ETV Bharat / briefs

লোকসভার ধাক্কা সামলাতে বিধানসভায় মমতার ভরসা প্রশান্ত কিশোর ?

প্রশান্ত কিশোরকে এ বার দলের 'চাণক্য' হিসেবে ব্যবহার করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজই প্রশান্তের সঙ্গে দেখা করেন মমতা । এ বার অন্ধ্রপ্রদেশের ভোটে জগনের সাফল্যের পিছনেও ছিলেন এই প্রশান্ত ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 6, 2019, 4:51 PM IST

Updated : Jun 6, 2019, 9:30 PM IST

কলকাতা, 6 জুন : তাঁর বুদ্ধিকে ধার নিয়ে 2014 সালে বাজিমাত করেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদি । অখিলেশ যাদব-রাহুল গান্ধিকে একই মঞ্চে নিয়ে এসেছিলেন তিনি । এবার সেই প্রশান্ত কিশোরের বুদ্ধিকেই কাজে লাগাতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আজ নবান্নে মমতার সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন প্রশান্ত । তারপরেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে । সূত্রের খবর, তৃণমূলের হয়ে ভোট স্ট্র্যাটেজিক হচ্ছেন আধুনিক যুগের 'চাণক্য' । চুক্তিও হয়ে গেছে । প্রশান্তের বুদ্ধিমতোই আগামী দিনে রণকৌশল ঠিক করা হবে বলেও তৃণমূল সূত্রে খবর ।

এই সংক্রান্ত আরও খবর : 6 মাসে সরকার পড়বে, ফের ভোট দিতে হবে : দিলীপ

প্রশান্ত কিশোর নামটা প্রথম প্রকাশ্যে এসেছিল খুব সম্ভবত 2014 সালে । সেবার নরেন্দ্র মোদির ভোট স্ট্র্যাটেজি ঠিক করেছিলেন তিনি । তাঁর বুদ্ধিকে কাজে লাগিয়েই বাজিমাত করেছিলেন 56 ইঞ্চি । তবে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময়ও প্রশান্তের বুদ্ধিতে ভর করেই চমক দিতে দেখা গেছিল তাঁকে । এরপর 2015 সালে নীতিশ কুমারের হয়ে কাজ করেন তিনি । 2017-তে উত্তরপ্রদেশ ও পঞ্জাবে কংগ্রেসের ভোট-কূটনীতি ঠিক করেছিলেন প্রশান্তই । তখনই রাহুল গান্ধি ও অখিলেশ যাদবকে একই মঞ্চে নিয়ে আসেন তিনি । এমন কী, বারাণসীতে সোনিয়া গান্ধির রোড শোয়ের পিছনেও ছিলেন । উত্তরপ্রদেশে সফল না হলেও পঞ্জাবে অমরিন্দর সিংকে জিতিয়েছিলেন প্রশান্ত ।

শুনুন রাহুল সিনহার বক্তব্য

এই সংক্রান্ত আরও খবর : হামসে যো টকরায়েগা, চুর চুর হো জায়েগা : মমতা

এবারে অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে জগনমোহন রেড্ডির চাণক্য ছিলেন এই প্রশান্ত কিশোর । চন্দ্রবাবুর দাবার গুটিকে খুব সহজেই মাত করে বিপুল সাফল্য পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন জগন । রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জগনের এই রকেট উত্থানের পিছনে প্রধান কান্ডারি প্রশান্ত ।

এই সংক্রান্ত আরও খবর : TRP কমছে 'জয়শ্রীরাম'-এর, ভরসা এখন মা কালীই : অভিষেক

এবারের লোকসভা ভোটে রীতিমতো ভরাডুবি হয়েছে তৃণমূলের । একধাক্কায় 12টা আসন কমেছে তৃণমূলের । শুধু তাই নয়, লোকসভা ভোটের নিরিখে 120টির বেশি বিধানসভায় পিছিয়ে রয়েছে তারা । সেখানে রকেট গতিতে বাংলার মাটিতে উঠে আসছে BJP । 2 থেকে 18টি আসন পেয়েছে তারা । বিধানসভায় চমকপ্রদ ফল করেছে । স্বাভাবিকভাবে চাপ বেড়েছে তৃণমূলের । রাজনৈতিক মহলের মত, এবার তাই দলের কর্মীদের নয়, মমতা ভরসা রাখছেন পেশাদারদের উপরেই । প্রশান্ত কিশোরের মতো আধুনিক রাজনৈতিক কৌশলীর বুদ্ধিকেই কাজে লাগাতে চাইছেন তিনি ।

এই সংক্রান্ত আরও খবর : RSS-র পালটা জয়হিন্দ বাহিনী ও বঙ্গজননী তৈরি করব : মমতা

বিহারের বক্সারের বাসিন্দা প্রশান্ত কিশোর রাষ্ট্রসংঘে স্বাস্থ্য বিশেষজ্ঞের চাকরি ছেড়ে দেশে ফিরে এসেছেন । তৈরি করেছেন নিজের সংস্থা । রাজনৈতিক কৌশল নির্ধারণ ছিল তাঁর এবং তাঁর সংস্থার প্রধান কাজ । হাতেখড়ি ছিল গুজরাতে নরেন্দ্র মোদির হয়ে কাজ করা । গুজরাতে সাফল্যের পরেই মোদি তাঁকে লোকসভা ভোটেও কাজে লাগিয়েছিলেন 2014 সালে ।

