ETV Bharat / briefs

পুজোর বাজারে মুখে নেই মাস্ক, মালদায় আটক 42 জন টোটোচালক - Durga puja 2020

আজ থেকে মালদা শহরের রাস্তায় মাস্ক নিয়ে অভিযান শুরু করেছে পুলিশ ৷ আজ পুলিশকর্মীদের নিশানায় ছিলেন টোটোচালকরা ৷ মাস্ক ছাড়া টোটো চালানোর অভিযোগে দুপুর পর্যন্ত 42 জনকে আটক করা হয় ।

Toto drivers allegedly detained as they are not wearing mask
Toto drivers allegedly detained as they are not wearing mask
author img

By

Published : Oct 16, 2020, 5:16 PM IST

মালদা, 16 অক্টোবর : সামনেই পুজো । কোরোনা আবহেও ভিড় বাড়ছে বাজার চত্বরে । এই পরিস্থিতিতে ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা । গত 10 দিনে জেলায় প্রায় 800 জন এই ভাইরাসে সংক্রমিত হয়েছে ৷ জনগণকে সতর্ক করতে আজ থেকে মালদা শহরের রাস্তায় মাস্ক নিয়ে অভিযান শুরু করেছে পুলিশ ৷ আজ পুলিশকর্মীদের নিশানায় ছিলেন টোটোচালকরা ৷ বিনা মাস্কে ই-রিকশা চালানোর অপরাধে 42 টি ই-রিকশা আটক করা হয়েছে ৷ প্রথমদিন, তাই মাস্কবিহীন যাত্রীদের সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে ।

বেশ কয়েকদিন থেমে থাকার পর ফের জেলায় চাগাড় দিয়েছে কোরোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগে জেলার 88 জনের লালারসের নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ সন্ধেয় এর সঙ্গে যোগ হবে অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট ৷ অর্থাৎ মোট সংক্রমণের সংখ্যা আজও একশো ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷

এই পরিস্থিতিতে দু’দিন আগেই মালদায় এসে COVID 19-এর উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অফিসার অন স্পেশাল ডিউটি সুশান্ত রায় জানিয়েছিলেন, কোরোনা নিয়ন্ত্রণে পুজোয় কড়া হবে পুলিশ প্রশাসন ৷ ভিড় বাজারে ঘুরে বেড়াবেন PPE পরিহিত স্বাস্থ্যকর্মীরা ৷ তাঁরা বাজারে উপস্থিত মানুষজনের লালারসের নমুনা সংগ্রহ করে সেখানেই ব়্যাপিড টেস্ট করবেন ৷ কারোর লালারসের নমুনা পজিটিভ পাওয়া গেলে বাজার থেকেই তাঁকে পাঠানো হবে সেফ হোমে ৷ এখনও জেলার কোনও বাজারে সেই স্বাস্থ্যকর্মীদের দেখা যায়নি বটে, তবে পুলিশ আজ অভিযান চালায় ।

স্বাস্থ্য দপ্তরের আশঙ্কা, পুজো যত এগিয়ে আসবে, ততই বাড়বে সংক্রমণ ৷ পুজোর পর তা লাগামছাড়া হয়ে যেতে পারে ৷ তাই এখন থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া ছাড়া দ্বিতীয় কোনও উপায় নেই ৷ তার জন্য ইতিমধ্যে পুলিশ ও জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে ৷

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, আজ কোনও মাস্কবিহীন যাত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়নি ৷ শুধুমাত্র সবাইকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তবে আগামীকাল থেকে বিনা মাস্কে রাস্তায় যাকেই দেখা যাবে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে । পুলিশের এই ভূমিকাকে স্বাগত জানিয়েছে শহরবাসী ৷

