ETV Bharat / briefs

কলোরেডোর স্কুলে গুলি ছাত্রের , মৃত 1

আমেরিকার স্কুলে গুলিতে এক ছাত্রের মৃত্যু হল । জখম হয়েছে আটজন ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 8, 2019, 1:32 PM IST

Updated : May 8, 2019, 1:45 PM IST

কলোরেডো, 8 মে : ফের গুলি চলল অ্যামেরিকার স্কুলে । আর এবার ঘাতক স্কুলেরই দুই ছাত্র । গুলিতে এক ছাত্রের মৃত্যু হয়েছে । জখম হয়েছে আটজন । দুই হামলাকারীকেই গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনাস্থান থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে ।

ডগলাস কান্ট্রির শেরিফ টনি স্পারলক জানান, গতকাল (স্থানীয় সময়) দুই বন্দুকবাজ STEM হাইস্কুলে মধ্যে ঢুকে পড়ে । তারপর দুটি ভিন্ন জায়গায় এলোপাতাড়ি গুলি চালায় । কিছুক্ষণের মধ্যে স্থানীয় শেরিফ ডিপার্টমেন্টের ডেপুটিরা ঘটনাস্থানে আসেন । কিছুক্ষণের চেষ্টায় দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয় । ঘটনায় 9 জন জখম হয় । পরে সন্ধ্যায় এক ছাত্রের মৃত্যু হয় । পুলিশের তরফে তার পরিচয় জানানো হয়নি । তবে, মৃতের বয়স 18 বলে জানিয়েছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, যারা গুলি চালিয়েছিল তাদের মধ্যে একজনের নাম ডেভন এরিকসন (18) । অপরজনের বয়স 18-র কম । যদিও তার বিষয়ে আর কোনও তথ্য দেয়নি পুলিশ । দুজনের কাছে হ্যান্ডগান ও অন্য অস্ত্র ছিল ।

কলোরেডো, 8 মে : ফের গুলি চলল অ্যামেরিকার স্কুলে । আর এবার ঘাতক স্কুলেরই দুই ছাত্র । গুলিতে এক ছাত্রের মৃত্যু হয়েছে । জখম হয়েছে আটজন । দুই হামলাকারীকেই গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনাস্থান থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে ।

ডগলাস কান্ট্রির শেরিফ টনি স্পারলক জানান, গতকাল (স্থানীয় সময়) দুই বন্দুকবাজ STEM হাইস্কুলে মধ্যে ঢুকে পড়ে । তারপর দুটি ভিন্ন জায়গায় এলোপাতাড়ি গুলি চালায় । কিছুক্ষণের মধ্যে স্থানীয় শেরিফ ডিপার্টমেন্টের ডেপুটিরা ঘটনাস্থানে আসেন । কিছুক্ষণের চেষ্টায় দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয় । ঘটনায় 9 জন জখম হয় । পরে সন্ধ্যায় এক ছাত্রের মৃত্যু হয় । পুলিশের তরফে তার পরিচয় জানানো হয়নি । তবে, মৃতের বয়স 18 বলে জানিয়েছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, যারা গুলি চালিয়েছিল তাদের মধ্যে একজনের নাম ডেভন এরিকসন (18) । অপরজনের বয়স 18-র কম । যদিও তার বিষয়ে আর কোনও তথ্য দেয়নি পুলিশ । দুজনের কাছে হ্যান্ডগান ও অন্য অস্ত্র ছিল ।

Diamer, Gilgit Baltistan, May 06, 2019:- Hundreds of legal timber traders from the illegally occupied region of Pakistan are demonstrating against the government of Pakistan as they have been asked to pay unreasonable taxes on the stock they will be selling in other parts of the country. They dub the taxes as a part of the line of exploitative policies that are being employed by Islamabad to hinder the growth of the people of Gilgit-Baltistan. The traders have blocked the Karakoram highway, which links the region to Pakistan. They accuse Islamabad of conveniently altering, repealing, and even introducing legislation to damage the trade of Gilgit-Baltistan. They said that they are bearing the brunt of one such policy.

Last Updated : May 8, 2019, 1:45 PM IST

For All Latest Updates

TAGGED:

america
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.