ETV Bharat / briefs

প্লেটলেট আনতে ছুটতে হবে না অন্যত্র, বালুরঘাট হাসপাতালেই মিলবে পরিষেবা

author img

By

Published : Jun 25, 2019, 2:31 PM IST

পূর্ত দফতরের পক্ষ থেকে প্রায় ৭০ লাখ টাকা ব্যায় করা হয়েছে । বালুরঘাট জেলা সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে বসানো হয়েছে বসানো হয়েছে রক্তের উপাদান পৃথকীকরণ ইউনিট । এছাড়াও সেখানে বসানো হয়েছে অত্যাধুনিক মানের আরও যন্ত্রপাতি

দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতাল

বালুরঘাট, 25 জুন: বালুরঘাট জেলা সদর হাসপাতালে চালু হতে চলেছে রক্ত পৃথকীকরণ ইউনিট । এবার থেকে ডেঙ্গি রোগীদের নিজের জেলা ছেড়ে অন্যত্র প্লেটলেট নিতে যেতে হবে না । হাসপাতালেই মিলবে প্লেটলেট ।

প্লেটলেটের জন্য আর দক্ষিণ দিনাজপুরবাসীকে ছুটতে হবে না মালদা, কলকাতা বা শিলিগুড়ি । বালুরঘাট জেলা সদর হাসপাতালেই পাওয়া যাবে প্লেটলেট । হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে বসেছে রক্তের উপাদান পৃথকীকরণের অত্যাধুনিক যন্ত্র । ব্লাড ব্যাঙ্কে রক্তের উপাদান পৃথকীকরণ যন্ত্র বসানোর অনেক আগেই হয়েছে । সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই মুখ্যমন্ত্রীর হাত দিয়ে চালু হবে বালুরঘাট জেলা সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত পৃথকীকরণ ইউনিট ।

এতদিন পর্যন্ত বালুরঘাট জেলা সদর হাসপাতালে শুধু ব্লাড ব্যাঙ্ক ছিল । তবু সেখানে রক্তের উপাদান পৃথকীকরণের কোনও ব্যবস্থাই ছিল না। ফলে সেখান থেকে প্লেটলেট পেত না রোগীরা । ডেঙ্গিতে আক্রান্ত রোগীদের প্লেটলেট কমে গেলে তাদের চিকিৎসার জন্য পাঠানো হত মালদা, কলকাতা বা শিলিগুড়ি । কেন না জেলার হাসপাতালগুলিতে রক্তের উপাদান পৃথকীকরণের কোনও ব্যবস্থা ছিল না। আবার থ্যালাসেমিয়া রোগীদের লোহিত রক্ত কণিকার প্রয়োজন হয় । অগ্নিদগ্ধ রোগীদের জন্য রক্তরস বা প্লাজ়মার মতো উপাদান প্রয়োজন হয় বেশি। অথচ এতদিন সব উপাদান থাকা রক্ত দেওয়া সম্ভব হত না রোগীদের । এবার থেকে এই সমস্যা মিটতে চলেছে।

পূর্ত দফতরের পক্ষ থেকে প্রায় ৭০ লাখ টাকা ব্যায় করা হয়েছে । বালুরঘাট জেলা সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে বসানো হয়েছে বসানো হয়েছে রক্তের উপাদান পৃথকীকরণ ইউনিট । এছাড়াও সেখানে বসানো হয়েছে অত্যাধুনিক মানের আরও যন্ত্রপাতি । নতুনভাবে সাজানো হয়েছে হাসপাতালের ব্লাড ব্যাঙ্ককে ।

এবিষয়ে বালুরঘাট ব্লাড ব্যাঙ্কে রক্ত নিতে আসা গোলাম মাসুদ আলি বলেন, "ডেঙ্গি রোগীদের প্লেটলেট দেওয়ার জন্য বাইরে যেতে হত । এখানে সেই ব্যবস্থা চালু হলে সুবিধা হবে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর । প্লেটলেটের জন্য আর রোগীদের বাইরে যেতে হবে না ।"

