ETV Bharat / briefs

স্ত্রী-মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগ, হরিয়ানায় ধৃত এক

author img

By

Published : Jun 10, 2020, 4:38 PM IST

হরিয়ানায় এক ব্যক্তি তার স্ত্রী ও দুই শিশু কন্যার গায়ে আগুন ধরিয়ে দেয় । ঘটনাস্থানেই মারা যায় তার স্ত্রী এবং এক মেয়ে । দুই বছর বয়সী অন্য মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন ।

fire
fire

চণ্ডীগড়, 10জুন : হরিয়ানার রোহতাক জেলায় স্ত্রী এবং তিন বছরের শিশু কন্যাকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । রাজেশ নামের এই ব্যক্তি তার স্ত্রী এবং দুই শিশু কন্যার গায়ে আগুন লাগিয়ে দেয় । শরীরের অনেক অংশ জ্বলে যায় অন্য শিশু কন্যারও । তার বয়স দুই বছর । তাকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।

স্টেশন হাউস অফিসার কুলদীপ সিং বলেন, “মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে । মৃত মহিলার বাবা মহেন্দ্রর অভিযোগের ভিত্তিতে 32 বছর বয়সী রাজেশকে গ্রেপ্তার করা হয়েছে ।”

খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । রাজেশের স্ত্রী মঞ্জুর(28) দগ্ধ মৃতদেহ উদ্ধার করে । এবং বিছানার উপর থেকে তিন বছরের শিশু কন্যার দেহ উদ্ধার হয় । অন্য মেয়েটি ঘরের বাইরে ছিল । তার শরীরের অনেকাংশই জ্বলে গিয়েছে । এবং বাড়িতেও আগুন ধরে যায় বলে জানান কুলদীপ সিং ।

মঞ্জুর বাবা মহেন্দ্র পুলিশকে জানিয়েছে এইদিনই প্রথম নয়, বরাবর তাঁর মেয়েকে হেনস্থা করত রাজেশ । সাত বছর তাদের বিয়ে হয়েছে । প্রায়দিনই মেয়ের সঙ্গে অশান্তি করত রাজেশ, অভিযোগ করেন মহেন্দ্র ।

মজুরের কাজ করত রাজেশ । আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় । গতকালই তাকে রোহতাক জেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশের দিকে পাথর ছুড়েছিল বলেও রাজেশের বিরুদ্ধে অভিযোগ করা হয় ।

চণ্ডীগড়, 10জুন : হরিয়ানার রোহতাক জেলায় স্ত্রী এবং তিন বছরের শিশু কন্যাকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । রাজেশ নামের এই ব্যক্তি তার স্ত্রী এবং দুই শিশু কন্যার গায়ে আগুন লাগিয়ে দেয় । শরীরের অনেক অংশ জ্বলে যায় অন্য শিশু কন্যারও । তার বয়স দুই বছর । তাকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।

স্টেশন হাউস অফিসার কুলদীপ সিং বলেন, “মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে । মৃত মহিলার বাবা মহেন্দ্রর অভিযোগের ভিত্তিতে 32 বছর বয়সী রাজেশকে গ্রেপ্তার করা হয়েছে ।”

খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । রাজেশের স্ত্রী মঞ্জুর(28) দগ্ধ মৃতদেহ উদ্ধার করে । এবং বিছানার উপর থেকে তিন বছরের শিশু কন্যার দেহ উদ্ধার হয় । অন্য মেয়েটি ঘরের বাইরে ছিল । তার শরীরের অনেকাংশই জ্বলে গিয়েছে । এবং বাড়িতেও আগুন ধরে যায় বলে জানান কুলদীপ সিং ।

মঞ্জুর বাবা মহেন্দ্র পুলিশকে জানিয়েছে এইদিনই প্রথম নয়, বরাবর তাঁর মেয়েকে হেনস্থা করত রাজেশ । সাত বছর তাদের বিয়ে হয়েছে । প্রায়দিনই মেয়ের সঙ্গে অশান্তি করত রাজেশ, অভিযোগ করেন মহেন্দ্র ।

মজুরের কাজ করত রাজেশ । আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় । গতকালই তাকে রোহতাক জেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশের দিকে পাথর ছুড়েছিল বলেও রাজেশের বিরুদ্ধে অভিযোগ করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.