ETV Bharat / briefs

IPL 2020 : একনজরে RCB র শক্তি ও দুর্বলতা - The strength and weakness of RCB

বায়ো সিকিউর বাবলে ফুরফুরে মেজাজেই পাওয়া গেল RCB ক্রিকেটারদের । কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত এই টুর্নামেন্ট শুরুর আগে একনজরে দেখে নেওয়া যাক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শক্তি ও দুর্বলতা ।

RCB
Royal challengers Bengaluru
author img

By

Published : Sep 16, 2020, 6:24 PM IST

দিল্লি, 16 সেপ্টেম্বর : 13 তম ইন্ডিয়ান সুপার লিগের আগে সবার চোখ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উপর । আগের 12টি মরশুমের 3 বার ফাইনাল খেললেও খেতাব ছুঁয়ে দেখা হয়নি কোহলি ব্রিগেডের । তাই এবার আরব আমিরশাহিতে নিজেদের চোকার্স তকমা ঘোঁচাতে মরিয়া কোহলি, ডি'ভিলিয়ার্সরা ।

ইতিমধ্যে পুরোদমে IPL এর অনুশীলন শুরু করেছে RCB । বায়ো সিকিউর বাবলে ফুরফুরে মেজাজেই পাওয়া গেল RCB ক্রিকেটারদের । কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত এই টুর্নামেন্ট শুরুর আগে একনজরে দেখে নেওয়া যাক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শক্তি ও দুর্বলতা ।


RCB র শক্তি

1. বিদেশি ব্যাটসম্যান

RCB বরাবরই হার্ড হিটিং ব্যাটসম্যান দলে নেওয়ার পক্ষে । টপ অর্ডারে দেশীয় ব্যাটসম্যান, যেমন লোকেশ রাহুল, সরফরাজ খানের মতো ব্যাটসম্যান দল ছেড়েছেন । কিন্তু তা সত্ত্বেও দুরান্ত কিছু বিদেশি ক্রিকেটার আছে দলে । অধিনায়ক বিরাট কোহলিকে সাহায্য করার জন্য ওপেনিং করতে পারেন অজি ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ । এছাড়া বছরের পর বছর ধরে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে আছেন এবি ডিভিলিয়ার্স । সম্প্রীতি দক্ষিণ আফ্রিকায় 3TC সলিডারিটি কাপে ভালো ফর্মে ছিলেন এবি । এছাড়া বিগ ব্যাশ লিগে ভালো খেলা জশ ফিলিপেকে দলে নিয়েছে RCB ।

2. অভিজ্ঞ অলরাউন্ডার

দলে আগে থেকেই ছিলেন অভিজ্ঞ ইংলিশ অলরাউন্ডার মঈন আলি । এই মরশুমে তারা দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিশকে । এছাড়া যদি ভারতীয় অলরাউন্ডারের কথা বলা হয় তাহলে দলে আছেন শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর ও পবন দেশপান্ডে । শিবম ও সুন্দর ইতিমধ্যে আন্তর্জাতিক ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন।

3. স্পিন শক্তি

UAE র স্পিন সহায়ক উইকেটে RCB র স্পিন গভীরতা ভালোই কাজ করবে বলে মত বিশেষজ্ঞদের । দলে আছেন প্রথম সারির ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল । দরকারের সময় উইকেট তুলে নিতে সিদ্ধহস্ত তিনি । তাঁকে সাহায্য করার জন্য আছেন ওয়াশিংটন সুন্দর, মঈন আলিরা । এছাড়া দলে আছেন পবন নেগি ও আড্যাম জাম্পা ।

RCB র দুর্বলতা

1. ডেথ বোলিং

এটা অস্বীকার করার কোনও জায়গা নেই যে ডেথ বোলিংয়ের ক্ষেত্রে RCB টুর্নামেন্টের সবথেকে খারাপ দল । উমেশ যাদবের মতো পেসার থাকলেও, ডেথ বোলিং যথেষ্ট নড়বড়ে । দলের পেস বোলিংকে ঠিক রাখতে তাঁরা ইতিমধ্যেই দলে নিয়েছেন ক্রিস মরিশকে । কিন্তু তিনি স্পেশালিস্ট ডেথ বোলার নন । দলে নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ থাকলেও ডেথ ওভারে বোলিং করার দক্ষতা তাঁদের নেই ।

2 . মিডল অর্ডারে দক্ষ ভারতীয় ব্যাটসম্যানের অভাব

IPL এর শুরুর লগ্ন থেকেই RCB মাথাভারি দল । অর্থাৎ টপ অর্ডারে একের পর এক বড় নাম থাকলেও মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারে দক্ষ ব্যাটসম্যানের অভাব । আশা করা যায় দলের 4 নম্বরে ব্যাটিং করবেন ডিভিলিয়ার্স, তারপর আছেন মঈন আলি । কিন্তু IPL এ এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি আলি । এছাড়া দলে নেই কোনও ভালো ভারতীয় ব্যাটসম্যান । শিবম দুবে থাকলেও, তিনি ধারাবাহিক নন । দলে আছেন গুরকিরাত সিং । কিন্তু শেষ 4টি IPL এ মাত্র 12টি ম্যাচেই মাঠে নেমেছিলেন তিনি ।

2020 IPL এ RCB দল

বিরাট কোহলি(অধিনায়ক) , মঈন আলি, যুজবেন্দ্র চাহাল, এবি ডিভিলিয়ার্স, পার্থিব প্যাটেল, মহম্মদ সিরাজ, পবন নেগি, উমেশ যাদব, গুরকিরাত সিং, দেবদূত পাল্লিকাল, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, নবদীপ সাইনি, অ্যারন ফিঞ্চ, ক্রিস মরিশ, জশ ফিলিপে, কেন রিচার্ডসন, পবন দেশপান্ডে, ডেল স্টেইন, ইসুরু উদানা, শাহবাজ আহমেদ।



