তারকেশ্বর, 14 জুলাই : মাস্ক না পরে বাইরে বের হওয়ায় আজ কড়া পদক্ষেপ করল তারকেশ্বর থানার পুলিশ । কান ধরে ওঠবোসও করানো হয় ।
তারকেশ্বরে অভিযান চালিয়ে আজ প্রায় 25 জনকে আটক করে পুলিশ । মানুষকে সচেতন করতে রাস্তায় নামেন তারকেশ্বর থানার OC বঙ্কিম বিশ্বাস । বলেন, কোরোনা মোকাবিলায় সরকারি বিধিনিষেধ না মানলে করা হবে কড়া পদক্ষেপ ।
অন্যদিকে মাস্ক না পরে বাড়ির বাইরে বের হলে এবার কড়া পদক্ষেপ করবে পুলিশ । আজ আরামবাগ থানা এলাকায় কোরোনা সচেতনতায় মাইকিং করা হয় পুলিশের তরফে ।
গত কয়েকদিনে হুগলিতে বেড়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা । গতকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছিল 1 হাজার 528 জন । সুস্থ হয়েছে 1 হাজার 57 জন । মৃত্যু হয়েছে 29 জনের ।