ETV Bharat / budget-2019

LIC-র সরকারি অংশীদারি বিক্রি করা হবে : নির্মলা

LIC নিয়ে বড়সড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের । LIC-র সরকারি অংশীদারি বিক্রি করা হবে জানালেন অর্থমন্ত্রী ।

LIC GOVERMENT SHARE SOLD
LIC-র সরকারি অংশীদারি বিক্রি
author img

By

Published : Feb 1, 2020, 1:15 PM IST

Updated : Feb 1, 2020, 1:41 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : 2020-21 অর্থবর্ষের বাজেটে দেশের লাভজনক বিমা সংস্থা LIC নিয়ে বড়সড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের । LIC-র সরকারের হাতে থাকা শেয়ার বিক্রি করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী । রাজকোষে ঘাটতি কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ।

LIC-র পাশাপাশি IDBI-রও সরকারি শেয়ার বিক্রি করা হবে । নির্মলা সীতারমন জানিয়েছেন, চলতি আর্থিক বছরে রাজস্ব ঘাটতি হয়েছে 3.8 শতাংশ । 5 লাখ কোটি টাকা সরকারকে ঋণ দিতে হবে । প্রত্যাশা মতো আয় বাড়েনি । ফলে এই সংস্থাগুলির সরকারি শেয়ার বিক্রি করা হবে ।

দিল্লি, 1 ফেব্রুয়ারি : 2020-21 অর্থবর্ষের বাজেটে দেশের লাভজনক বিমা সংস্থা LIC নিয়ে বড়সড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের । LIC-র সরকারের হাতে থাকা শেয়ার বিক্রি করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী । রাজকোষে ঘাটতি কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ।

LIC-র পাশাপাশি IDBI-রও সরকারি শেয়ার বিক্রি করা হবে । নির্মলা সীতারমন জানিয়েছেন, চলতি আর্থিক বছরে রাজস্ব ঘাটতি হয়েছে 3.8 শতাংশ । 5 লাখ কোটি টাকা সরকারকে ঋণ দিতে হবে । প্রত্যাশা মতো আয় বাড়েনি । ফলে এই সংস্থাগুলির সরকারি শেয়ার বিক্রি করা হবে ।

New Delhi, Feb 01 (ANI): During Budget speech, Finance Minister Nirmala Sitharaman announced that the Indian Railways will set up Kisan Rail through PPP model so that perishable goods can be transported quickly. "To build a seamless national cold supply chain for perishables, Indian Railways will set up Kisan Rail through PPP model so that perishable goods can be transported quickly. Krishi Udaan will be launched by MoCA on international and national routes," said Finance Minister. Finance Minister Nirmala Sitharaman presented the full Budget of the second term of the Narendra Modi government. Sitharaman Presented Union Budget for financial year 2020-21.

Last Updated : Feb 1, 2020, 1:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.