দিল্লি, 16 সেপ্টেম্বর : 13 তম ইন্ডিয়ান সুপার লিগের আগে সবার চোখ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উপর । আগের 12টি মরশুমের 3 বার ফাইনাল খেললেও খেতাব ছুঁয়ে দেখা হয়নি কোহলি ব্রিগেডের । তাই এবার আরব আমিরশাহিতে নিজেদের চোকার্স তকমা ঘোঁচাতে মরিয়া কোহলি, ডি'ভিলিয়ার্সরা ।

ইতিমধ্যে পুরোদমে IPL এর অনুশীলন শুরু করেছে RCB । বায়ো সিকিউর বাবলে ফুরফুরে মেজাজেই পাওয়া গেল RCB ক্রিকেটারদের । কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত এই টুর্নামেন্ট শুরুর আগে একনজরে দেখে নেওয়া যাক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শক্তি ও দুর্বলতা ।


RCB র শক্তি

1. বিদেশি ব্যাটসম্যান

RCB বরাবরই হার্ড হিটিং ব্যাটসম্যান দলে নেওয়ার পক্ষে । টপ অর্ডারে দেশীয় ব্যাটসম্যান, যেমন লোকেশ রাহুল, সরফরাজ খানের মতো ব্যাটসম্যান দল ছেড়েছেন । কিন্তু তা সত্ত্বেও দুরান্ত কিছু বিদেশি ক্রিকেটার আছে দলে । অধিনায়ক বিরাট কোহলিকে সাহায্য করার জন্য ওপেনিং করতে পারেন অজি ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ । এছাড়া বছরের পর বছর ধরে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে আছেন এবি ডিভিলিয়ার্স । সম্প্রীতি দক্ষিণ আফ্রিকায় 3TC সলিডারিটি কাপে ভালো ফর্মে ছিলেন এবি । এছাড়া বিগ ব্যাশ লিগে ভালো খেলা জশ ফিলিপেকে দলে নিয়েছে RCB ।

2. অভিজ্ঞ অলরাউন্ডার

দলে আগে থেকেই ছিলেন অভিজ্ঞ ইংলিশ অলরাউন্ডার মঈন আলি । এই মরশুমে তারা দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিশকে । এছাড়া যদি ভারতীয় অলরাউন্ডারের কথা বলা হয় তাহলে দলে আছেন শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর ও পবন দেশপান্ডে । শিবম ও সুন্দর ইতিমধ্যে আন্তর্জাতিক ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন।

3. স্পিন শক্তি

UAE র স্পিন সহায়ক উইকেটে RCB র স্পিন গভীরতা ভালোই কাজ করবে বলে মত বিশেষজ্ঞদের । দলে আছেন প্রথম সারির ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল । দরকারের সময় উইকেট তুলে নিতে সিদ্ধহস্ত তিনি । তাঁকে সাহায্য করার জন্য আছেন ওয়াশিংটন সুন্দর, মঈন আলিরা । এছাড়া দলে আছেন পবন নেগি ও আড্যাম জাম্পা ।

RCB র দুর্বলতা

1. ডেথ বোলিং

এটা অস্বীকার করার কোনও জায়গা নেই যে ডেথ বোলিংয়ের ক্ষেত্রে RCB টুর্নামেন্টের সবথেকে খারাপ দল । উমেশ যাদবের মতো পেসার থাকলেও, ডেথ বোলিং যথেষ্ট নড়বড়ে । দলের পেস বোলিংকে ঠিক রাখতে তাঁরা ইতিমধ্যেই দলে নিয়েছেন ক্রিস মরিশকে । কিন্তু তিনি স্পেশালিস্ট ডেথ বোলার নন । দলে নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ থাকলেও ডেথ ওভারে বোলিং করার দক্ষতা তাঁদের নেই ।

2 . মিডল অর্ডারে দক্ষ ভারতীয় ব্যাটসম্যানের অভাব

IPL এর শুরুর লগ্ন থেকেই RCB মাথাভারি দল । অর্থাৎ টপ অর্ডারে একের পর এক বড় নাম থাকলেও মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারে দক্ষ ব্যাটসম্যানের অভাব । আশা করা যায় দলের 4 নম্বরে ব্যাটিং করবেন ডিভিলিয়ার্স, তারপর আছেন মঈন আলি । কিন্তু IPL এ এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি আলি । এছাড়া দলে নেই কোনও ভালো ভারতীয় ব্যাটসম্যান । শিবম দুবে থাকলেও, তিনি ধারাবাহিক নন । দলে আছেন গুরকিরাত সিং । কিন্তু শেষ 4টি IPL এ মাত্র 12টি ম্যাচেই মাঠে নেমেছিলেন তিনি ।

2020 IPL এ RCB দল

বিরাট কোহলি(অধিনায়ক) , মঈন আলি, যুজবেন্দ্র চাহাল, এবি ডিভিলিয়ার্স, পার্থিব প্যাটেল, মহম্মদ সিরাজ, পবন নেগি, উমেশ যাদব, গুরকিরাত সিং, দেবদূত পাল্লিকাল, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, নবদীপ সাইনি, অ্যারন ফিঞ্চ, ক্রিস মরিশ, জশ ফিলিপে, কেন রিচার্ডসন, পবন দেশপান্ডে, ডেল স্টেইন, ইসুরু উদানা, শাহবাজ আহমেদ।



ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.