ETV Bharat / briefs

ভারতের আর্থিক বৃদ্ধির হার 7.5 শতাংশই থাকবে, পূর্বাভাস বিশ্ব ব্যাঙ্কের - India

চলতি আর্থিক বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার 7.5 শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে । অর্থাৎ বৃদ্ধির হার অপরিবর্তিত থাকবে বলেই জানাল বিশ্ব ব্যাঙ্ক ।

ভারতের আর্থিক বৃদ্ধির হার 7.5 শতাংশই থাকবে, পূর্বাভাস বিশ্ব ব্যাঙ্কের
author img

By

Published : Jun 5, 2019, 2:43 PM IST

দিল্লি, 5 জুন : চলতি আর্থিক বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার অপরিবর্তিত থাকতে পারে বলে জানাল বিশ্ব ব্যাঙ্ক । অর্থাৎ বৃদ্ধির হার 7.5 শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে । গ্লোবাল ইকনমিক প্রসপেক্টস রিপোর্টে বিশ্ব ব্যাংক আরও জানিয়েছে, আগামী দুই আর্থিক বছরেও দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার একই থাকার সম্ভাবনা।

রিপোর্টে বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে, "2019-2020 (এপ্রিল 1, 2018-31 মার্চ, 2020) আর্থিক বছরে ভারতের আর্থিক বৃদ্ধি 7.5 শতাংশে উন্নীত হবে। আগামী দুই আর্থিক বছরে বৃদ্ধি একই গতিতে চলবে ।" রিপোর্টে আরও বলা হয়েছে, রিজ়ার্ভ ব্যাঙ্কের লক্ষ্যমাত্রা অনুযায়ী মুদ্রাস্ফীতি কমার সঙ্গে সঙ্গে দেশে সুবিধাজনক আর্থিক নীতির প্রয়োগের সুফল মিলবে । ব্যাঙ্কগুলির ঋণ দেওয়ার পরিমাণ বাড়বে। তাতে ব্যক্তিগত খরচ (পণ্য উপভোগ) ও বিনিয়োগের পরিমাণ বাড়বে।

বিশ্ব ব্যাঙ্ক আরও জানিয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির আর্থিক বৃদ্ধির হার মোটের উপর স্থিতিশীল থাকবে। এই অঞ্চলে GDP বৃদ্ধির হার চলতি অর্থবর্ষে 6.9 শতাংশে উন্নীত হতে পারে, যা আগের পূর্বাভাসের থেকে 0.2 শতাংশ কম। তবে এজন্য পাকিস্তানের টালমাটাল অর্থনীতি দায়ি। আশা করা হচ্ছে সামগ্রিকভাবে এই অঞ্চলে 2020 সালে 7 শতাংশ ও 2021 সালে 7.1 শতাংশ আর্থিক বৃদ্ধি হবে ।

দিল্লি, 5 জুন : চলতি আর্থিক বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার অপরিবর্তিত থাকতে পারে বলে জানাল বিশ্ব ব্যাঙ্ক । অর্থাৎ বৃদ্ধির হার 7.5 শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে । গ্লোবাল ইকনমিক প্রসপেক্টস রিপোর্টে বিশ্ব ব্যাংক আরও জানিয়েছে, আগামী দুই আর্থিক বছরেও দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার একই থাকার সম্ভাবনা।

রিপোর্টে বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে, "2019-2020 (এপ্রিল 1, 2018-31 মার্চ, 2020) আর্থিক বছরে ভারতের আর্থিক বৃদ্ধি 7.5 শতাংশে উন্নীত হবে। আগামী দুই আর্থিক বছরে বৃদ্ধি একই গতিতে চলবে ।" রিপোর্টে আরও বলা হয়েছে, রিজ়ার্ভ ব্যাঙ্কের লক্ষ্যমাত্রা অনুযায়ী মুদ্রাস্ফীতি কমার সঙ্গে সঙ্গে দেশে সুবিধাজনক আর্থিক নীতির প্রয়োগের সুফল মিলবে । ব্যাঙ্কগুলির ঋণ দেওয়ার পরিমাণ বাড়বে। তাতে ব্যক্তিগত খরচ (পণ্য উপভোগ) ও বিনিয়োগের পরিমাণ বাড়বে।

বিশ্ব ব্যাঙ্ক আরও জানিয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির আর্থিক বৃদ্ধির হার মোটের উপর স্থিতিশীল থাকবে। এই অঞ্চলে GDP বৃদ্ধির হার চলতি অর্থবর্ষে 6.9 শতাংশে উন্নীত হতে পারে, যা আগের পূর্বাভাসের থেকে 0.2 শতাংশ কম। তবে এজন্য পাকিস্তানের টালমাটাল অর্থনীতি দায়ি। আশা করা হচ্ছে সামগ্রিকভাবে এই অঞ্চলে 2020 সালে 7 শতাংশ ও 2021 সালে 7.1 শতাংশ আর্থিক বৃদ্ধি হবে ।

New Delhi, Jun 05 (ANI): External Affairs Minister S Jaishankar planted a sapling on the occasion of World Environment Day on Wednesday. The event happened in Delhi's Jawaharlal Nehru Bhawan. Minister of State for External Affairs V Muraleedharan also accompanied Jaishankar for the event. World Environment Day is celebrated on the 5th of June every year.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.