ETV Bharat / briefs

Jalpaiguri TMC Joining Agitation : ঘাসফুলে যোগদান সিপিএমের প্রাক্তন কাউন্সিলরের, তৃণমূল কর্মীদের বিক্ষোভ জলপাইগুড়িতে - Agitation at TMC joining in Jalpaiguri

জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সিপিআইএম নেতা (Agitation at TMC joining in Jalpaiguri) ।

Jalpaiguri TMC News
জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে গিয়ে বিক্ষোভ
author img

By

Published : Jan 21, 2022, 10:47 AM IST

জলপাইগুড়ি, 20 জানুয়ারি : তৃণমূল কংগ্রেসে যোগ দিতে এসে অপদস্ত হলেন জলপাইগুড়ি পৌরসভার সিপিআইএমের কো-অর্ডিনেটর তথা প্রাক্তন কাউন্সিলর প্রমোদ মণ্ডল । তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তাল হল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস (Agitation at TMC joining in Jalpaiguri)।

এদিন দুপুরে জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসের বাবুপাড়ার পার্টি অফিসে যোগ দিতে আসেন জলপাইগুড়ি 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কো-অর্ডিনেটর প্রমোদ মণ্ডল । তিনি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা । কর্মীদের রাগ প্রশমিত করতে আসরে নামেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চট্টোপাধ্যায় । তিনি বিক্ষোভকারীদের জানান, প্রমোদ মণ্ডলকে পৌরসভার টিকিট দেওয়া হবে না । তাঁকে সাধারণ কর্মী হিসাবেই যোগ দেওয়ানো হচ্ছে । কিন্তু তাতেও ক্ষোভ প্রশমিত না হওয়ায় তাঁদের বোঝাতে আসেন টাউন ব্লক সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় । তবে তাতেও সমস্যা মেটে না । হট্টগোলের মধ্যেই এরপর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ এসে প্রমোদ মণ্ডলের হাতে দলীয় পতাকা তুলে দেন । সঙ্গে ছিলেন শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেশ লাকড়া, জেলার চেয়ারম্যান খগেশ্বর রায় ও অন্যান্যরা ।

এদিন মহুয়া গোপ বলেন, “দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রমোদ মণ্ডলকে দলে নিয়েছি । যাঁরা আজ তৃণমূল পার্টি অফিসে বিক্ষোভ দেখালেন তাঁরা ঠিক করেননি । সবার বায়োডাটা আমার কাছে আছে । যাঁরা দলের নাম করে জেলা কার্যালয়ে ঝামেলা করলেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।” এদিকে প্রমোদ মণ্ডল বলেন, “জলপাইগুড়ি উন্নয়নের জন্যই আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম ।”

আরও পড়ুন : Bengal BJP Inner Conflict : আলাদা মঞ্চ গড়ে দাবি আদায়ের লড়াইয়ে নামছেন বিজেপির বিক্ষুব্ধরা

জলপাইগুড়ি, 20 জানুয়ারি : তৃণমূল কংগ্রেসে যোগ দিতে এসে অপদস্ত হলেন জলপাইগুড়ি পৌরসভার সিপিআইএমের কো-অর্ডিনেটর তথা প্রাক্তন কাউন্সিলর প্রমোদ মণ্ডল । তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তাল হল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস (Agitation at TMC joining in Jalpaiguri)।

এদিন দুপুরে জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসের বাবুপাড়ার পার্টি অফিসে যোগ দিতে আসেন জলপাইগুড়ি 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কো-অর্ডিনেটর প্রমোদ মণ্ডল । তিনি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা । কর্মীদের রাগ প্রশমিত করতে আসরে নামেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চট্টোপাধ্যায় । তিনি বিক্ষোভকারীদের জানান, প্রমোদ মণ্ডলকে পৌরসভার টিকিট দেওয়া হবে না । তাঁকে সাধারণ কর্মী হিসাবেই যোগ দেওয়ানো হচ্ছে । কিন্তু তাতেও ক্ষোভ প্রশমিত না হওয়ায় তাঁদের বোঝাতে আসেন টাউন ব্লক সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় । তবে তাতেও সমস্যা মেটে না । হট্টগোলের মধ্যেই এরপর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ এসে প্রমোদ মণ্ডলের হাতে দলীয় পতাকা তুলে দেন । সঙ্গে ছিলেন শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেশ লাকড়া, জেলার চেয়ারম্যান খগেশ্বর রায় ও অন্যান্যরা ।

এদিন মহুয়া গোপ বলেন, “দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রমোদ মণ্ডলকে দলে নিয়েছি । যাঁরা আজ তৃণমূল পার্টি অফিসে বিক্ষোভ দেখালেন তাঁরা ঠিক করেননি । সবার বায়োডাটা আমার কাছে আছে । যাঁরা দলের নাম করে জেলা কার্যালয়ে ঝামেলা করলেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।” এদিকে প্রমোদ মণ্ডল বলেন, “জলপাইগুড়ি উন্নয়নের জন্যই আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম ।”

আরও পড়ুন : Bengal BJP Inner Conflict : আলাদা মঞ্চ গড়ে দাবি আদায়ের লড়াইয়ে নামছেন বিজেপির বিক্ষুব্ধরা

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.