কলকাতা, 6 জুন : তাঁর বুদ্ধিকে ধার নিয়ে 2014 সালে বাজিমাত করেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদি । অখিলেশ যাদব-রাহুল গান্ধিকে একই মঞ্চে নিয়ে এসেছিলেন তিনি । এবার সেই প্রশান্ত কিশোরের বুদ্ধিকেই কাজে লাগাতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আজ নবান্নে মমতার সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন প্রশান্ত । তারপরেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে । সূত্রের খবর, তৃণমূলের হয়ে ভোট স্ট্র্যাটেজিক হচ্ছেন আধুনিক যুগের 'চাণক্য' । চুক্তিও হয়ে গেছে । প্রশান্তের বুদ্ধিমতোই আগামী দিনে রণকৌশল ঠিক করা হবে বলেও তৃণমূল সূত্রে খবর ।

এই সংক্রান্ত আরও খবর : 6 মাসে সরকার পড়বে, ফের ভোট দিতে হবে : দিলীপ

প্রশান্ত কিশোর নামটা প্রথম প্রকাশ্যে এসেছিল খুব সম্ভবত 2014 সালে । সেবার নরেন্দ্র মোদির ভোট স্ট্র্যাটেজি ঠিক করেছিলেন তিনি । তাঁর বুদ্ধিকে কাজে লাগিয়েই বাজিমাত করেছিলেন 56 ইঞ্চি । তবে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময়ও প্রশান্তের বুদ্ধিতে ভর করেই চমক দিতে দেখা গেছিল তাঁকে । এরপর 2015 সালে নীতিশ কুমারের হয়ে কাজ করেন তিনি । 2017-তে উত্তরপ্রদেশ ও পঞ্জাবে কংগ্রেসের ভোট-কূটনীতি ঠিক করেছিলেন প্রশান্তই । তখনই রাহুল গান্ধি ও অখিলেশ যাদবকে একই মঞ্চে নিয়ে আসেন তিনি । এমন কী, বারাণসীতে সোনিয়া গান্ধির রোড শোয়ের পিছনেও ছিলেন । উত্তরপ্রদেশে সফল না হলেও পঞ্জাবে অমরিন্দর সিংকে জিতিয়েছিলেন প্রশান্ত ।

শুনুন রাহুল সিনহার বক্তব্য

এই সংক্রান্ত আরও খবর : হামসে যো টকরায়েগা, চুর চুর হো জায়েগা : মমতা

এবারে অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে জগনমোহন রেড্ডির চাণক্য ছিলেন এই প্রশান্ত কিশোর । চন্দ্রবাবুর দাবার গুটিকে খুব সহজেই মাত করে বিপুল সাফল্য পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন জগন । রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জগনের এই রকেট উত্থানের পিছনে প্রধান কান্ডারি প্রশান্ত ।

এই সংক্রান্ত আরও খবর : TRP কমছে 'জয়শ্রীরাম'-এর, ভরসা এখন মা কালীই : অভিষেক

এবারের লোকসভা ভোটে রীতিমতো ভরাডুবি হয়েছে তৃণমূলের । একধাক্কায় 12টা আসন কমেছে তৃণমূলের । শুধু তাই নয়, লোকসভা ভোটের নিরিখে 120টির বেশি বিধানসভায় পিছিয়ে রয়েছে তারা । সেখানে রকেট গতিতে বাংলার মাটিতে উঠে আসছে BJP । 2 থেকে 18টি আসন পেয়েছে তারা । বিধানসভায় চমকপ্রদ ফল করেছে । স্বাভাবিকভাবে চাপ বেড়েছে তৃণমূলের । রাজনৈতিক মহলের মত, এবার তাই দলের কর্মীদের নয়, মমতা ভরসা রাখছেন পেশাদারদের উপরেই । প্রশান্ত কিশোরের মতো আধুনিক রাজনৈতিক কৌশলীর বুদ্ধিকেই কাজে লাগাতে চাইছেন তিনি ।

এই সংক্রান্ত আরও খবর : RSS-র পালটা জয়হিন্দ বাহিনী ও বঙ্গজননী তৈরি করব : মমতা

বিহারের বক্সারের বাসিন্দা প্রশান্ত কিশোর রাষ্ট্রসংঘে স্বাস্থ্য বিশেষজ্ঞের চাকরি ছেড়ে দেশে ফিরে এসেছেন । তৈরি করেছেন নিজের সংস্থা । রাজনৈতিক কৌশল নির্ধারণ ছিল তাঁর এবং তাঁর সংস্থার প্রধান কাজ । হাতেখড়ি ছিল গুজরাতে নরেন্দ্র মোদির হয়ে কাজ করা । গুজরাতে সাফল্যের পরেই মোদি তাঁকে লোকসভা ভোটেও কাজে লাগিয়েছিলেন 2014 সালে ।


Mumbai, May 04 (ANI): Stars of upcoming film 'Student of the year 2' Tiger Shroff, Ananya Pandey and Tara Sutaria attended an event to promote their film. Tiger Shroff responded to the ongoing criticism related to his the film 'Student of the Year 2'. The film has been targeted for having extravagant school life which is far from reality. Shroff said, "The fact that people are already talking about our film in all kind of ways proves that we have made some kind of impact on social media". He further added, "I agree with people that it is a very different kind of college. I wish I was in this college." Directed by filmmaker Punit Malhotra, the movie is a sequel to a 2012 movie of the same name, the plot of which revolves around a couple of students at a larger-than-life school who then go on to take part in a competition that changes their lives. The film is slated to hit theatres on May 10.
Last Updated : Jun 6, 2019, 9:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.