কলকাতা, 6 জুন : তাঁর বুদ্ধিকে ধার নিয়ে 2014 সালে বাজিমাত করেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদি । অখিলেশ যাদব-রাহুল গান্ধিকে একই মঞ্চে নিয়ে এসেছিলেন তিনি । এবার সেই প্রশান্ত কিশোরের বুদ্ধিকেই কাজে লাগাতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
আজ নবান্নে মমতার সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন প্রশান্ত । তারপরেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে । সূত্রের খবর, তৃণমূলের হয়ে ভোট স্ট্র্যাটেজিক হচ্ছেন আধুনিক যুগের 'চাণক্য' । চুক্তিও হয়ে গেছে । প্রশান্তের বুদ্ধিমতোই আগামী দিনে রণকৌশল ঠিক করা হবে বলেও তৃণমূল সূত্রে খবর ।
এই সংক্রান্ত আরও খবর : 6 মাসে সরকার পড়বে, ফের ভোট দিতে হবে : দিলীপ
প্রশান্ত কিশোর নামটা প্রথম প্রকাশ্যে এসেছিল খুব সম্ভবত 2014 সালে । সেবার নরেন্দ্র মোদির ভোট স্ট্র্যাটেজি ঠিক করেছিলেন তিনি । তাঁর বুদ্ধিকে কাজে লাগিয়েই বাজিমাত করেছিলেন 56 ইঞ্চি । তবে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময়ও প্রশান্তের বুদ্ধিতে ভর করেই চমক দিতে দেখা গেছিল তাঁকে । এরপর 2015 সালে নীতিশ কুমারের হয়ে কাজ করেন তিনি । 2017-তে উত্তরপ্রদেশ ও পঞ্জাবে কংগ্রেসের ভোট-কূটনীতি ঠিক করেছিলেন প্রশান্তই । তখনই রাহুল গান্ধি ও অখিলেশ যাদবকে একই মঞ্চে নিয়ে আসেন তিনি । এমন কী, বারাণসীতে সোনিয়া গান্ধির রোড শোয়ের পিছনেও ছিলেন । উত্তরপ্রদেশে সফল না হলেও পঞ্জাবে অমরিন্দর সিংকে জিতিয়েছিলেন প্রশান্ত ।
এই সংক্রান্ত আরও খবর : হামসে যো টকরায়েগা, চুর চুর হো জায়েগা : মমতা
এবারে অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে জগনমোহন রেড্ডির চাণক্য ছিলেন এই প্রশান্ত কিশোর । চন্দ্রবাবুর দাবার গুটিকে খুব সহজেই মাত করে বিপুল সাফল্য পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন জগন । রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জগনের এই রকেট উত্থানের পিছনে প্রধান কান্ডারি প্রশান্ত ।
এই সংক্রান্ত আরও খবর : TRP কমছে 'জয়শ্রীরাম'-এর, ভরসা এখন মা কালীই : অভিষেক
এবারের লোকসভা ভোটে রীতিমতো ভরাডুবি হয়েছে তৃণমূলের । একধাক্কায় 12টা আসন কমেছে তৃণমূলের । শুধু তাই নয়, লোকসভা ভোটের নিরিখে 120টির বেশি বিধানসভায় পিছিয়ে রয়েছে তারা । সেখানে রকেট গতিতে বাংলার মাটিতে উঠে আসছে BJP । 2 থেকে 18টি আসন পেয়েছে তারা । বিধানসভায় চমকপ্রদ ফল করেছে । স্বাভাবিকভাবে চাপ বেড়েছে তৃণমূলের । রাজনৈতিক মহলের মত, এবার তাই দলের কর্মীদের নয়, মমতা ভরসা রাখছেন পেশাদারদের উপরেই । প্রশান্ত কিশোরের মতো আধুনিক রাজনৈতিক কৌশলীর বুদ্ধিকেই কাজে লাগাতে চাইছেন তিনি ।
এই সংক্রান্ত আরও খবর : RSS-র পালটা জয়হিন্দ বাহিনী ও বঙ্গজননী তৈরি করব : মমতা
বিহারের বক্সারের বাসিন্দা প্রশান্ত কিশোর রাষ্ট্রসংঘে স্বাস্থ্য বিশেষজ্ঞের চাকরি ছেড়ে দেশে ফিরে এসেছেন । তৈরি করেছেন নিজের সংস্থা । রাজনৈতিক কৌশল নির্ধারণ ছিল তাঁর এবং তাঁর সংস্থার প্রধান কাজ । হাতেখড়ি ছিল গুজরাতে নরেন্দ্র মোদির হয়ে কাজ করা । গুজরাতে সাফল্যের পরেই মোদি তাঁকে লোকসভা ভোটেও কাজে লাগিয়েছিলেন 2014 সালে ।