ETV Bharat / briefs

সুনীল ছেত্রীর মতো খেলোয়াড় পেতে চাই পর্যবেক্ষণ ও এক্সপোজ়ার : ভেঙ্কটেশ - শানমুগাম ভেঙ্কটেশ

সুনীল ছেত্রীর যোগ্য ফুটবলার পাওয়ার জন্য আমাদের প্রয়োজন পর্যবেক্ষণ ও সঠিক এক্সপোজ়ারের । বললেন ভারতীয় ফুটবল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ শানমুগাম ভেঙ্কটেশ ।

need-constant-monitoring-to-find-next-sunil-chhetri
need-constant-monitoring-to-find-next-sunil-chhetri
author img

By

Published : Jul 25, 2020, 11:13 PM IST

Updated : Jul 26, 2020, 6:45 AM IST

দিল্লি, 25 জুলাই : ফুটবলার সুনীল ছেত্রীর যোগ্য উত্তরসূরি খুঁজে বার করার জন্য আমাদের প্রয়োজন পর্যবেক্ষণের ও সঠিক এক্সপোজ়ারের । বললেন ভারতীয় ফুটবল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ শানমুগাম ভেঙ্কটেশ । তিনি বলেন, দীর্ঘ 15 বছরের আন্তর্জাতিক ফুটবলের পরও সুনীল ছেত্রী জাতীয় দলের মূলভিত্তি হয়ে রয়েছেন । পাশাপাশি, তিনি তার মতো খেলোয়াড় তৈরিতেও আগ্রহী । নিয়মিত সুযোগ দেন বিভিন্ন খেলোয়াড়দের ।

এরপর ভেঙ্কটেশ প্রাক্তন ফুটবলার I M বিজায়ান ও বাইচুং ভুটিয়ার প্রশংসা করেন । এছাড়াও সমসাময়িক খেলোয়াড়দের মধ্যে সন্দেশ ঝিঙ্গান দেশের বাইরে গিয়ে খেলার জন্য প্রস্তুত ও অনিরুদ্ধ থাপাকেও বিশেষ ক্ষমতা সম্পন্ন বলেন তিনি। তিনি বলেন, ঝিঙ্গান একজন বড় যোদ্ধা সঙ্গে একজন নেতাও । সম্প্রতি ঝিঙ্গান ফেডারেশনের তরফে খেলরত্ন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন ।

আগামী পাঁচ বছর ভারতের জাতীয় ফুটবল দলের কোচিং দলে থাকতে চান AIFF এর সাধারণ সম্পাদক কুশল দাসের সাম্প্রতিক এই বক্তব্যে অনুপ্রাণিত ভেঙ্কটেশ । তিনি বলেন, "এটি ভারতীয় কোচদের জন্য একটি বড় অনুপ্রেরণা, তবে এই কাজটি সহজ নয়। এটি একটি বড় চ্যালেঞ্জ, কোচদের জন্য আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ।" “অনেক লোক পরিচালনার সাথে জড়িত রয়েছে। আমি মনে করি তরুণ ভারতীয় কোচরা সত্যিই ISL এবং I-লিগে ভাল কাজ করছে। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং খেলোয়াড়দের সাথে কীভাবে জ্ঞান ভাগ করে নিতে হয় তা জানতে হবে । ”

কুশল দাস বলেন, “ জাতীয় স্তরে দলকে প্রস্তুত করা চ্যালেঞ্জের , যা 10 বা 20 দিনের বেশি স্থায়ী হয় না ।আন্তর্জাতিক ফুটবলে প্রস্তুতি আলাদা এ বিষয়ে কুশল দাস বলেন আমরা আগামী পাঁচ বছরের জন্য জাতীয় ফুটবল দলের সিনিয়র টিমের জন্য কোচের খোঁজ করছি । আমরা আগামী পাঁচ বছরে সিনিয়র জাতীয় দলের হয়ে একজন ভারতীয় কোচের দিকে নজর রাখছি। "

দিল্লি, 25 জুলাই : ফুটবলার সুনীল ছেত্রীর যোগ্য উত্তরসূরি খুঁজে বার করার জন্য আমাদের প্রয়োজন পর্যবেক্ষণের ও সঠিক এক্সপোজ়ারের । বললেন ভারতীয় ফুটবল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ শানমুগাম ভেঙ্কটেশ । তিনি বলেন, দীর্ঘ 15 বছরের আন্তর্জাতিক ফুটবলের পরও সুনীল ছেত্রী জাতীয় দলের মূলভিত্তি হয়ে রয়েছেন । পাশাপাশি, তিনি তার মতো খেলোয়াড় তৈরিতেও আগ্রহী । নিয়মিত সুযোগ দেন বিভিন্ন খেলোয়াড়দের ।

এরপর ভেঙ্কটেশ প্রাক্তন ফুটবলার I M বিজায়ান ও বাইচুং ভুটিয়ার প্রশংসা করেন । এছাড়াও সমসাময়িক খেলোয়াড়দের মধ্যে সন্দেশ ঝিঙ্গান দেশের বাইরে গিয়ে খেলার জন্য প্রস্তুত ও অনিরুদ্ধ থাপাকেও বিশেষ ক্ষমতা সম্পন্ন বলেন তিনি। তিনি বলেন, ঝিঙ্গান একজন বড় যোদ্ধা সঙ্গে একজন নেতাও । সম্প্রতি ঝিঙ্গান ফেডারেশনের তরফে খেলরত্ন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন ।

আগামী পাঁচ বছর ভারতের জাতীয় ফুটবল দলের কোচিং দলে থাকতে চান AIFF এর সাধারণ সম্পাদক কুশল দাসের সাম্প্রতিক এই বক্তব্যে অনুপ্রাণিত ভেঙ্কটেশ । তিনি বলেন, "এটি ভারতীয় কোচদের জন্য একটি বড় অনুপ্রেরণা, তবে এই কাজটি সহজ নয়। এটি একটি বড় চ্যালেঞ্জ, কোচদের জন্য আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ।" “অনেক লোক পরিচালনার সাথে জড়িত রয়েছে। আমি মনে করি তরুণ ভারতীয় কোচরা সত্যিই ISL এবং I-লিগে ভাল কাজ করছে। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং খেলোয়াড়দের সাথে কীভাবে জ্ঞান ভাগ করে নিতে হয় তা জানতে হবে । ”

কুশল দাস বলেন, “ জাতীয় স্তরে দলকে প্রস্তুত করা চ্যালেঞ্জের , যা 10 বা 20 দিনের বেশি স্থায়ী হয় না ।আন্তর্জাতিক ফুটবলে প্রস্তুতি আলাদা এ বিষয়ে কুশল দাস বলেন আমরা আগামী পাঁচ বছরের জন্য জাতীয় ফুটবল দলের সিনিয়র টিমের জন্য কোচের খোঁজ করছি । আমরা আগামী পাঁচ বছরে সিনিয়র জাতীয় দলের হয়ে একজন ভারতীয় কোচের দিকে নজর রাখছি। "

Last Updated : Jul 26, 2020, 6:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.