অন্য দিকে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার তপন কুমার বিশ্বাস জানান, "এত দিন ডেঙ্গি রোগীদের ক্ষেত্রে অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্লেটলেট আনা হত । তা রোগীর শরীরে দেওয়া হত । তবে এবার বালুরঘাট জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে চালু হচ্ছে রক্ত পৃথকীকরণ ইউনিট । এর ফলে বিশেষ করে ডেঙ্গি রোগীদের এই হাসপাতাল থেকে প্লেটলেট দেওয়া সম্ভব হবে ।"

বালুরঘাট, 25 জুন: বালুরঘাট জেলা সদর হাসপাতালে চালু হতে চলেছে রক্ত পৃথকীকরণ ইউনিট । এবার থেকে ডেঙ্গি রোগীদের নিজের জেলা ছেড়ে অন্যত্র প্লেটলেট নিতে যেতে হবে না । হাসপাতালেই মিলবে প্লেটলেট ।

প্লেটলেটের জন্য আর দক্ষিণ দিনাজপুরবাসীকে ছুটতে হবে না মালদা, কলকাতা বা শিলিগুড়ি । বালুরঘাট জেলা সদর হাসপাতালেই পাওয়া যাবে প্লেটলেট । হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে বসেছে রক্তের উপাদান পৃথকীকরণের অত্যাধুনিক যন্ত্র । ব্লাড ব্যাঙ্কে রক্তের উপাদান পৃথকীকরণ যন্ত্র বসানোর অনেক আগেই হয়েছে । সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই মুখ্যমন্ত্রীর হাত দিয়ে চালু হবে বালুরঘাট জেলা সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত পৃথকীকরণ ইউনিট ।

এতদিন পর্যন্ত বালুরঘাট জেলা সদর হাসপাতালে শুধু ব্লাড ব্যাঙ্ক ছিল । তবু সেখানে রক্তের উপাদান পৃথকীকরণের কোনও ব্যবস্থাই ছিল না। ফলে সেখান থেকে প্লেটলেট পেত না রোগীরা । ডেঙ্গিতে আক্রান্ত রোগীদের প্লেটলেট কমে গেলে তাদের চিকিৎসার জন্য পাঠানো হত মালদা, কলকাতা বা শিলিগুড়ি । কেন না জেলার হাসপাতালগুলিতে রক্তের উপাদান পৃথকীকরণের কোনও ব্যবস্থা ছিল না। আবার থ্যালাসেমিয়া রোগীদের লোহিত রক্ত কণিকার প্রয়োজন হয় । অগ্নিদগ্ধ রোগীদের জন্য রক্তরস বা প্লাজ়মার মতো উপাদান প্রয়োজন হয় বেশি। অথচ এতদিন সব উপাদান থাকা রক্ত দেওয়া সম্ভব হত না রোগীদের । এবার থেকে এই সমস্যা মিটতে চলেছে।

পূর্ত দফতরের পক্ষ থেকে প্রায় ৭০ লাখ টাকা ব্যায় করা হয়েছে । বালুরঘাট জেলা সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে বসানো হয়েছে বসানো হয়েছে রক্তের উপাদান পৃথকীকরণ ইউনিট । এছাড়াও সেখানে বসানো হয়েছে অত্যাধুনিক মানের আরও যন্ত্রপাতি । নতুনভাবে সাজানো হয়েছে হাসপাতালের ব্লাড ব্যাঙ্ককে ।

এবিষয়ে বালুরঘাট ব্লাড ব্যাঙ্কে রক্ত নিতে আসা গোলাম মাসুদ আলি বলেন, "ডেঙ্গি রোগীদের প্লেটলেট দেওয়ার জন্য বাইরে যেতে হত । এখানে সেই ব্যবস্থা চালু হলে সুবিধা হবে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর । প্লেটলেটের জন্য আর রোগীদের বাইরে যেতে হবে না ।"

অন্য দিকে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার তপন কুমার বিশ্বাস জানান, "এত দিন ডেঙ্গি রোগীদের ক্ষেত্রে অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্লেটলেট আনা হত । তা রোগীর শরীরে দেওয়া হত । তবে এবার বালুরঘাট জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে চালু হচ্ছে রক্ত পৃথকীকরণ ইউনিট । এর ফলে বিশেষ করে ডেঙ্গি রোগীদের এই হাসপাতাল থেকে প্লেটলেট দেওয়া সম্ভব হবে ।"

