ETV Bharat / briefs

কোরোনা মোকাবিলায় প্রোটোকল ম্যানেজমেন্ট টিম ও কুইক রেসপন্স টিম গঠন রাজ্যের - Corona

নবান্ন সূত্রে খবর, প্রোটকল ম্যানেজমেন্ট টিম আর কুইক রেসপন্স টিম তৈরি হয়েছে কোরোনা রোগীদের চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য।

Kolkata
Nabanna
author img

By

Published : Jul 4, 2020, 2:23 AM IST

কলকাতা, 3 জুলাই : কোরোনা রোগের চিকিৎসার প্রোটোকল ঠিকঠাক করে মানা হচ্ছে কি না তা দেখার জন্য প্রোটোকল ম্যানেজমেন্ট টিম গঠন করল নবান্ন । সূত্রের খবর, এই টিমে থাকবেন মোট 12 জন চিকিৎসক । তাঁরা রোগীদের যাবতীয় বিষয় খতিয়ে দেখবেন । পাশাপাশি, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে গঠন করা হচ্ছে পৃথক একটি টিম। এর নাম দেওয়া হয়েছে কুইক রেসপন্স টিম । রোগীরা সমস্যায় পড়লেই তাদের পাশে দাঁড়াবে এই টিম।

রাজ্যে কোরোনায় আক্রান্তের পাশাপাশি রীতিমতো পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর ঘটনা । বেশি সংখ্যক মৃত্যু নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর । মৃত্যু রুখে কোরোনা জয়ীর সংখ্যা বৃদ্ধি করতে এবারে ময়দানে কোমর বেঁধে নামলেন রাজ‍্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা । কোরোনা রোগীরা যথাযথ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন কি না তা দেখার জন্য একটি প্রোটোকল মানেজমেন্ট টিম গঠন করেছে নবান্ন । 12 জন চিকিৎসককে নিয়ে তৈরি এই টিম কোরোনা হাসপাতালগুলি ঘুরে চিকিৎসা পরিষেবার বিষয়টি খতিয়ে দেখবেন । তারপর যাবতীয় ব্যবস্থা নেবেন তাঁরাই । এই রোগীদের চিকিৎসা পরিষেবাতে যাতে কোনও খামতি না থাকে তার জন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি কুইক রেসপন্স টিম গঠন হয়েছে।

প্রসঙ্গত, রাজ্যের কোরোনা হাসপাতালগুলি পরিদর্শন করে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের অভিযোগ ছিল, রোগীরা ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছে না । এমনকী এই বিষয়টি নিয়ে সরব হয়েছিল বিরোধীরাও । চিকিৎসা পরিষেবা নিয়ে যাতে আর কোনও অভিযোগ না থাকে তার জন্য রাজ্য সরকার প্রোটোকল ম্যানেজমেন্ট টিম ও কুইক রেসপন্স টিম নামে দুটি টিম গঠন করেছে বলে মনে করছেন অনেকে ৷

কলকাতা, 3 জুলাই : কোরোনা রোগের চিকিৎসার প্রোটোকল ঠিকঠাক করে মানা হচ্ছে কি না তা দেখার জন্য প্রোটোকল ম্যানেজমেন্ট টিম গঠন করল নবান্ন । সূত্রের খবর, এই টিমে থাকবেন মোট 12 জন চিকিৎসক । তাঁরা রোগীদের যাবতীয় বিষয় খতিয়ে দেখবেন । পাশাপাশি, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে গঠন করা হচ্ছে পৃথক একটি টিম। এর নাম দেওয়া হয়েছে কুইক রেসপন্স টিম । রোগীরা সমস্যায় পড়লেই তাদের পাশে দাঁড়াবে এই টিম।

রাজ্যে কোরোনায় আক্রান্তের পাশাপাশি রীতিমতো পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর ঘটনা । বেশি সংখ্যক মৃত্যু নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর । মৃত্যু রুখে কোরোনা জয়ীর সংখ্যা বৃদ্ধি করতে এবারে ময়দানে কোমর বেঁধে নামলেন রাজ‍্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা । কোরোনা রোগীরা যথাযথ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন কি না তা দেখার জন্য একটি প্রোটোকল মানেজমেন্ট টিম গঠন করেছে নবান্ন । 12 জন চিকিৎসককে নিয়ে তৈরি এই টিম কোরোনা হাসপাতালগুলি ঘুরে চিকিৎসা পরিষেবার বিষয়টি খতিয়ে দেখবেন । তারপর যাবতীয় ব্যবস্থা নেবেন তাঁরাই । এই রোগীদের চিকিৎসা পরিষেবাতে যাতে কোনও খামতি না থাকে তার জন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি কুইক রেসপন্স টিম গঠন হয়েছে।

প্রসঙ্গত, রাজ্যের কোরোনা হাসপাতালগুলি পরিদর্শন করে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের অভিযোগ ছিল, রোগীরা ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছে না । এমনকী এই বিষয়টি নিয়ে সরব হয়েছিল বিরোধীরাও । চিকিৎসা পরিষেবা নিয়ে যাতে আর কোনও অভিযোগ না থাকে তার জন্য রাজ্য সরকার প্রোটোকল ম্যানেজমেন্ট টিম ও কুইক রেসপন্স টিম নামে দুটি টিম গঠন করেছে বলে মনে করছেন অনেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.