ কোটি টাকা সরকারকে ঋণ দিতে হবে । প্রত্যাশা মতো আয় বাড়েনি । ফলে এই সংস্থাগুলির সরকারি শেয়ার বিক্রি করা হবে ।