ETV Bharat / briefs

হাথরসের ঘটনার প্রতিবাদে দুর্গাপুরে লেখক, শিল্পী সংঘের মিছিল - হাথরস সংক্রান্ত খবর

হাথরসের ঘটনার বিরোধিতা করে দুর্গাপুরে পদযাত্রা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক, শিল্পী সংঘের । অভিযোগ, অপরাধ বা অপরাধীদের আড়াল করাই হল সরকারের কাজ ।

Protest aginst Hathras Incident in Durgapur
Protest aginst Hathras Incident in Durgapur
author img

By

Published : Oct 4, 2020, 4:09 PM IST

দুর্গাপুর, 4 অক্টোবর : উত্তরপ্রদেশের হাথরস হোক বা পশ্চিমবঙ্গের ডেবরা বা ঘাটাল, শাসক ও প্রশাসনের ভূমিকা এক, অভিযোগ পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক, শিল্পী সংঘের । গতকাল সংঘের তরফে এই ইশুকে সামনে রেখে দুর্গাপুরে পদযাত্রার আয়োজন করা হয় ।

অপরাধ বা অপরাধীদের আড়াল করাই হল সরকারের কাজ । এই অভিযোগ তুলে উত্তরপ্রদেশের ঘটনায় প্রশাসনের ভূমিকার বিরুদ্ধে সরব হন শহরের সংবেদনশীল মানুষজন ।

গণতান্ত্রিক লেখক, শিল্পী সংঘের ইস্পাত শাখা ও শ্রমজীবী মহিলা সংগঠনের আহ্বানে আম্বেদকর মূর্তি থেকে স্টিল মার্কেট পর্যন্ত মিছিল করা হয় । পরে দুর্গাপুর স্টিল মার্কেটে পথসভা করেন সংঘের দুর্গাপুর শাখার সদস্যরা ।

বিগত দু'দিন ধরে উত্তরপ্রদেশের হাথরসে সংবাদমাধ্যম এবং বিরোধী দলের প্রতিনিধিদের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হচ্ছিল স্থানীয় প্রশাসনের তরফে । দাবি করা হচ্ছিল, আইন-শৃঙ্খলা বজায় রাখতেই কড়া নিরাপত্তা জারি করা হয়েছে । গতকাল হাথরসে প্রবেশের অনুমতি পায় সংবাদমাধ্যম । সন্ধ্যায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি ।

দুর্গাপুর, 4 অক্টোবর : উত্তরপ্রদেশের হাথরস হোক বা পশ্চিমবঙ্গের ডেবরা বা ঘাটাল, শাসক ও প্রশাসনের ভূমিকা এক, অভিযোগ পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক, শিল্পী সংঘের । গতকাল সংঘের তরফে এই ইশুকে সামনে রেখে দুর্গাপুরে পদযাত্রার আয়োজন করা হয় ।

অপরাধ বা অপরাধীদের আড়াল করাই হল সরকারের কাজ । এই অভিযোগ তুলে উত্তরপ্রদেশের ঘটনায় প্রশাসনের ভূমিকার বিরুদ্ধে সরব হন শহরের সংবেদনশীল মানুষজন ।

গণতান্ত্রিক লেখক, শিল্পী সংঘের ইস্পাত শাখা ও শ্রমজীবী মহিলা সংগঠনের আহ্বানে আম্বেদকর মূর্তি থেকে স্টিল মার্কেট পর্যন্ত মিছিল করা হয় । পরে দুর্গাপুর স্টিল মার্কেটে পথসভা করেন সংঘের দুর্গাপুর শাখার সদস্যরা ।

বিগত দু'দিন ধরে উত্তরপ্রদেশের হাথরসে সংবাদমাধ্যম এবং বিরোধী দলের প্রতিনিধিদের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হচ্ছিল স্থানীয় প্রশাসনের তরফে । দাবি করা হচ্ছিল, আইন-শৃঙ্খলা বজায় রাখতেই কড়া নিরাপত্তা জারি করা হয়েছে । গতকাল হাথরসে প্রবেশের অনুমতি পায় সংবাদমাধ্যম । সন্ধ্যায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.