মালদা, 2 জুন : টিকটক ভিডিয়ো করতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু হল এক যুবকের ৷ হরিশ্চন্দ্রপুর থানার বাংলা-বিহার সীমান্ত সংলগ্ন এলাকার ঘটনা ৷ মৃতের নাম সেলিম আখতার (20) ৷ তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার কুমেদপুর এলাকার দক্ষিণ তালগ্রামে ৷
সেলিমের পরিবারের অভিযোগ, ভিডিয়ো করার নামে সেলিমকে খুন করেছে তারই দুই বন্ধু ৷ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷
সেলিমের আম্মা সাহেনারা বিবি বলেন, “গতকাল দুপুরে সাদলিচক গ্রামের দুই যুবক অসীম ও বাপি টিকটকের ভিডিয়ো করবে বলে আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ৷ তারা বলে, ফুলহর নদীতে নেমে ভিডিয়ো বানাবে ৷ আমার ছেলে সাঁতার জানায় কোনও চিন্তা হয়নি ৷ কিন্তু দীর্ঘক্ষণ পরও স্নান সেরে বাড়ি না ফেরায় আমি প্রথমে ছেলেকে ফোন করি ৷ ফোন সুইচ অফ আসায় আমি অসীম ও বাপির কাছে যাই ৷ তাদের সেলিমের ব্যাপারে জিজ্ঞাসা করায় তারা বলে, ছেলের সঙ্গে আর কথা বলতে পারবি না ৷ তোর ছেলে নেই ৷ তোর ছেলে কোথায় আছে জানি না ৷ আমি নিশ্চিত, বাপি আর অসীম আমার ছেলেকে খুন করেছে ৷"
ওই দুই যুবককে এলাকার বাসিন্দারা জিজ্ঞাসা করাতে তারা বলে, "একটি ঘাটে গিয়ে নদীতে দাঁড়িয়ে টিকটক ভিডিয়ো করছিল ৷ সেখানে স্নান করতে গিয়েই সেলিম ডুবে যায় ৷"
দুই যুবকের কথায় অসঙ্গতি পেয়ে স্থানীয়রা দু’জনকেই বিহারের লাভা পুলিশ ফাঁড়িতে নিয়ে যান ৷ শুরু হয় তল্লাশি ৷ রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও সেলিমের খোঁজ পায়নি বিহার পুলিশ ৷ পরে আজ সকাল থেকে ফের নদীতে তল্লাশি শুরু হয় ৷ অবশেষে দুপুরে সেলিমের মৃতদেহ নদীতে ভেসে ওঠে৷
বিহার পুলিশ ইতিমধ্যেই সেলিমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ সেলিমের পরিবারের তরফে লাভা ফাঁড়িতে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ।