ETV Bharat / briefs

ভাঙড়ে তৃণমূল নেতার অনুষ্ঠানে চটুল নাচ, নিন্দায় সরব দলের একাংশই

author img

By

Published : Jun 26, 2019, 5:48 PM IST

Updated : Jun 26, 2019, 7:36 PM IST

চটুল নাচের অশ্লীল দৃশ্য ভাইরাল সোশাল মিডিয়ায় । ঘটনাস্থান ভাঙড়ের শানপুকুর গ্রাম পঞ্চায়েতের নিমকুঁড়িয়া গ্রাম । খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে পুলিশ । অভিযোগ, এলাকার পঞ্চায়েত উপপ্রধান তথা তৃণমূল নেতা আনসার মোল্লার উদ্যোগে এই চটুল নাচের আয়োজন করা হয় । এই ঘটনায় গ্রেপ্তার তিন ।

ভিডিয়ো থেকে সংগৃহীত

ভাঙড়, 26 জুন: চটুল নাচের আসরে অশ্লীলতা । চটুল নাচের দৃশ্য ক্যামেরাবন্দী হওয়ার পরই ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় । ঘটনাস্থান ভাঙড়ের শানপুকুর গ্রাম পঞ্চায়েতের নিমকুঁড়িয়া গ্রাম । ঘটনার খবর পেয়েই নাচের আসর বন্ধ করে কাশীপুর থানার পুলিশ । খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে পুলিশ । অভিযোগ, তৃণমূলের স্থানীয় উপপ্রধান আনসার মোল্লার উদ্যোগেই এই চটুল নাচের আয়োজন করা হয় । আজ এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে নিমকুঁড়িয়া গ্রাম থেকে ভালো লিড পেয়েছ তৃণমূল । তবে ভোটে আশানুরূপ ফল না হওয়ায় দলনেত্রীর নির্দেশে বিজয় মিছিল এবার হয়নি । তাই তার পরিবর্তে এলাকায় বিচিত্রানুষ্ঠানের সিদ্ধান্ত নেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনসার মোল্লা । গত সোমবার রাতে নিমকুঁড়িয়া গ্রামে চটুল নাচের আসর বসে । যেখানে স্বল্পবাসের নর্তকী মঞ্চে নাচের তালে মাঝেমধ্যেই শরীরের অঙ্গপ্রত্যঙ্গ প্রদর্শন করে । দর্শকাসনে থাকা যুবকরা আমোদিত হলেও সেখানে থেকে উঠে আসতে বাধ্য হন এলাকায় বয়স্ক নাগরিক ও মহিলারা । সোশাল মিডিয়ায় চটুল নাচের ভিডিয়ো ভাইরাল হতেই বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম ।

যদিও দক্ষিণ 24 পরগনার জেলা BJP সভাপতি বলেন, "ভাঙড়ের এটাই সংস্কৃতি । তৃণমূলের যেরকম সংস্কৃতি, সেইরকমই অনুষ্ঠান হয়েছে । স্থানীয় সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে অনুরোধ করব বিষয়টি দেখার জন্য ।" এই ঘটনায় পুলিশ বাপি শেখ, শ্যামল ঘোষ ও ছাগবত মোল্লাকে গ্রেপ্তার করেছে । বিরোধী থেকে শুরু করে সকলেই ঘটনার তীব্র নিন্দায় সরব ।

দেখুন ভিডিয়ো

ভাঙড়, 26 জুন: চটুল নাচের আসরে অশ্লীলতা । চটুল নাচের দৃশ্য ক্যামেরাবন্দী হওয়ার পরই ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় । ঘটনাস্থান ভাঙড়ের শানপুকুর গ্রাম পঞ্চায়েতের নিমকুঁড়িয়া গ্রাম । ঘটনার খবর পেয়েই নাচের আসর বন্ধ করে কাশীপুর থানার পুলিশ । খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে পুলিশ । অভিযোগ, তৃণমূলের স্থানীয় উপপ্রধান আনসার মোল্লার উদ্যোগেই এই চটুল নাচের আয়োজন করা হয় । আজ এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে নিমকুঁড়িয়া গ্রাম থেকে ভালো লিড পেয়েছ তৃণমূল । তবে ভোটে আশানুরূপ ফল না হওয়ায় দলনেত্রীর নির্দেশে বিজয় মিছিল এবার হয়নি । তাই তার পরিবর্তে এলাকায় বিচিত্রানুষ্ঠানের সিদ্ধান্ত নেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনসার মোল্লা । গত সোমবার রাতে নিমকুঁড়িয়া গ্রামে চটুল নাচের আসর বসে । যেখানে স্বল্পবাসের নর্তকী মঞ্চে নাচের তালে মাঝেমধ্যেই শরীরের অঙ্গপ্রত্যঙ্গ প্রদর্শন করে । দর্শকাসনে থাকা যুবকরা আমোদিত হলেও সেখানে থেকে উঠে আসতে বাধ্য হন এলাকায় বয়স্ক নাগরিক ও মহিলারা । সোশাল মিডিয়ায় চটুল নাচের ভিডিয়ো ভাইরাল হতেই বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম ।

যদিও দক্ষিণ 24 পরগনার জেলা BJP সভাপতি বলেন, "ভাঙড়ের এটাই সংস্কৃতি । তৃণমূলের যেরকম সংস্কৃতি, সেইরকমই অনুষ্ঠান হয়েছে । স্থানীয় সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে অনুরোধ করব বিষয়টি দেখার জন্য ।" এই ঘটনায় পুলিশ বাপি শেখ, শ্যামল ঘোষ ও ছাগবত মোল্লাকে গ্রেপ্তার করেছে । বিরোধী থেকে শুরু করে সকলেই ঘটনার তীব্র নিন্দায় সরব ।

দেখুন ভিডিয়ো
Intro:চটুল নাচে আবার ও মাতলো ভাঙড়

ভাঙড়ঃ আবারও চটুল নাচে মাতলো ভাঙড়। এবারও এই চটুল নাচে নাম জড়াল স্থানীয় তৃণমূল নেতৃত্বের। বছর কয়েক আগে ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিন অনুষ্ঠান মঞ্চে এই ধরনের চটুল নাচ দেখেছিল ভাঙড় বাসী। বিষয়টি জানাজানি হতেই মুখ পুড়েছিল ভাঙড় তথা তৃণমূলের রাজ্য নেতৃত্বের। কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি হল এবার শানপুকুর গ্রাম পঞ্চায়েতের নিমকুঁড়িয়া গ্রামে। সেখানে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের জয়ের জন্য চটুল নাচের আসের বসালেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে এবারের চটুল নাচের মাত্রা কার্যত কোন অংশেই নীল ছবির থেকে কম নয়। নাচের তালে নর্তকীরা দেহের কাপড় তুলে দর্শকদের নিজেদের শরীর প্রদর্শন করছেন। আর সেই ছবি সেখানে উপস্থিত দর্শকরা নিজেদের মোবাইল ফোনে বন্দী করছেন। ছবি ভাইরাল হতে অবশ্য বেশী সময় লাগেনি। এই ঘটনায় নাম জড়িয়েছে এলাকার উপপ্রধান আনসার মোল্লার।

এবারের লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী তিন লক্ষের বেশী ভোটে জয় লাভ করেছেন। আর এই জয়ের পিছনে অন্যতম ছিল ভাঙড় বিধানসভার প্রায় আশি হাজার ভোটের লিড। আর ভাঙড় বিধানসভার মধ্যে অন্যতম শানপুকুর গ্রাম পঞ্চায়েত অনেক ভালো লিড দেয় তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীকে। ভোটের ফল ঘোষণার পর এলাকায় বিজয় মিছিল করার কথা ছিল, কিন্তু তৃণমূল সুপ্রিমো রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হওয়ার কারণে বিজয় মিছিলে অনুমতি দেননি। আর সেই কারণে স্থানীয় নেতৃত্ব কোন বিজয় মিছিল করে তাদের জয়ের আনন্দ ভাগ করতে পারনে নি। তাই বিজয় মিছিলের পরিবর্তে এলাকায় একটি বিচিত্রানুষ্ঠান করার সিদ্ধান্ত নেন এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনসার মোল্লা। সোমবার রাতে ভাঙড়ের নিমকুড়িয়া গ্রামে সেই বিচিত্রানুষ্ঠানে চটুল গানের তালে নাচ পরিবেশণ করেন কয়েকজন বার ড্যান্সার। স্বল্প বসনা নর্তকীরা মঞ্চে নাচ করার সময় মাঝে মধ্যেই তাদের উলঙ্গ দেহ দেখাতে থাকেন দর্শকদের। সেই ছবি দকেহার জন্য দর্শকদের মধ্যে উপস্থিত কিশোর, যুবকদের মধ্যে উৎসাহ দেখা দিলেও অনুষ্ঠান স্থল থেকে শিশু, মহিলা ও বৃদ্ধরা চলে যেতে বাধ্য হন। যদিও পুলিশের বিনা অনুমতিতে এলাকায় অশ্লীল নাচ গানের পরিবেশ তৈরি হয়েছে এমন অভিযোগ পেয়ে রাতেই সেই অনুষ্ঠান বন্ধ করে কাশীপুর থানার পুলিশ। এমন ঘটনায় স্বভাবতই মুখ পুড়েছে ভাঙড়ের তৃনমূল নেতৃত্বের। যদিও এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের হাত নেই বলেই দাবী করেছেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তবে ঘটনার নিন্দা করেছেন তিনি।

স্থানীয় সূত্রে খবর, এবারের লোকসভা নির্বাচনে নিমকুড়িয়া গ্রাম থেকে ভাল মার্জিন পেয়েছে তৃনমূল। তাই দলের নির্দেশে যখন বিজয় মিছিল করা বারণ তখন আনসার অনুগামীরা দাবি তোলেন একটা বিচিত্রানুষ্ঠানের জন্য। অনুগামীদের দাবি মেনে আনসার প্রথমে কাবালির আসর করবেন বলে রাজি হয়েও পরে বার ড্যান্সার আনার সির্দ্ধান্ত নেন। আর তাতেই অপসংস্কৃতির অভিযোগ ওঠে ঐ তৃণমূল নেতার বিরুদ্ধে। অনুষ্ঠানের খবর পৌঁছায় কাশীপুর থানার কাছে। রাতেই কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। অভিযুক্ত উপ প্রধান আনসার মোল্লাকে ঘটনার পর থেকে এলাকায় দেখা যায়নি। তার মোবাইল ফোনের সুইচ ও অফ।Body:বিশ্বজিৎ দাদা মেলে কিছু ছবি পাঠিয়েছে।Conclusion:আমি বাইট পাঠালাম। বিজেপি নেতার বাইট পাঠিয়েছি। বিজেপি নেতার নাম সুনিপ দাস
Last Updated : Jun 26, 2019, 7:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.