ETV Bharat / briefs

Mann Ki Baat : দুর্নীতি উইপোকার মতো, সবাইকে একসঙ্গে কাজ করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী - মন কি বাত

আজ নতুন বছরের প্রথম মন কি বাত । দেশবাসীকে কী বললেন প্রধানমন্ত্রী (85th Mann Ki Baat) ?

Message to build Corruption Free India
First Mann Ki Baat in 2022
author img

By

Published : Jan 30, 2022, 2:19 PM IST

নয়াদিল্লি, 30 জানুয়ারি : আজ নতুন বছরের প্রথম মাসের শেষ রোববার । মন কি বাত-এর দিন (PM Modi addresses 85 Mann Ki Baat in 2022) । 85তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্নীতিকে উইপোকার সঙ্গে তুলনা করলেন । এটা দেশটাকে ভিতরে ভিতরে খেয়ে নিচ্ছে । দেশকে যত দ্রুত সম্ভব দুর্নীতি-মুক্ত করতে সবাইকে একসঙ্গে কাজ করার বার্তা দিলেন তিনি ।

দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি বিদেশ থেকেও প্রধানমন্ত্রীর কাছে মন কি বাত জানিয়েছে বহু বাচ্চারা । তারা নরেন্দ্র মোদিকে পোস্টকার্ড পাঠিয়ে তাদের মনের কথা বলেছে । এতে দেশের ভবিষ্যৎ সম্পর্কে নতুন প্রজন্ম কী ভাবছে, তার একটা বিস্তারিত ছবি তুলে ধরেছে এই পোস্টকার্ডগুলি, রেডিয়োয় সম্প্রচারিত মন কি বাত-এ জানালেন মোদি ।

আরও পড়ুন : 84th Mann Ki Baat : গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের চিঠি হৃদয় ছুঁয়েছে, 'মনের কথায়' আবেগঘন মোদি

এই প্রসঙ্গে তিনি উত্তর প্রদেশের একটি মেয়ের পাঠানো পোস্টকার্ডের কথা বলেন । মেয়েটি মোদিকে জানিয়েছে, সে 2047-এর মধ্যে একটা দুর্নীতিহীন ভারত দেখতে চায় । মোদি বলেন, “তুমি দুর্নীতি-মুক্ত ভারতের কথা বলছো । দুর্নীতি অনেকটা উইপোকার মতো । দেশটাকে ভিতর ভিতর নষ্ট করে দিচ্ছে । কিন্তু এর জন্য 2047 অবধি অপেক্ষা করতে হবে কেন ? এটা দেশের সব নাগরিকের কাজ । আজকের তরুণরাও । যত তাড়াতাড়ি সম্ভব, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ।”

এর ফলে সবাই যে যার নিজের কর্তব্যকে আরও গুরুত্ব দেবে । "আর যেখানে দায়িত্ববোধ রয়েছে, সেখানে কর্তব্যই সবার আগে । সেখানে দুর্নীতি থাকতে পারে না", বললেন প্রধানমন্ত্রী ।

এই মন কি বাত-এ তিনি অমর জওয়ান জ্যোতি (Amar Jawan Jyoti) এবং ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের (National War Memorial) আগুনকে একত্র করার বিষয়টি উত্থাপন করেন । তিনি বলেন, “আমরা ইন্ডিয়া গেট-এর কাছে অমর জ্যোতি জওয়ান এবং এর কাছেই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের আগুনকে একটি অগ্নিশিখায় পরিণত করতে দেখলাম । এমন আবেগঘন মুহূর্তে বহু দেশবাসী এবং শহিদের পরিবারের চোখে জলে ভরে গিয়েছে ।” বছরের প্রথম মন কি বাত-এ তিনি সকলকে ওয়ার মেমোরিয়াল ঘুরে দেখার আর্জি জানান ।

আরও পড়ুন : Amar Jawan Jyoti To Be Put Out : 50 বছর পর 'নিভছে' ইন্দিরার তৈরি অমর জওয়ান জ্যোতির আগুন, ক্ষুব্ধ রাহুল

নয়াদিল্লি, 30 জানুয়ারি : আজ নতুন বছরের প্রথম মাসের শেষ রোববার । মন কি বাত-এর দিন (PM Modi addresses 85 Mann Ki Baat in 2022) । 85তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্নীতিকে উইপোকার সঙ্গে তুলনা করলেন । এটা দেশটাকে ভিতরে ভিতরে খেয়ে নিচ্ছে । দেশকে যত দ্রুত সম্ভব দুর্নীতি-মুক্ত করতে সবাইকে একসঙ্গে কাজ করার বার্তা দিলেন তিনি ।

দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি বিদেশ থেকেও প্রধানমন্ত্রীর কাছে মন কি বাত জানিয়েছে বহু বাচ্চারা । তারা নরেন্দ্র মোদিকে পোস্টকার্ড পাঠিয়ে তাদের মনের কথা বলেছে । এতে দেশের ভবিষ্যৎ সম্পর্কে নতুন প্রজন্ম কী ভাবছে, তার একটা বিস্তারিত ছবি তুলে ধরেছে এই পোস্টকার্ডগুলি, রেডিয়োয় সম্প্রচারিত মন কি বাত-এ জানালেন মোদি ।

আরও পড়ুন : 84th Mann Ki Baat : গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের চিঠি হৃদয় ছুঁয়েছে, 'মনের কথায়' আবেগঘন মোদি

এই প্রসঙ্গে তিনি উত্তর প্রদেশের একটি মেয়ের পাঠানো পোস্টকার্ডের কথা বলেন । মেয়েটি মোদিকে জানিয়েছে, সে 2047-এর মধ্যে একটা দুর্নীতিহীন ভারত দেখতে চায় । মোদি বলেন, “তুমি দুর্নীতি-মুক্ত ভারতের কথা বলছো । দুর্নীতি অনেকটা উইপোকার মতো । দেশটাকে ভিতর ভিতর নষ্ট করে দিচ্ছে । কিন্তু এর জন্য 2047 অবধি অপেক্ষা করতে হবে কেন ? এটা দেশের সব নাগরিকের কাজ । আজকের তরুণরাও । যত তাড়াতাড়ি সম্ভব, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ।”

এর ফলে সবাই যে যার নিজের কর্তব্যকে আরও গুরুত্ব দেবে । "আর যেখানে দায়িত্ববোধ রয়েছে, সেখানে কর্তব্যই সবার আগে । সেখানে দুর্নীতি থাকতে পারে না", বললেন প্রধানমন্ত্রী ।

এই মন কি বাত-এ তিনি অমর জওয়ান জ্যোতি (Amar Jawan Jyoti) এবং ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের (National War Memorial) আগুনকে একত্র করার বিষয়টি উত্থাপন করেন । তিনি বলেন, “আমরা ইন্ডিয়া গেট-এর কাছে অমর জ্যোতি জওয়ান এবং এর কাছেই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের আগুনকে একটি অগ্নিশিখায় পরিণত করতে দেখলাম । এমন আবেগঘন মুহূর্তে বহু দেশবাসী এবং শহিদের পরিবারের চোখে জলে ভরে গিয়েছে ।” বছরের প্রথম মন কি বাত-এ তিনি সকলকে ওয়ার মেমোরিয়াল ঘুরে দেখার আর্জি জানান ।

আরও পড়ুন : Amar Jawan Jyoti To Be Put Out : 50 বছর পর 'নিভছে' ইন্দিরার তৈরি অমর জওয়ান জ্যোতির আগুন, ক্ষুব্ধ রাহুল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.