ETV Bharat / briefs

সন্দেশখালিতে মৃত 4 রাজনৈতিক কর্মী; "মমতাই দায়ি", বললেন মুকুল - Clash

আজ সন্ধ্যায় হাটগাছি গ্রামে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয় । এই ঘটনায় দুপক্ষের চারজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ।

মুকুল রায়
author img

By

Published : Jun 8, 2019, 11:00 PM IST

Updated : Jun 9, 2019, 12:02 PM IST

কলকাতা, 8 জুন : তৃণমূল-BJP সংঘর্ষে রণক্ষেত্র সন্দেশখালির ন্যাজাট । মৃত্যু হয়েছে মোট চারজনের । এরমধ্যে একজন তৃণমূল কর্মী । নাম কায়ুম মোল্লা । বাকি তিনজন BJP কর্মী । নাম প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও তপন মণ্ডল । যদিও পুলিশ সূত্রে দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । এদিকে, এই ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানাবে রাজ্য BJP ।

এই সংক্রান্ত খবর : BJP-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র সন্দেশখালির ন্যাজাট, মৃত দু'পক্ষের চার

ঘটনার পরই টুইট করেন মুকুল রায় । তিনি লেখেন, 'সন্দেশখালিতে 3 BJP কর্মীকে নৃশংসভাবে খুন করা হয়েছে । BJP কর্মীদের উপর অত্যাচারের জন্য দায়ি মমতা ব্যানার্জি । আমরা সন্দেশখালির বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নজরে আনব ।'

কলকাতা, 8 জুন : তৃণমূল-BJP সংঘর্ষে রণক্ষেত্র সন্দেশখালির ন্যাজাট । মৃত্যু হয়েছে মোট চারজনের । এরমধ্যে একজন তৃণমূল কর্মী । নাম কায়ুম মোল্লা । বাকি তিনজন BJP কর্মী । নাম প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও তপন মণ্ডল । যদিও পুলিশ সূত্রে দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । এদিকে, এই ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানাবে রাজ্য BJP ।

এই সংক্রান্ত খবর : BJP-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র সন্দেশখালির ন্যাজাট, মৃত দু'পক্ষের চার

ঘটনার পরই টুইট করেন মুকুল রায় । তিনি লেখেন, 'সন্দেশখালিতে 3 BJP কর্মীকে নৃশংসভাবে খুন করা হয়েছে । BJP কর্মীদের উপর অত্যাচারের জন্য দায়ি মমতা ব্যানার্জি । আমরা সন্দেশখালির বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নজরে আনব ।'

Ludhiana (Punjab)/ Dholpur (Rajasthan), Jun 08 (ANI): The heat wave conditions further intensified in various regions of the country including Punjab and Rajasthan. People are going through difficulties due to extreme hot temperature. People were seen covering their heads and faces. Locals consumed cool drinks as the temperature rises across the nation. Sale of earthen pots has also increased as the mercury touches 42 degree Celsius in Punjab's Ludhiana. While speaking to ANI, a local in Ludhiana said, "The temperature has increased since last week. We are facing a lot of difficulties. People should take care of themselves and keep drinking cold water."
Last Updated : Jun 9, 2019, 12:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.