মহম্মদ জাহাঙ্গির আলম নামে এক টোটোচালক বলছেন, “পুলিশ খুব ভালো কাজ করছে ৷ কোরোনা মোকাবিলায় আমাদের সবাইকেই সতর্ক থাকতে হবে ৷ কিন্তু অনেক টোটোচালক মুখে মাস্ক পরছেন না ৷ তাদের দেখে যাত্রীরাও মুখে মাস্ক পরা বন্ধ করে দিয়েছেন ৷ পুলিশের উচিত, শুধু টোটোচালক নয়, যার মুখে মাস্ক থাকবে না, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া ৷”

মালদা, 16 অক্টোবর : সামনেই পুজো । কোরোনা আবহেও ভিড় বাড়ছে বাজার চত্বরে । এই পরিস্থিতিতে ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা । গত 10 দিনে জেলায় প্রায় 800 জন এই ভাইরাসে সংক্রমিত হয়েছে ৷ জনগণকে সতর্ক করতে আজ থেকে মালদা শহরের রাস্তায় মাস্ক নিয়ে অভিযান শুরু করেছে পুলিশ ৷ আজ পুলিশকর্মীদের নিশানায় ছিলেন টোটোচালকরা ৷ বিনা মাস্কে ই-রিকশা চালানোর অপরাধে 42 টি ই-রিকশা আটক করা হয়েছে ৷ প্রথমদিন, তাই মাস্কবিহীন যাত্রীদের সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে ।

বেশ কয়েকদিন থেমে থাকার পর ফের জেলায় চাগাড় দিয়েছে কোরোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগে জেলার 88 জনের লালারসের নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ সন্ধেয় এর সঙ্গে যোগ হবে অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট ৷ অর্থাৎ মোট সংক্রমণের সংখ্যা আজও একশো ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷

এই পরিস্থিতিতে দু’দিন আগেই মালদায় এসে COVID 19-এর উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অফিসার অন স্পেশাল ডিউটি সুশান্ত রায় জানিয়েছিলেন, কোরোনা নিয়ন্ত্রণে পুজোয় কড়া হবে পুলিশ প্রশাসন ৷ ভিড় বাজারে ঘুরে বেড়াবেন PPE পরিহিত স্বাস্থ্যকর্মীরা ৷ তাঁরা বাজারে উপস্থিত মানুষজনের লালারসের নমুনা সংগ্রহ করে সেখানেই ব়্যাপিড টেস্ট করবেন ৷ কারোর লালারসের নমুনা পজিটিভ পাওয়া গেলে বাজার থেকেই তাঁকে পাঠানো হবে সেফ হোমে ৷ এখনও জেলার কোনও বাজারে সেই স্বাস্থ্যকর্মীদের দেখা যায়নি বটে, তবে পুলিশ আজ অভিযান চালায় ।

স্বাস্থ্য দপ্তরের আশঙ্কা, পুজো যত এগিয়ে আসবে, ততই বাড়বে সংক্রমণ ৷ পুজোর পর তা লাগামছাড়া হয়ে যেতে পারে ৷ তাই এখন থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া ছাড়া দ্বিতীয় কোনও উপায় নেই ৷ তার জন্য ইতিমধ্যে পুলিশ ও জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে ৷

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, আজ কোনও মাস্কবিহীন যাত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়নি ৷ শুধুমাত্র সবাইকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তবে আগামীকাল থেকে বিনা মাস্কে রাস্তায় যাকেই দেখা যাবে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে । পুলিশের এই ভূমিকাকে স্বাগত জানিয়েছে শহরবাসী ৷

মহম্মদ জাহাঙ্গির আলম নামে এক টোটোচালক বলছেন, “পুলিশ খুব ভালো কাজ করছে ৷ কোরোনা মোকাবিলায় আমাদের সবাইকেই সতর্ক থাকতে হবে ৷ কিন্তু অনেক টোটোচালক মুখে মাস্ক পরছেন না ৷ তাদের দেখে যাত্রীরাও মুখে মাস্ক পরা বন্ধ করে দিয়েছেন ৷ পুলিশের উচিত, শুধু টোটোচালক নয়, যার মুখে মাস্ক থাকবে না, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.