Intro:বালুরঘাট জেলা হাসপাতালে চালু হতে যাচ্ছে রক্ত পৃথকীকরণ ইউনিট, ডেঙ্গি রোগীদের প্লেটলেট দিতে আর যেতে হবে না বাইরে।।

বালুরঘাট, ২৫ জুন: প্লেটলেটের জন্য আর দক্ষিণ দিনাজপুরবাসীকে ছুটতে হবে না মালদা, কলকাতা বা শিলিগুড়িতে। বালুরঘাট জেলা সদর হাসপাতালেই মিলবে প্লেটলেট। এর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে বসেছে রক্তের পৃথকীকরণের অত্যাধুনিক যন্ত্র। ব্লাড ব্যাঙ্কের রক্তের পৃথকীকরণ যন্ত্র বসানোর অনেক আগেই হয়েছে। সব কিছু ঠিক থাকলে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে চালু হবে বালুরঘাট জেলা সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত পৃথকীকরণ ইউনিট। ঘটনায় খুশির আবহ জেলাজুড়ে।

এতদিন পর্যন্ত বালুরঘাট জেলা সদর হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক থাকলেও সেখানে রক্ত পৃথকীকরণের কোন ব্যবস্থাই ছিল না। এর ফলে বালুরঘাট বা জেলার হাসপাতাল গুলিতে ডেঙ্গিতে আক্রান্ত রোগীদের প্লেটলেট কমে গেলে তাদের চিকিৎসার জন্য পাঠানো হয় মালদা, কলকাতা বা শিলিগুড়িতে। যেখানে রোগীকে প্লেটলেট দেওয়া সম্ভব হবে। কেননা জেলার হাসপাতাল গুলিতে রক্তের উপাদান পৃথকীকরণের কোন ব্যবস্থা ছিল না। আবার থ্যালাসেমিয়া রোগীদের লোহিত রক্ত কণিকার প্রয়োজন হয়। হিমোফিলিয়া রোগীদের ফ্যাক্টর -৯, অগ্নিদগ্ধ রোগীদের জন্য রক্তরস বা প্লাজমার মতো উপাদান প্রয়োজন হয় বেশি। অথচ এতদিন সব উপাদান থাকা রক্ত দেওয়া হতো রোগীদের। এবার থেকে এই সমস্যা মিটতে চলেছে। পূর্ত দফতরের পক্ষ থেকে প্রায় ৭০ লাখ টাকা ব্যায়ে বালুরঘাট জেলা সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে বসানো হয়েছে রক্ত পৃথকীকরণ ইউনিট। এছাড়াও ব্লাড ব্যাঙ্কে বসানো হয়েছে অত্যাধুনিক মানের আরও যন্ত্রপাতি। নতুন ভাবে সাজানো হয়েছে বালুরঘাট হাসপাতালের ব্লাড ব্যাঙ্ককে।

এবিষয়ে বালুরঘাট ব্লাড ব্যাঙ্কে রক্ত নিতে আসা গোলাম মাসুদ আলি জানান, ডেঙ্গি রোগীদের প্লেটলেট দেওয়ার জন্য বাইরে যেতে হত। এখানে সেই ব্যবস্থা চালু হলে সুবিধা হবে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর। প্লেটলেটের জন্য আর রোগীদের বাইরে যেতে হবে না।

অন্য দিকে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার তপন কুমার বিশ্বাস জানান, এত দিন ডেঙ্গি রোগীদের ক্ষেত্রে অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্লেটলেট আনা হত। এবং তা রোগীর শরীরে দেওয়া হত। তবে এবার বালুরঘাট জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে চালু হচ্ছে রক্ত পৃথকীকরণ ইউনিট। এর ফলে বিশেষ করে ডেঙ্গি রোগীদের এই হাসপাতাল থেকে প্লেটলেট দেওয়া সম্ভব হবে। Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.